সৌভাগ্যের অধিকারী কে না হতে চায়। সকলের মনেই ইচ্ছা জাগে যে, ধনলক্ষ্মী এবং ধনকুবের যেন তাঁদের গৃহে বিরাজ করেন। সেইমতোই আয় বাড়ানোর জন্য সকলে নিজের মতো করে চেষ্টা করেন। সেক্ষেত্রে উপার্জন বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম এবং একাগ্রতার কোনও বিকল্প হয় না।
কিন্তু সত্যি কথা বলতে অনেক সময় এমন হয় যে, কঠোর পরিশ্রমের পরেও উপার্জিত অর্থ চোখে দেখা যায় না। আপনার হয়তো মনে হচ্ছে যে, আপনি প্রয়োজনের তুলনায় অনেক পরিশ্রম করছেন, কিন্তু সেইমতো লক্ষ্মীলাভ হচ্ছে না। আর এইজন্যই কিন্তু অনেকে লক্ষ্মীলাভের আশায় বাড়িতে মানিপ্ল্যান্ট রোপন করেন। নানান উপায় আছে যার সাহায্যে ঘরের বাস্তু ঠিক রেখে অর্থলাভ সম্ভব। তার মধ্যে মানিপ্ল্যান্ট রোপন উল্লেখযোগ্য।
বাস্তুশাস্ত্রবিদদের মতে বাড়িতে মানিপ্ল্যান্ট রোপন করলে অর্থভাগ্য খুলে যায় খুব তাড়াতাড়ি। আর যেকোনও বাড়ির ক্ষেত্রেই এই মানিপ্ল্যান্ট গাছ খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই তাই বাস্তুবিদের কথা মত বাড়িতে এই গাছ এনে রাখেন। তবে বাড়িতে মানিপ্ল্যান্ট পুঁতলেই হল না। মানিপ্ল্যান্ট গাছের যত্ন ও পরিচর্যা করাটাও খুব দরকার। শুধু এনে বাড়িতে রেখে দিলেন, কোনও যত্নই করলেন না, তাহলে কিন্তু কোনও ফলই পাবেন না।
শুধু তাই নয়, মানিপ্ল্যান্ট গাছ রাখার একটা সঠিক দিকও রয়েছে। বাড়ির সঠিক জায়গায় এই গাছ না রাখলে কিন্তু এর উল্টো প্রভাব পড়তে পারে।
পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু- এই দিকগুলির মধ্যে অগ্নিকোণে মানিপ্ল্যান্ট গাছটি রাখা সবচেয়ে ভালো। বলা হয় এই দিকে বিরাজ করেন সিদ্ধিদাতা গণেশ। তাই বাড়িতে অর্থ আগমনের জন্য এই দিকে মানিপ্ল্যান্ট গাছ রাখা সবচেয়ে ভালো। প্রসঙ্গত, অগ্নিকোণ বলতে বাড়ির দক্ষিণ-পূর্ব দিককে বোঝায়।
বাস্তুশাস্ত্রবিদরা বলেন, কখনওই খোলা জায়গায়, বিশেষত বাড়ির বাগানে মানিপ্ল্যান্ট রোপন করা উচিত নয়। বাড়ির বাগানে যদি মানিপ্ল্যান্ট জন্মে থাকে তাহলে তা সযত্নে তুলে এনে বাড়ির ভেতরে রাখা যায় এমন টবে রোপন করুন। টবে না হলেও একটি গভীর পাত্রে জল নিয়ে তাতেই বসিয়ে দিতে পারেন মানিপ্ল্যান্ট। জলই এর প্রধান খাদ্য। পর্যাপ্ত পরিমাণে জল পেলে মানিপ্ল্যান্টের আর কিছুই প্রয়োজন হয় না।
সবশেষে একটা কথা বলা ভালো, বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদূর। তাই মনে বিশ্বাস থাকা ভালো, কিন্তু সেইসঙ্গে নিজের অর্থভাগ্য ফেরাতে পরিশ্রম করতেই হবে কারণ আগেই বলেছি, পরিশ্রমের কোনও বিকল্প নেই।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
Khub valo tips dilen....Thank you so much....ami nischoy eita try korbo....