এখনও এটা মানা হয় যে লম্বা চুল মেয়েদের সৌন্দর্যের একটি অন্যতম অঙ্গ। আর সুন্দর চুল বা সুন্দর রুপ আমরা বরাবরই সিনেমা জগত থেকে নকল করি। আজ আমরা আমাদের বাংলা সিনেমার এক অভিনেত্রীর কথা বলব যার চুলের জন্য আলাদা খ্যাতি ছিল। আমি বলছি মাধবী মুখোপাধ্যায়ের কথা।
সেই সময়ে প্রায় সকলেরই লম্বা ঘন চুল ছিল, কিন্তু তাঁর যেন একটু বেশিই নজরকারা চুল ছিল। রে’স হিরোইন, মানে সত্যজিৎ রায়ের হিরোইন হিসেবে যিনি বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন চারুলতা সিনেমাটির মাধ্যমে, সেই মাধবী মুখোপাধ্যায়ের লম্বা ঘন সুন্দর চুলের গোপন রহস্যের কথা আজ আপনাদের জানাব।
মাধবী মুখোপাধ্যায় বিশ্বাস করতেন ওল্ড ইজ গোল্ড। তাই তিনি ঘরোয়া উপায়েই চুলের যত্ন নিতেন নিয়মিত ভাবে। তার মধ্যে অন্যতম ছিল রোজ রাতে নারকেল তেলের ব্যবহার। আমরা জানি, শুটিং করার সময়ে যে আলো ফেলা হয় তার তীব্রতা ত্বক বা চুল, কোনওটার জন্যই ভালো হয় না। তার পাশাপাশি সারাদিন বাইরে রোদে, ধুলোয় ঘুরে বেড়ানো। এই জন্যই রাতে অবশ্যই উনি চেষ্টা করতেন নারকেল তেল মাথায় মাখার। এতে চুল আর্দ্রতা পায়, পুষ্টি পায় আর সুন্দর হয়। আপনারা চাইলে নারকেল তেল গরম করেও মাথায় মাখতে পারেন।
একটা কথা মাথায় রাখা দরকার সবার আগে। সেই সময়ের নায়ক নায়িকারা স্টার ছিলেন বটে, কিন্তু তাঁদের স্টারডামটা খুব যে ঝলমলে রংচঙে ছিল সবসময় তা নয়। তখন তো আজকের মতো এতটা বাণিজ্যিক ছিল না সবকিছু। তাই সাধারণ ভাবে, নিয়ম মেনে অনেক কম কিছুর মধ্যে থেকেও তাঁরা নিজেদের যত্ন নিতেন। মাধবী মুখোপাধ্যায় তাই করতেন। গবেষণা বলছে, ভালো চুল হবে তখনই যখন আমার শরীর ও মন দুইই ভালো থাকবে, অতিরিক্ত চিন্তা থাকবে না। সাধারণ সাদামাটা জীবন কাটালে বা তার ব্যবস্থা থাকলে আমাদের দুশ্চিন্তা এমনিতেই অনেক কম থাকে, ফলে চুল পড়ে না আর ফলাফল এক মাথা লম্বা চুল। তাই লম্বা সুন্দর চুল পেতে অভিনেত্রীর প্রথম টিপস- আগে ভিতর থেকে ভালো থাকুন, হাসিখুশি থাকুন।
মাধবী মুখোপাধ্যায় একজন ব্যস্ত অভিনেত্রী ছিলেন। তাই রোজ যে তিনি কোনও বিশেষ প্যাক ব্যবহার করার সময় পেতেন তা ঠিক নয়। কিন্তু উনি যখনই সময় পেতেন তখনই ডিম আর টক দই একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতেন। স্নানের আগে চুলে সেই মিশ্রণটি মেখে নিতেন আর এক ঘণ্টা মতো রেখে দিতেন। তারপর স্নান করে নিতেন। এতেও নাকি চুল খুব তাড়াতাড়ি সুন্দর, ঝলমলে হয়ে ওঠে বলে তাঁর ধারণা।
চুল বা ত্বক ভালো রাখার জন্য ভালো করে যে খাওয়া উচিৎ এটা আমরা সকলেই জানি। মাধবী মুখোপাধ্যায়ও খুব নিয়ম করেই নিজের খাবারের দিকে নজর দিতেন। দিনে নির্দিষ্ট পরিমাণ জল, ফলের রস, তেল ছাড়া খাবার আর খুব সাধারণ খাবার নির্দিষ্ট সময়ে খাওয়াই তিনি মনে করেন তাঁর সুন্দর আর লম্বা চুলের সহজ চাবিকাঠি। তাই আপনারাও আজ থেকে সময় মেনে সুষম খাবার খান আর কয়েক দিন পর থেকেই দেখুন আপনার চুল কী সুন্দর হতে থাকে।
দেখুন, ব্যস্ততা সব কাজের জায়গাতেই থাকে। কিন্তু তার জন্য প্রয়োজনীয় ঘুমের সঙ্গে কিন্তু আপোষ করা উচিৎ নয়। যেহেতু মাধবী মুখোপাধ্যায় যে সময়ে অভিনয় করছে তখন প্রতিযোগিতা খুব বেশি মাত্রায় আসেনি, তাই কাজের চাপ সত্ত্বেও তাঁরা কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে ঘুমোতেন। আর আমরা তো সবাই জানি যে চুল বা ত্বকের স্বাস্থ্য ধরে রাখার জন্য ঘুম কতটা আবশ্যিক। তাই অন্তত ৭ ঘণ্টা দিনে অবশ্যই ঘুমোন।
খুব সহজেই কিন্তু আপনারা নিজেদের চুল মাধবী মুখোপাধ্যায়ের মতো লম্বা করতেই পারেন। শুধু বেশি বেশি প্রোডাক্ট ব্যবহার করার জায়গায় ভালো করে নিজের খাবারের যত্ন নেওয়া, সুস্থ থাকা আর ভালো থাকাটা খুব দরকার। তাহলেই আপনার চুল কথা বলবে আর আপনিও ছদ্মবেশী সিনেমায় মাধবী মুখোপাধ্যায় যেমন বড় উঁচু খোপা করেছিলেন সেরকম করতে পারবেন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…