চুলের খেয়াল রাখতে স্পেশাল যত্ন আপনাকে নিতেই হবে। ঘরোয়া উপায়ের সাহায্যে হেয়ার স্পা করার সময় যাদের নেই, তাদের জন্য লরিয়াল প্যারিসের হেয়ার স্পা ক্রিম দারুন হেল্পফুল।
লরিয়াল প্যারিসের হেয়ার স্পা ক্রিম কিনে আনার পর একে সঠিক ভাবে ব্যবহার করে হেয়ার স্পা করলে তবেই এটি কাজে আসবে। স্টেপ বাই স্টেপ ঠিক কিভাবে এটি অ্যাপ্লাই করবেন তা শেয়ার করছি আজ আপনাদের সাথে।
লরিয়াল প্যারিস হেয়ার স্পা প্রথম স্টেপ
- স্পা চুলের ধরন অনুযায়ী করা ভালো। আজ আমরা লরিয়াল প্যারিসের যে হেয়ার স্পা নিয়ে কথা বলছি সেটি ড্রাই বা শুষ্ক চুলের জন্য বেস্ট। তাই যাদের চুল শুষ্ক বা রুক্ষ তারা এটি অ্যাপ্লাই করুন।
- L’Oreal Paris Deep Nourishing Cream Bath Hair Spa for Dry Hair এই নামে প্রোডাক্টটি শপ থেকে বা অনলাইন থেকে কিনে নিন। আপনারা চাইলে নীচের ছবিতে ক্লিক করেও এটি অর্ডার দিতে পারেন।
- ৪৯০ গ্রামের বোতলটি কিনলে চুল লম্বা যাদের তারা চারবার মত হেয়ার স্পা করতে পারবেন।
- হেয়ার স্পা করা ভালো কিন্তু সামান্য মাত্রায় হলেও এইসব প্রোডাক্টে যেহেতু ক্যামিকাল থাকে তাই ১৫দিন অন্তর মাসে দুবার করে অ্যাপ্লাই করা ভালো ও কার্যকরী।
লরিয়াল প্যারিস হেয়ার স্পা দ্বিতীয় স্টেপ
- সবার প্রথমে একটি কাঁচের বাটিতে চুলের মাপ অনুযায়ী হেয়ার স্পা ক্রিম ঢালুন। আমার লম্বা চুলের জন্য চার চা চামচ মত ক্রিম লাগে।
- এবার এতে যেকোনো হেয়ার সিরাম যেটি আপনারা ব্যবহার করেন তা মেশান। আমি Khadi Natural Herbal Hair Serum ব্যবহার করি। হাফ চা চামচ মত সিরাম অ্যাড করুন।
- যদি সিরাম ব্যবহার না করেন তাহলে ভিটামিন ই ক্যাপসুল দোকান থেকে এনে তা ভেঙ্গে ভিটামিন ই ক্রিমের সাথে মেশান।
- ভালো করে দুটো উপকরন মিশিয়ে হেয়ার প্যাক মত রেডি করে নিন।
তৃতীয় স্টেপ কিভাবে অ্যাপ্লাই করবেন
- যেদিন হেয়ার স্পা করবেন তার আগে ভালো করে শ্যাম্পু করে নেবেন। যাতে কোন ময়লা না থাকে মাথায়।
- সবচেয়ে ভালো শ্যাম্পু করার পর চুল হালকা ভেজা থাকা অবস্থায় স্পা করলে বেটার রেজাল্ট পাওয়া যায়।
- স্পা করার আগে চুল হালকা ভেজা অবস্থায় রেখে ক্রিমটি অ্যাপ্লাই করুন। ভালো করে চুলের আগা থেকে গোঁড়া অব্দি ক্রিমটি লাগাবেন। মাথার স্ক্যাল্পে দিয়ে হালকা ম্যাসাজ করে অ্যাপ্লাই করবেন।
- চুলে ভালো করে ক্রিম লাগানো হয়ে গেলে হালকা ভাবে হাত দিয়ে হেড ম্যাসাজ করুন ১৫মিনিট মত।
চতুর্থ স্টেপ হেয়ার স্টিমিং
- পার্লারে যারা স্পা করেছেন তারা ভাবছেন বাড়িতে ঠিক কি ভাবে হেয়ার স্টিমিং করবেন?
- চিন্তা নেই আজকের দিনে সব সম্ভব। দুরকম ভাবে হেয়ার স্টিমিং করা যাবে।
- প্রথম উপায় হল একটা টাওয়াল হালকা গরমজলে ভিজিয়ে তা নিংড়ে নিয়ে মাথা পুরো টাওয়াল দিয়ে কভার করে ৩০ মিনিট অপেক্ষা করা।
- দ্বিতীয় উপায় স্পা করার হেয়ার স্টিমিং হিটার ক্যাপ অনলাইনে খুব সস্তায় কিনতে পাওয়া যায় এটি কিনে নিয়ে ব্যবহার করতে পারেন। কেনার হলে নীচের ছবিতে ক্লিক করে কিনতে পারেন।
- যদি হিটার ক্যাপ ব্যবহার করেন তাহলে ২০ মিনিট এটি রাখবেন মাথায় তার বেশি না।
হেয়ার স্পা শেষ স্টেপ
- একবারে শেষ স্টেপে এসে আপনাদের জাস্ট ভালো করে হেয়ার ওয়াস করে নিতে হবে।
- হালকা গরমজল ঠাণ্ডা জলে মিশিয়ে মাথা ধুয়ে নেবেন ভালো ভাবে। যাতে ক্রিম লেগে না থাকে। শ্যাম্পু করবেন না এই সময়।