খুব ড্রাই স্কিন?তাহলে শীতকালে তো যন্ত্রণার শেষ থাকে না।রুক্ষ,শুষ্ক, প্রাণহীন ত্বক।গ্লো তো থাকেই না।কিন্তু এই রুক্ষ শুষ্ক নির্জীব ত্বককে যদি করে তোলা যায় মাখনের মত?স্পেশালই শীতে?তাহলে তো এর থেকে ভালো উপহার এই শীতে আর কিছু হতে পারে না।ঠিক এই বেস্ট গিফটটাই আপনাকে দেবে দাশবাস এই শীতে।বিশ্বাস হচ্ছে না তো?তাহলে দেখুন কিভাবে এই শীতে আপনার শুষ্ক ত্বক হয়ে উঠবে মাখনের মত নরম কোমল।
দাম ১৪০/-
কলা এমনিতেই স্কিনকে ময়েশ্চারাইজড রাখে।আর এর সাথে মাখন যোগ করলে,বুঝতেই পারছেন আপনার স্কিন কতটা হাইড্রেটেড থাকবে।দুটো মিলিয়ে স্কিন থাকবে ময়েশ্চারাইজড।সাথে গ্লোয়িং।
দাম ৫২৫/-
উপকরণ
২ চামচ কলা ও ১চামচ মাখন।
পদ্ধতি
একটা কলার অর্ধেকটা নিয়ে নিন।এটা ব্লেণ্ড করে নিন।এবার এর সাথে মাখন মিশিয়ে পেস্ট করুন।এবার এই মাস্কটা মুখে,গলায়,ঘাড়ে লাগান। হাতেও লাগাতে পারেন।তবে উপকরণের পরিমাণ আরেকটু বাড়িয়ে নেবেন।এটা লাগিয়ে রাখুন ২০ মিনিট।তারপর মুখ ধুয়ে নিন।সপ্তাহে দুদিন করুন।তাহলে দেখবেন স্কিন কত নরম থাকছে।
দাম ৩০০/-
অফারে দাম ১০০/-
নরম কোমল ত্বকের সাথে চাই গ্লোয়িং ফেস?তাহলে এই প্যাকটা খুব ভালো অপশন।কারন হলুদ স্কিন টোনকে লাইট করতে সাহায্য করবেই।এর সাথে মাখনও কিন্তু দেবে একটা একটা হেলদি গ্লো।
উপকরণ
হাফ চামচ হলুদ ও ১চামচ মাখন।
পদ্ধতি
কাঁচা হলুদ থাকলে খুব ভালো।কারণ এখন গুঁড়ো হলুদেও নানারকম ভেজাল মেশানো হয়।সেটা আর বলার অপেক্ষা রাখে না।একান্তই কাঁচা হলুদ না থাকলে,ভালো মানের গুঁড়ো হলুদ এক চিমটে দিন।কাঁচা হলুদ বাটা হলে,হাফ চামচ।ভালো করে দুটো উপকরণ মেশান।এবার এটা পুরো মুখে ও গলায় লাগান।২০ মিনিট অপেক্ষা করুন।তারপর ধুয়ে ফেলুন।সপ্তাহে দুদিন করুন ভালো ফল পেতে।
স্কিনের বয়স বাড়তে থাকলেই বুড়ি লাগবে দেখতে।স্কিনের বয়সকে কিছুতেই বাড়তে দেওয়া যাবে না।ধরে রাখতে হবে ত্বকের যৌবন।আর এই কাজটাই করে গাজর।কারণ গাজরে আছে প্রচুর ভিটামিন এ,যা স্কিনের যৌবন ধরে রাখে।
দাম ১২৫/-
অফারে দাম ১১২/-
উপকরণ
১চামচ মাখন ও একটা ছোট গাজর।
পদ্ধতি
প্রথমে গাজর ব্লেণ্ড করে নিন।এবার এর সাথে মাখন মেশান।ভালো করে পেস্ট বানিয়ে মুখে গলায় লাগান।২০ মিনিট পর ধুয়ে ফেলুন।এটা সপ্তাহে তিন থেকে চারদিন করুন।তাহলে দেখবেন স্কিন তো নরম থাকছেই,তার সাথে স্কিন দেখে নিজেরই বেশ ভালো লাগবে।আর আপনার স্কিন দেখে আপনার আসল বয়স বোঝে কার সাধ্য!
অনেকেই টক দই মুখে মাখেন।মাখার পর পর স্কিন কতটা নরম থাকে সেটা আর বলার অপেক্ষা রাখে না।আর এর সাথে মাখন যোগ হলে তো কোন কথাই নেই।
উপকরণ
১ চামচ মাখন ও ২ চামচ টক দই।
পদ্ধতি
টক দই আগে ভালো করে ফেটিয়ে নিন।এবার এর সাথে মাখন মেশান। এবার এই পেস্ট মুখে লাগান।১৫ থেক ২০ মিনিট অপেক্ষা করুন।তারপর মুখ ধুয়ে ফেলুন।এটা সপ্তাহে দু থেকে তিনদিন করুন।তাহলে শীতে স্কিনের ড্রাইনেস নিয়ে আর চিন্তা করতে হবে না।
স্কিন তো ময়েশ্চারাইজড রাখবে বুঝলাম,কিন্তু একটু গ্লো ছাড়া কি আর মন মানে।তাহলে ব্যবহার করুন মাখন ও অলিভ তেলের প্যাক,যেটা দেবে একটা ইনস্ট্যান্ট গ্লো।
দাম ১৯৫/-
অফারে দাম ১৫৫/-
উপকরণ
১চামচ মাখন ও ১চামচ অলিভ তেল।
পদ্ধতি
মাখন ও অলিভ তেল ভালো করে মিশিয়ে নিন।এটা মুখে গলায় লাগান।১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন।তারপর ধুয়ে ফেলুন।
তাহলে বুঝে গেলেন তো,কিভাবে এই শীতে স্কিনকে করে তুলবেন মাখনের মত।ব্যাস এই প্যাকগুলো এক একটা এক এক সপ্তাহে ট্রাই করুন।তখন আপনার স্কিনটা যে ড্রাই নেই সেটা আপনি নিজেই বুঝতে পারবেন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…