আসছে শীত। আর এই ঋতুর সবচাইতে বড় যন্ত্রণা হচ্ছে ঠোঁট ফাটা। বাজারের লিপজেল (ভ্যাসলিন) হচ্ছে এই যন্ত্রণার একমাত্র সমাধান। কিন্তু তাতে থাকে ক্ষতিকারক পেট্রোলিয়াম জেলি, যা অনেকের কাছেই ভীতিকর ঠেকে। এবারের শীতে ঠোঁট ফাটার আগেই ঘরে বানিয়ে ব্যবহার করুন এই ৫টি জেলের যেকোনো একটি।
লিপজেল বানানোর রেসিপি ১
মাত্র দুইটি উপাদান দিয়ে সহজে বানিয়ে ফেলুন হোমমেইড ভ্যাসলিন।
যা যা লাগবে
হলুদ বিসওয়াক্সের বড়ি – ১ আউন্স
অলিভ অয়েল – আধা কাপ
যেভাবে বানাবেন
একটি সসপ্যানে সব উপকরণ ঢেলে নিন।
চুলায় অল্প আঁচে সসপ্যানটি বসিয়ে দিন।
বিসওয়াক্স গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ৫ থেকে ১০ মিনিট লাগবে এটা গলতে।
মোম গলতে শুরু করলে নাড়তে শুরু করুন। মাঝে মাঝে নাড়বেন।
মোম আর তেল একসাথে ভালোমতো মিশে গেলে চুলা অফ করে দিন।
একটি কাচের জার বা কন্টেইনারে মিশ্রণটি ঢেলে নিন।
রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দিন। ১ থেকে ২ ঘন্টা লাগতে পারে ঠান্ডা হতে এবং জমতে।
জারের মুখ এয়ার টাইট করে আটকে নিন।
ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন।
লিপজেল বানানোর রেসিপি ২
যদি চান ময়েশ্চারাইজারে ভরপুর লিপজেল, আজই বানিয়ে ফেলুন এই রেসিপি দেখে।
যা যা লাগবে
নারিকেল তেল – ১ কাপের চার ভাগের এক ভাগ
অলিভ অয়েল – ১ কাপের আট ভাগের এক ভাগ
হলুদ বিসওয়াক্স – ২ টেবিল চামচ
টি ট্রি/পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল – ১-২ ফোঁটা
যেভাবে বানাবেন
একটি কাচের জারে নারিকেল তেল আর বিসওয়াক্স ঢেলে নিন।
চুলায় বড় একটি সসপ্যান অর্ধেকটা পানিভর্তি করে বসিয়ে দিন।
সসপ্যানে কাচের জারটা রেখে দিন।
এবার চুলার জ্বাল মাঝারি করুন।
৫ থেকে ৭ মিনিট অপেক্ষা করুন বিসওয়াক্স গলানোর জন্য।
মিশ্রণটি নাড়তে থাকুন যাতে ভালোমতো মিশে যায়।
তেল আর ওয়াক্স মিশে গেলে চুলা থেকে জারটা নামিয়ে নিন।
আবার নাড়তে থাকুন।
এরপরে অলিভ অয়েল ঢেলে দিন এবং পুনরায় নাড়তে থাকুন মোটামুটি ঘন মিশ্রণ বানানোর জন্য।• সুগন্ধি হিসেবে টি ট্রি বা পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল দিন। চাইলে এটা বাদ দিতে পারেন।
এবারে ঢাকনাযুক্ত কাচের কৌটা বা কন্টেইনারে মিশ্রণটি ঢেলে নিন।
ঠান্ডা করার জন্য রুম টেম্পারেচারে রেখে দিন ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত।
ভ্যাসলিন জমে গেলে এয়ার টাইট করে ঢাকনা আটকে সংরক্ষণ করুন।
স্বাভাবিক রুম টেম্পারেচারে রেখে দিন, ১ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
লিপজেল বানানোর রেসিপি ৩
সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত এবং ভেষজ ভ্যাসলিন বানাতে চান? ফলো করুন এই রেসিপিটি। যা যা লাগবে
কোকোয়া বাটারের খন্ড – ১ টেবিল চামচ/আধা কাপ
সূর্যমুখী তেল – ১ টেবিল চামচ/আধা কাপ
যেভাবে বানাবেন
বাটার আর তেল দুটোই সমপরিমাণে নিতে হবে। অল্প পরিমাণে ভ্যাসলিন বানাতে চাইলে ১ টেবিল চামচ করে, বেশি পরিমাণে নিতে চাইলে আধা কাপ করে নিবেন উপকরণগুলো।
সসপ্যানে উপকরণগুলো ঢেলে অল্প আঁচে নাড়তে থাকুন।
৫ থেকে ১০ মিনিট লাগবে বাটারের টুকরা গলতে এবং তেলের সাথে মিশতে।
বাটার গলে গেলে চুলা থেকে সসপ্যান নামিয়ে মিশ্রণটা কাচের জারে ঢালুন।
ব্যবহারের আগে ২ থেকে ৩ ঘন্টা সময় দিন ঠান্ডা হওয়ার জন্য।
লিপজেলের পাশাপাশি হারবাল লিপবামও বানিয়ে ফেলতে পারেন ঘরোয়া উপাদান দিয়ে। এখন থাকছে ঘরোয়াভাবে লিপবাম বানানোর রেসিপি।
লিপবাম বানানোর রেসিপি ১
শীতে নরম ও কোমল ঠোঁট পাওয়ার পাশাপাশি ঠান্ডাজনিত ঘা সারানোর জন্য ব্যবহার করুন শিয়া বাটারের লিপবাম।
যা যা লাগবে
বিশুদ্ধ নারিকেল তেল – ১ টেবিল চামচ
শিয়া বাটার – ১ টেবিল চামচ
হলুদ বিসওয়াক্স – ১ টেবিল চামচ
লেমন এসেনশিয়াল অয়েল – ২-৩ ফোঁটা
মধু – ১ চা চামচ
যেভাবে বানাবেন
কাচের জারে প্রথমে বাটার, বিসওয়াক্স, নারিকেল তেল মিশিয়ে নিন।
পানিভর্তি সসপ্যানে জারটা রেখে দিন।
মৃদু আঁচে বিসওয়াক্স গলতে দিন। গলা শুরু করলে আস্তে করে নাড়তে থাকুন।
ওয়াক্স গলে মিশে গেলে মধু আর এসেনশিয়াল অয়েল ঢেলে নাড়তে থাকুন।
মোটামুটি ঘন মিশ্রণ তৈরি হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন।
ঠান্ডা হলে পছন্দমতো কৌটা বা টিউবে লিপবাম শিফট করে নিন।
ফ্রিজে রেখে দিন ভালোমতো জমার জন্য। নিশ্চিন্তে ব্যবহার করুন ৩-৪ মাসের মতো।
লিপবাম বানানোর রেসিপি ৫
যদি নরম ঠোঁটের সাথে পান মজাদার স্বাদ ও গন্ধ, তাহলে কেমন হবে?
যা যা লাগবে
হলুদ বিসওয়াক্স কুচি – ২ চা চামচ
শিয়া বাটার – ২ চা চামচ
নারিকেল তেল – ১ টেবিল চামচ
অলিভ অয়েল – ১ টেবিল চামচ
অরেঞ্জ এসেনশিয়াল অয়েল – ৭-৮ ফোঁটা
ভ্যানিলা নির্যাস – ১ চা চামচের আট ভাগের এক ভাগ
যেভাবে বানাবেন
জারে প্রথমে নারিকেল তেল, অলিভ অয়েল, বিসওয়াক্স, এবং শিয়া বাটার মিশিয়ে নিন।
পানিভর্তি সসপ্যানে জারটা মৃদু আঁচে গরম করুন।
ওয়াক্স গলে গেলে নাড়তে থাকুন যতক্ষণ না পর্যন্ত সব উপকরণ মিশে যাচ্ছে।
মিশ্রণ তৈরি হয়ে গেলে চুলা থেকে জার নামিয়ে নিন।
ভ্যানিলা নির্যাস আর লেমন এসেনশিয়াল অয়েল দিয়ে আবারও নাড়তে থাকুন।
মিশ্রণ ঠান্ডা হতে দিন।
এরপর কন্টেইনার বা টিউবে ঢেলে ফ্রিজে রেখে দিন। ব্যবহার করা যাবে ৪ মাস পর্যন্ত।