Most-Popular

সত্যি কি বাড়িতে মানিপ্ল্যান্ট থাকলে ফুলে ফেপে উঠবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট!

সৌভাগ্যের অধিকারী কে না হতে চায়। সকলের মনেই ইচ্ছা জাগে যে, ধনলক্ষ্মী এবং ধনকুবের যেন তাঁদের গৃহে বিরাজ করেন। সেইমতোই আয় বাড়ানোর জন্য সকলে নিজের মতো করে চেষ্টা করেন। সেক্ষেত্রে উপার্জন বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম এবং একাগ্রতার কোনও বিকল্প হয় না।

কিন্তু সত্যি কথা বলতে অনেক সময় এমন হয় যে, কঠোর পরিশ্রমের পরেও উপার্জিত অর্থ চোখে দেখা যায় না। আপনার হয়তো মনে হচ্ছে যে, আপনি প্রয়োজনের তুলনায় অনেক পরিশ্রম করছেন, কিন্তু সেইমতো লক্ষ্মীলাভ হচ্ছে না। আর এইজন্যই কিন্তু অনেকে লক্ষ্মীলাভের আশায় বাড়িতে মানিপ্ল্যান্ট রোপন করেন। নানান উপায় আছে যার সাহায্যে ঘরের বাস্তু ঠিক রেখে অর্থলাভ সম্ভব। তার মধ্যে মানিপ্ল্যান্ট রোপন উল্লেখযোগ্য।

বাস্তুশাস্ত্র মতে মানিপ্ল্যান্ট

বাস্তুশাস্ত্রবিদদের মতে বাড়িতে মানিপ্ল্যান্ট রোপন করলে অর্থভাগ্য খুলে যায় খুব তাড়াতাড়ি। আর যেকোনও বাড়ির ক্ষেত্রেই এই মানিপ্ল্যান্ট গাছ খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই তাই বাস্তুবিদের কথা মত বাড়িতে এই গাছ এনে রাখেন। তবে বাড়িতে মানিপ্ল্যান্ট পুঁতলেই হল না। মানিপ্ল্যান্ট গাছের যত্ন ও পরিচর্যা করাটাও খুব দরকার। শুধু এনে বাড়িতে রেখে দিলেন, কোনও যত্নই করলেন না, তাহলে কিন্তু কোনও ফলই পাবেন না।

শুধু তাই নয়, মানিপ্ল্যান্ট গাছ রাখার একটা সঠিক দিকও রয়েছে। বাড়ির সঠিক জায়গায় এই গাছ না রাখলে কিন্তু এর উল্টো প্রভাব পড়তে পারে।

বাড়ির কোথায় মানিপ্ল্যান্ট রাখলে তার কার্যকরী প্রভাব পড়বে

পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু- এই দিকগুলির মধ্যে অগ্নিকোণে মানিপ্ল্যান্ট গাছটি রাখা সবচেয়ে ভালো। বলা হয় এই দিকে বিরাজ করেন সিদ্ধিদাতা গণেশ। তাই বাড়িতে অর্থ আগমনের জন্য এই দিকে মানিপ্ল্যান্ট গাছ রাখা সবচেয়ে ভালো। প্রসঙ্গত, অগ্নিকোণ বলতে বাড়ির দক্ষিণ-পূর্ব দিককে বোঝায়।

দক্ষিণ-পূর্ব কোণে মানিপ্ল্যান্ট রাখতে বলা হয় কেন?

  • বাস্তুশাস্ত্রবিদরা বলেন যে, বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে মানিপ্ল্যান্ট গাছ রাখলে শুধু অর্থভাগ্য খুলে যায় এমনটাই নয়।
  • পরিবার এবং বন্ধুবান্ধবদের মধ্যে সম্পর্ক আরও সুন্দর হয়ে ওঠে।
  • বলা হয়, যে মানিপ্ল্যান্টের পাতা অবিকল পানের মতো অর্থাৎ হার্ট শেপের হয়, সেই বাড়িতে সদা-সর্বদা শান্তি বিরাজ করে।
  • পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব এমনকী কর্মক্ষেত্রেও খুব ভালো প্রভাব ফেলে এই মানিপ্ল্যান্ট।
  • সংসারে সুখ ও সমৃদ্ধি দুই বিরাজমান থাকে। যা প্রত্যেক মানুষের কাঙ্ক্ষিত।

বাড়ির যেদিকে কখনওই মানিপ্ল্যান্ট রাখবেন না

  • বাস্তুশাস্ত্র বা ফেংশুই অনুসারে বাড়ির ঈশাণ কোণে অর্থাৎ উত্তর–পূর্ব দিকে কখনওই মানিপ্ল্যান্ট গাছ রাখবেন না।
  • বলা হয়, এই দিকটি আপনার অর্থভাগ্যের জন্য একেবারেই অনুকূল নয়।
  • এই দিকে মানিপ্ল্যান্ট রাখলে অর্থ কোনও ভাবেই সঞ্চয় হবে না। বরং ঘরে আসা লক্ষ্মীও চলে যাবে।
  • সেই সঙ্গে চরম আর্থিক ক্ষতির মুখেও পড়তে হতে পারে আপনাকে।
  • নিজের ব্যবসা থাকলে ব্যবসায়িক ক্ষেত্রে লাভের মুখ দেখতে পাবেন না।
  • এমনকী চাকুরীজীবিদেরও চাকরিক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এমনকি চাকরি চলেও যেতে পারে।
  • তাই আর্থিক সৌভাগ্য হারাতে না চাইলে বাড়ির উত্তর-পূর্ব দিকে কখনওই মানিপ্ল্যান্ট রোপন করবেন না।
  • বাস্তুশাস্ত্রবিদরা আরও বলেন, বাড়ির ঈশাণ কোণে মানিপ্ল্যান্ট রাখলে পরিবারের অন্যান্য সদস্যদের ওপরেও এর কুপ্রভাব পড়তে পারে।
  • পরিবারের সদস্যদের মধ্যে মতের অমিল চরম অশান্তির আকার ধারণ করতে পারে। তাই সাবধান। ভুলেও এইদিকে মানিপ্ল্যান্ট গাছ রাখবেন না।

কোন জায়গায় মানিপ্ল্যান্ট রোপন করতে নিষেধ করছে বাস্তুশাস্ত্র

বাস্তুশাস্ত্রবিদরা বলেন, কখনওই খোলা জায়গায়, বিশেষত বাড়ির বাগানে মানিপ্ল্যান্ট রোপন করা উচিত নয়। বাড়ির বাগানে যদি মানিপ্ল্যান্ট জন্মে থাকে তাহলে তা সযত্নে তুলে এনে বাড়ির ভেতরে রাখা যায় এমন টবে রোপন করুন। টবে না হলেও একটি গভীর পাত্রে জল নিয়ে তাতেই বসিয়ে দিতে পারেন মানিপ্ল্যান্ট। জলই এর প্রধান খাদ্য। পর্যাপ্ত পরিমাণে জল পেলে মানিপ্ল্যান্টের আর কিছুই প্রয়োজন হয় না।

সবশেষে একটা কথা বলা ভালো, বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদূর। তাই মনে বিশ্বাস থাকা ভালো, কিন্তু সেইসঙ্গে নিজের অর্থভাগ্য ফেরাতে পরিশ্রম করতেই হবে কারণ আগেই বলেছি, পরিশ্রমের কোনও বিকল্প নেই।

Indrani Mukherjee

View Comments

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago