Most-Popular

চাঁদ পৃথিবী থেকে কতদূরে অবস্থিত? চাঁদে পৌঁছাতে কত সময় লাগে?

মহাবিশ্ব সম্পর্কে মানুষের মনে নানারকমের কৌতূহল রয়েছে। চাঁদে মানুষের প্রথম পদার্পণের ইতিহাস এখন পুরনো হলেও, চাঁদ সম্পর্কে আরও নতুন তথ্য জানার আকাঙ্ক্ষা আজও নতুন।

পৃথিবী থেকে চাঁদের দূরত্বের সঠিকভাবে পরিমাপ করা খুব সহজ নয়, তবে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা এবং আবিষ্কারের ভিত্তিতে এখানে তা উপস্থাপনের প্রচেষ্টা করা হল।

আসুন জেনে নেওয়া যাক যে, চাঁদ ও পৃথিবীর মধ্যে কত দূরত্ব এবং এই দূরত্বের পরিসংখ্যান কেন ক্রমাগত পরিবর্তিত হয়?

চাঁদ ও পৃথিবীর মধ্যে কত দূরত্ব?

(সর্বনিম্ন দূরত্ব)

  • বৈজ্ঞানিক ও গবেষকদের থেকে পাওয়া তথ্য অনুসারে, চাঁদ ও পৃথিবীর মধ্যে গড় দূরত্ব ধরা হয়ে থাকে, ৩৮৪,৪০৩ কিলোমিটার অর্থাৎ ২৩৮,৮৫৭ মাইল।
  • এখানে পৃথিবী ও চাঁদের মধ্যকার গড় দূরত্বের আনুমানিক তথ্য দেওয়া হয়েছে, কারণ এ বিষয়ে নির্দিষ্ট পরিসংখ্যান নির্ধারণ করা অসম্ভব।
  • এর প্রধান কারন হল চাঁদ পৃথিবীর চারিদিকে পরিক্রম করে। চাঁদ গতিমান। যার জন্য এর দূরত্ব কখন পৃথিবীর থেকে অধিক হয় কখন কম হয়। বৈজ্ঞানিকরা ৩৮৪,৪০৩ কিলোমিটার অর্থাৎ ২৩৮,৮৫৭ মাইলের যে দূরত্বের কথা বলেছেন।

( সর্বোচ্চ দূরত্ব)

  • পৃথিবী থেকে চাঁদের সর্বোচ্চ দূরত্ব যা গড়ে ৮০৬,৬৯৬ কিলোমিটার অর্থাৎ ২৫২,০৮৮ মাইল।
  • চাঁদ যখন পৃথিবীর নিকটতম অক্ষে আবর্তন করে তখন এটি সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায়।
  • চাঁদের উজ্জ্বলতা পৃথিবীর সাথে দূরত্বের উপর নির্ভর করে। এমনকি চাঁদ ও পৃথিবীর দূরত্বের সামান্য পরিবর্তন হলেও পৃথিবী থেকে চাঁদের উজ্জ্বলতায় অনেক পরিবর্তন দেখা যায়। সৌরজগতের ৯টি গ্রহের মধ্যে একটি পৃথিবী এবং চাঁদ পৃথিবীর উপগ্রহ।
  • পৃথিবী ঠিক যে ভাবে সূর্যের চারিদিকে পরিক্রমা করে চলেছে, সেই একই ভাবে চাঁদও পৃথিবীর চারিদিকে ক্রমাগত পরিক্রমা করে।

পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে কত সময় লাগে?

  • পৃথিবী থেকে চাঁদের দূরত্ব আমরা যে বিমানে যাত্রা করছি তার গতির উপর নির্ভর করে।
  • পৃথিবী থেকে চাঁদে পাঠানো সর্বনিম্ন গতির বিমান ইএসএ স্মার্ট – ১বছর, ১মাস, ২সপ্তাহ পরে চাঁদে পৌঁছেছিল।
  • এখন পর্যন্ত দ্রুততম গতিযুক্ত বিমান নাসা নিউ হরাইজন, প্রায় ৮ ঘন্টা ৩৫ মিনিটের মধ্যে পৃথিবী থেকে চাঁদে পৌঁছেছিল।
  • এটি পৃথিবী থেকে চাঁদে পৌঁছানোর সর্বনিম্ন সময়কাল।

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ও সময়কাল বৈজ্ঞানিক নিরীক্ষার মধ্যে এখন রয়েছে। ভবিষ্যৎ’এ আরও নতুন তথ্য জানার সম্ভাবনা রয়েছে।

Shalu Mittal

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 years ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 years ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 years ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 years ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 years ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 years ago