বাড়িতে নতুন অতিথি আসলে আমরা সকলেই খুব খুশি হই। সেই নতুন অতিথি ছোট্ট ছোট্ট পায়ে হাঁটবে, আদো আদো কথা বলবে, এটাই তো আমরা চাই। অনেক স্বপ্ন থাকে সেই ছোট প্রাণটাকে নিয়ে আমাদের। আর সেই সব স্বপ্ন, সব ইচ্ছে আমরা পূরণ করতে চাই তার একটা মিষ্টি নাম দিয়ে। এটি যেন বাবা মা আর বাড়ির সকলের একটা গুরু দায়িত্ব।
কি নাম দেওয়া হবে তা নিয়ে রীতিমত লড়াই শুরু হয়ে যায়। কিন্তু নাম দেওয়ার আগে সুন্দর সুন্দর নামের সন্ধান তো জানা চাই। দাশবাস আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ‘ম’ দিয়ে ১৫টি কন্যা সন্তানের আর ১৫টি পুত্র সন্তানের নামের তালিকা। দেখুন তো, পছন্দ হয় কিনা!
এটি একটি সুন্দর নাম। এর অর্থ বিজয়া।
এটিও আরেকটি সুন্দর নাম। এর অর্থ হল বাঁশি।
আজ এই নাম কিন্তু সিনেমার দৌলতে বিখ্যাত। তা আপনার মেয়ের নাম রাখবেন নাকি? এর অর্থ মণিখচিত কর্ণভূষণ।
নামটা কিন্তু কখনো পুরনো হবে না। এমনই একটা তেজ আছে এই নামে। বিখ্যাত সাহিত্যিক ছিলেন এই নামে। আর এটি দেবী সরস্বতীর এক নাম।
এটাও খুব সুন্দর নাম আর বেশ ওজনদার। ইনি ছিলেন আমাদের পুরাণ মতে যাজ্ঞবল্কের স্ত্রী।
আজকাল নামটা বেশ চলে। নতুন করে আর কি মানে বলব এর, এর অর্থ মাটি।
খানিক অচেনা নাম দিতে চান। এই নামটি দিন। এর অর্থ মৌরি গাছ।
একটু অন্য রকমের নাম রাখতে চাইলে এটি রাখতে পারেন। এর অর্থ রূপসী।
নামটা অদ্ভুত সুন্দর আর ছন্দময়। এটি একটি সংস্কৃত ছন্দের নামও বটে।
এটি একটি নদীর নাম। খুব মিষ্টি এই নামটি আপনার মেয়েরও হতেই পারে।
খুব স্মার্ট নাম। এর অর্থ হল কোমল বা ললিত।
খুব খুব মিষ্টি নাম। এর অর্থও খুব মিষ্টি, একটি ছোট্ট পাখির নাম এটি।
এটাও কিন্তু আপনার মেয়ের নাম হতে পারে। এর মানে হল শুভ্র।
এটি একটি শিল্পের নাম আর নাম হিসেবে খুব স্মার্ট।
এটিও বেশ ভালো নাম। এর অর্থ কোমরবন্ধ।
বেশ কঠিন আর ভারী নাম। এর অর্থ অভিমানী।
বেশ সুন্দর নাম না! এর অর্থ হল মেঘের দান।
এটি আমাদের পুরাণের এক রাজার নাম। এই নামটিও বেশ স্মার্ট।
বেশ ঝকঝকে নাম। এর অর্থ হল মানুষ।
এটির অর্থ হল বাতাস। বেশ ভালো নাম কিন্তু।
এটি একটি বিখ্যাত সরোবরের নাম। আর বেশ ভালো নাম।
সহজ নাম দিতে চাইলে এটি দিতে পারেন। এর অর্থও রত্ন।
পদ্মের আরেক নাম এটি। বেশ পরিচিত নাম হলেও আজও কিন্তু সমান সমাদৃত।
এর মানে হল মাটি থেকে জাত বা মাটির তৈরি। বেশ সুন্দর নাম।
সিংহের আরেক নাম এটি। বেশ ভালো আর ওজনদার নাম।
আমাদের সৌরমণ্ডলের একটি গ্রহ। পরিচিত নাম এটি।
নাম শুনেই বুঝতে পারছেন এর অর্থ হল মেঘের রাজা। নাম হিসেবে কিন্তু ইউনিক।
এটিও বেশ কমন কিন্তু সুন্দর নাম। বাতাসের আরেক নাম মলয়।
বেশ স্নিগ্ধ একটি নাম। এর অর্থও মন জুড়ে যে আছে।
বেশ প্রেম প্রেম একটা নাম। মনের অর্থ হৃদয়।
আশা করি আপনাদের এই নাম পছন্দ হয়েছে। এর থেকে যদি কোনও নাম আপনি আপনার সন্তানের রাখেন তাহলে সেটাই হবে দাশবাসের পক্ষ থেকে আপনার সন্তানকে দেওয়া উপহার।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…