পার্টি থেকে বিয়েবাড়ি কি এমনি নর্মাল রাস্তায় বেরোনো—মেকআপ করাটা নিশ্চয়ই আপনার মাস্ট! নিজেকে সুন্দর দেখানোর জন্য মেকআপ তো করবেন জানি। কিন্তু জানেন কি, মেকআপ করার আগে মেকআপের সাত-সতেরো খেয়াল না রাখলে কিন্তু আপনার সাধের মেকআপ ডিসাস্টারও হয়ে যেতে পারে! তাই জেনে নিন মেকআপ করার আগে ত্বকের যত্নে খেয়াল রাখুন এই ৪ টি বিষয়।
মেকআপ করার আগে মুখ ভালো করে ধুয়ে নেওয়া কিন্তু মাস্ট। মুখে ঘাম, তেল বা ময়লা থাকলে কিন্তু মেকআপ মোটেও ভালো হয় না। আর তেল থাকলে মেকআপ তো গলে যেতেই পারে। আর তাছাড়া আপনার স্কিনের জন্যও কিন্তু তা মোটেই ভালো না। তাই মেকআপ শুরু করার আগে আপনার পছন্দের ফেস ওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। এরপর ত্বককে পারফেক্ট মেকআপ রেডি করার জন্য এক্সফোলিয়েট করা কিন্তু দরকার। তাই স্ক্রাবার ব্যবহার করে ত্বকের মৃত কোষকে পরিষ্কার করে ফেলুন। মনে রাখবেন, স্মুদ স্কিনে কিন্তু আপনার মেকআপ সহজেই খুলবে।
এরপর যেকোনো একটা ফেস প্যাক আপনার মুখে লাগিয়ে নিতে পারেন। তবে আপনার ত্বককে উজ্জ্বল করবে তাড়াতাড়ি এমন ফেস প্যাকই লাগান। ‘দাশবাস’ পেজে অনেক ফেস প্যাকই পেয়ে যাবেন। তাও আপনাদের জন্য একটা ফেস প্যাক এখানে দিলাম।
➡ মাখনের ফেস মাস্ক শুষ্ক ত্বকের জন্য
উপকরণ
কাঁচা হলুদ বাটা ২ চামচ, মধু ১ চামচ, বেসন ১ চামচ, দুধ ১ চামচ।
পদ্ধতি
সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে আপনার মুখে মেখে নিন। ২৫-৩০ মিনিট মতো রেখে হালকা গরম জলে মুখ ধুয়ে নিন। মেকআপের আগেই এটা করলে দেখবেন ইন্সট্যান্ট একটা গ্লো মুখে পাচ্ছেন।
মুখকে একফ্লোলিয়েট করার পর কিন্তু মুখে টোনার লাগাতেই হবে। এর ফলে আপনার মুখ একদম ফ্রেশ দেখাবে। তবে এক্সফোলিয়েট করার পর কিন্তু স্কিন একটু ড্রাই হয়ে যায়। আর সেই ড্রাই স্কিনে মেকআপ করা কিন্তু মোটেও ভালো নয়। তাই মুখকে ভালো করে ময়েশ্চারাইজড করুন। এতে মুখ নরমও হবে, আর মেকআপও ভালো খুলবে।
মেকআপ শুরু করার খানিক আগে কিন্তু মুখে তুলোয় করে গোলাপ জল লাগিয়ে নিতে ভুলবেন না। গোলাপ জল আপনার মুখকে কিন্তু ইন্সট্যান্ট গ্লো দিতে পারে আর মুখকে আরও বেশী ফ্রেশ দেখায়। এই লাস্ট টাচের পর কিন্তু আপনি এবার আপনার মূল মেকআপ শুরু করতেই পারেন।
আর হ্যাঁ, আপনার স্কিন আর বয়স অনুযায়ী মেকআপ করতে কিন্তু ভুলবেন না। ৪০ বছর বয়সে তো আপনি ২০ বছরের মতো মেকআপ করতে পারবেন না। আর ড্রাই স্কিনে যেভাবে মেকআপ করতে হবে, আপনি নিশ্চয়ই অয়েলি স্কিনেও সেভাবেই মেকআপ করবেন না।
তাই মেকআপ করুন, কিন্তু একটু বুঝে, খেয়াল রেখে। তাহলেই দেখবেন, কেবলমাত্র মেকআপের গুনেই আপনি হয়ে উঠবেন সুন্দরী!
https://dusbus.com/bn/hat-pa-forsha-korar-sohoj-5-ti-upay/
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…