কলকাতা

এবার বড় পর্দায় মহানায়কের অজানা জীবন কাহিনী

টলিউড তথা বাঙালির মহানায়ক তিনি। আজ এতো দশক পরেও তাঁর জায়গায় কেউ আসতে পারেনি, আর পারবেও না। বাঙালির আবেগ, জীবনের সাথে তিনি এখনো ওতপ্রোতভাবে মিশে রয়েছেন। মিশে রয়েছেন প্রত্যেক বাঙালির মনে। তাই মহানায়কের জীবন সম্পর্কে জানার আগ্রহ থাকবে এটা তো স্বাভাবিক।

যদিও শুধু টলিউড নয় বলিউডেও তাঁর অভিনয় বেশ চর্চিত। আর সেই মানুষটার জীবনী যদি বড় পর্দায় দেখতে পাই তাহলে কেমন হবে? দারুণ ব্যাপার তাই না? হ্যাঁ এবার এটাই দেখতে চলেছি আমরা তাও আবার বড় পর্দায়।  

কেমন ছিল তাঁর ক্যামেরার ওপারের জীবন?

রুপোলী পর্দায় তাকে তো আমরা বিভিন্ন ভূমিকায় দেখেছি। ‘সপ্তপদী’ ‘সন্ন্যাসী রাজা’ ‘নায়ক’ ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ ‘চিড়িয়াখানা’ একের পর এক কালজয়ী ছবি ও কালজয়ী অভিনয়। যে চরিত্রই তাঁকে দেওয়া দেওয়া হত সেই চরিত্রই তাঁর স্পর্শে যেন সোনা হয়ে যেত।

কিন্তু তাঁর ব্যক্তিগত জীবনটা? কেমন ছিলেন তিনি তাঁর ব্যক্তিগত জীবনে? তাঁর স্ত্রী, তাঁর পরিবার ব্যক্তিগত জীবনে তাঁর পছন্দ অপছন্দ এ সম্পর্কে খুব একটা জানা যায়নি। পর্দার আড়ালেই থেকেছে সবকিছু।

শোনা যায়, তাঁর ব্যক্তিগত জীবনে নাকি তাঁকে অনেক টানাপড়েনের মধ্যে দিয়ে  যেতে হয়েছে বারবার। যদিয় পর্দায় তাঁর অভিনয় দেখে সেসব বোঝার উপায় ছিল না। কারণ তিনি প্রতিটি চরিত্রের মধ্যে এতোটাই ঢুকে যেতেন। এতোটাই তাঁর কাজকে সন্মান করতেন ভালোবাসতেন। এই জন্যই তো তিনি মহানায়ক।

এছাড়াও শোনা যায়, শেষের দিনগুলি তিনি নাকি সুপ্রিয়া দেবীর বাড়িতেই কাটান। এইরকম হাজারো গল্প রয়েছে তাঁকে নিয়ে। কিন্তু কোনটা সত্যি আর কোনটা সত্যি নয় তা আমরা জানিনা কেউই।   কিন্তু ইনি যে মহানায়ক তাই তাকে নিয়ে বাঙালির কৌতূহল তো থাকবেই। এবার সেই কৌতূহল নিরসনের চেষ্টা করলেন পরিচালক অতনু বসু।

এ এক ‘অচেনা উত্তম’

আসছে এক নতুন ছবি নাম ‘অচেনা উত্তম’। ২০২১এ টলিউডের অন্যতম বিগ বাজেটের ছবি এটি। শোনা যাচ্ছে প্রায় ৭০জন নামজাদা শিল্পীদের দেখা যাবে এই ছবিতে। কোন দিকেই খামতি রাখতে চান না পরিচালক, তাই প্রায় ২-৩ বছর ব্যাপক রিসার্চ করার পর ছবির কাজে নেমেছেন তিনি।

প্রযোজনার দায়িত্বে থাকছে মুম্বাই এর নামী প্রযোজনা সংস্থা। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাবেন সুপ্রিয় দত্ত। সংগীত পরিচালনা করবেন উপালি। এ ছবিতে এক ‘অচেনা উত্তম’ ধরা দেবে দর্শকের কাছে।

উত্তম কুমারের ভূমিকায় কে?

অনেকদিন দিন ধরেই জল্পনা চলছিল উত্তম কুমারের ভূমিকায় কাকে দেখা যাবে। মহানায়ক বলে কথা এই ভূমিকায় বাঙালি একদম পারফেক্ট একজনকেই দেখতে চাইবে। যদিয় উত্তম কুমারের ভূমিকায় অন্য কাউকে বাঙালি কল্পনা করতেই চায় না। তাই এই ভূমিকায় অভিনয় করা কিন্তু বেশ চ্যালেঞ্জিং।

অন্যতম চর্চিত একটি ক্যারেক্টার এটি। এরআগে উত্তম কুমারকে নিয়ে একটি ধারাবাহিক হয়। এই ধারাবাহিকে মহানায়কের ভূমিকায় দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।  তবে এবার দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।

অন্যান্য ভূমিকায়

উত্তম কুমারের জীবনী মানেই নানারকম চরিত্র। অনেক নায়িকার সাথেই জুটি বেঁধেছিলেন তিনি। শুধু কি নায়িকা আরও অন্যান্যরা যাঁদের প্রায়ই দেখা যেত উত্তম কুমারের ছবিতে। কিছু মানুষ যারা তার তাঁর ব্যক্তিগত জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিলেন। সেইসমস্ত চরিত্র গুলোকেই পর্দায় পারফেক্ট ভাবে ফুটিয়ে তুলতে হবে। সেইসব গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে কাদের দেখা যাবে?

সুচিত্রা সেনের ভূমিকায় থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। উত্তম কুমারের স্ত্রী গৌরি দেবীর ভূমিকায় শ্রাবন্তি চট্টোপাধ্যায়। এর আগে একটি ধারাবাহিকে মহানায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল পাওলি দামকে।

সুপ্রিয়া দেবীর চরিত্রে দেখা যাবে নতুন মুখ সায়ন্তনি রায় চৌধুরীকে। সাবিত্রী চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটি করবেন দিতিপ্রিয়া রায়। এছাড়াও সম্পূর্ণা লাহিড়ীকে দেখা যাবে সুমিত্রা মুখোপাধ্যায়ের রোলে। মহানায়কের ছেলের ভূমিকায় থাকবেন অনুভব কাঞ্জিলাল। তরুণ কুমারের ভূমিকায় বিশ্বনাথ বসু ।

পরিচালক সবদিক ভালো ভাবে দেখে খুঁটিয়ে কাজ করতে চলেছেন। মহানায়কের বায়োপিক বলে কথা। তাতে কোন খুঁত থাকলে চলবে কেমন করে। এই ছবিতে দর্শকের সামনে ধরা দেবে উত্তম কুমারের জীবনের নানান অজানা কাহিনী। যা এতদিন দর্শকের অজানা ছিল। শোনা যাচ্ছে কলকাতা ও উত্তর বঙ্গের বিভিন্ন জেয়গায় হবে শুটিং। কোমর বেঁধে কাজে নেমে পড়েছে টিম। সম্ভবত পুজোর সময় মুক্তির কথা ভাবা হচ্ছে।  

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago