Most-Popular

এম.এ. করার পর যে সমস্ত প্রফেশনাল কোর্স করা যেতে পারে

মাস্টার্স তো হয়েই গেল। এবার পালা একটা চাকরি খোঁজার। কিন্তু আমরা জানি যে আমাদের সাধারণ বা জেনারেল লাইনে চাকরি পাওয়া কতটা কঠিন। অনেক দিন ধরে অপেক্ষা করে তবে গিয়ে আপনি হয়ত আপনার স্বপ্নের চাকরিটি পেলেন। কিন্তু অনেকের হয়ত সেই সময়টা থাকে না। দেখুন পি.এইচ.ডি করে প্রফেসার হবেন, সে তো আবার পাঁচ বছরের ধাক্কা। তাই অল্প সময়ে কিছু কোর্স করে যদি চাকরি পাওয়ার জায়গায় যাওয়া যায়, তাহলে তো মন্দ হয় না। তাই আসুন আজ জেনে নিই কী কী প্রফেশনাল কোর্স এম.এ.-র পর করলে ভালো হয়।

১. বি.এড কোর্স

দেখুন, আপনি কলেজে পড়াতে নাই বা পারলেন, কিন্তু আপনি শিক্ষকতার জগতে থাকতেই পারেন, যদি আপনি বি.এড কোর্স করে ফেলেন। আগে বি.এড না করলেও আপনি এস.এস.সি. পরীক্ষাতে বসতে পারতেন। কিন্তু এখন থেকে তো বি.এড বাধ্যতামূলক শিক্ষকতার জগতে পা রাখার জন্য। তাই আপনি বি.এড কোর্স করে ফেলতেই পারেন। সময় লাগবে দু’বছর। কিন্তু দু’বছর পরে আপনার হাতে শিক্ষকতার দুনিয়ায় প্রবেশ করার একটা দরজা খুলে যাবে।

এবার আপনি ভাববেন যে কোথায় করা যায় বি.এড। দেখুন, যদি আপনার যথেষ্ট নম্বর থাকে, তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বি.এড করতেই পারেন। আর যদি তেমন না থাকে, তাহলে কিন্তু আপনি বেসরকারী জায়গা থেকেও বি.এড করতে পারেন। সেক্ষেত্রে কলকাতার কিছু বেসরকারী বি.এড কলেজের সন্ধান দিলাম-

১. স্কটিশ চার্চ কলেজ

১/৩ বিডন স্ট্রীট, কলকাতা- ৭০০০০৬।

যোগাযোগ- ০৩৩ ২৩৫০ ৩৮৬২

২. সাউথ ক্যালকাটা গার্লস কলেজ

৭২, শরৎ বোস রোড, ভবানীপুর, কলকাতা- ৭০০০২৫।

যোগাযোগ- ০৩৩ ২৪৭৫ ৩৭৮৫

৩. রামমোহন কলেজ

১০২/১ রাজা রামমোহন সরণী, কলকাতা- ৭০০০০৯।

যোগাযোগ- ০৩৩ ২৩৫০ ৫৬৮৭

৪. আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজ

১/৮ এ.জে.সি বোস রোড, কলকাতা- ৭০০০২০।

যোগাযোগ- ০৩৩ ২২৮২ ৫১৮১

২. আর্কাইভস কিপিং’এ পি.জি ডিপ্লোমা কোর্স

একজন শিক্ষিত মানুষ হিসাবে আপনারা কিন্তু আর্কাইভের গুরুত্ব জানেনই। আর্কাইভ মানে কিন্তু প্রাচীন তথ্য, তথা প্রাচীন সংস্কৃতি যেখানে নিঃশ্বাস নেয়। তাই এই প্রাচীনত্বকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনি নিতেই পারেন। তাই আপনাকে এই বিষয়ে কোর্স করতেই হবে। মূলতঃ ইতিহাস বা আর্কেওলজি বিষয়ে এম.এ. করলে এই কোর্স নিয়ে ভাবতে পারেন। মোটামুটি ১ বছরের মতো এই কোর্সের পরিসীমা। তবে এই কোর্স করতে আপনাকে একটু রাজ্যের বাইরে যেতে হবে, ভালো করে কোর্সটি করতে হলে।

আর্টসের ছাত্রদের জন্য প্রাইভেটে চাকরির সুযোগ। 

১. আন্নামালাই ইউনিভার্সিটি

সাউথ আর্কট, ভাল্লার জেলা, আন্নামালাই নগর।

ওয়েবসাইট –

http://annamalaiuniversity.ac.in/

২. ওসমানিয়া ইউনিভার্সিটি, হায়দ্রাবাদ।

ওয়েবসাইট –

http://www.osmania.ac.in/

৩. পন্ডিচেরি ইউনিভার্সিটি

আর. ভেঙ্কটরমন নগর, কালাপেট, পন্ডিচেরি।

ওয়েবসাইট –

http://www.pondiuni.org/

৩. বুক পাবলিশিং স্টাডিস- পি.জি. ডিপ্লোমা কোর্স

আপনার বই পড়তে খুব ভালো লাগে? তাহলে তো আপনাকে বুক পাবলিশিং-এর এই কোর্স করে ফেলতেই হবে। আসলে এই কোর্সে শেখানো হয় কীভাবে বই পাবলিশ করা হয়, বই কীভাবে সংরক্ষণ করা হয়। সেক্ষেত্রে আপনি কলকাতার যে যে জায়গায় পড়তে পারেন,

১. কলকাতা বিশ্ববিদ্যালয়

কলকাতার মধ্যে খুব ভালো করে পড়ানো হয় এই কোর্সটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এই কোর্সের পরিসীমা ১ বছর। আর টাকা লাগে মোটামুটি ১০০০০ মতো। এই কোর্সের কিন্তু চাহিদা প্রচুর। আপনি অনেক বুক পাবলিশিং হাউসে কাজ পেতে পারেন। প্রবেশিকা পরীক্ষার মধ্যে দিয়ে উত্তীর্ণ হতে হয়।

ঠিকানা– কলকাতা বিশ্ববিদ্যালয়, আশুতোষ বিল্ডিং (গ্রাউন্ড ফ্লোর), কলেজ স্ট্রীট ক্যাম্পাস, ৮৭/১ কলেজ স্ট্রীট, কলকাতা – ৭০০০৭৩।

২. যাদবপুর বিশ্ববিদ্যালয়

যাদবপুর বিশ্ববিদ্যালয়েও কিন্তু এই কোর্স খুব ভালো করে করানো হয়। এই কোর্সের পরিসীমা চার মাস মতো। আর টাকা লাগবে ১০০০০ মতোই। এই কোর্স করেও প্রচুর কাজ পাওয়া যেতে পারে। এখানেও প্রবেশিকা পরীক্ষা হয়।

ঠিকানা– স্কুল অফ কালচারাল টেক্সট অ্যান্ড রেকর্ড, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা– ৭০০০৩২।

৪. মিডিয়া স্টাডিজ- পি.জি. ডিপ্লোমা

আপনার যদি মিডিয়া জগতের প্রতি আগ্রহ থাকে, তাহলে কিন্তু আপনি এই কোর্স করতেই পারেন। আর এই কোর্স করা মানে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন যেমন ভিডিও এডিটিং, ফটোশপ ইত্যাদি। তাই এই কোর্স করাই যায়। আর এই ক্ষেত্রে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান হতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়। সেখানে ‘পি.জি ডিপ্লোমা ইন মিডিয়া সায়েন্স স্টাডিজঃ ফিল্ম অ্যান্ড টেলিভিশন’ এই কোর্সটি করতেই পারেন। খুব ভালো হয় যদি আপনারা কলকাতা বিশ্ববিদ্যালয়, কলেজ স্ট্রীট ক্যাম্পাসে গিয়ে কথা বলতে পারেন।

তাহলে আজ আপনারা এই চারটি কোর্সের সম্বন্ধে জেনে গেলেন। এবার আপনার পছন্দ মতো এম.এ. করার পর একটা কোর্স করে নিন। দেখবেন চাকরি পেতে খুব একটা সমস্যা হচ্ছে না।

 

 

 

অভীক সরকার

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago