Electronics

ল্-ইকো ১-এস্ ইকো পর্যালোচনা

Bengali Translation: Arpita Mukherjee

সূচনা: ওয়ান-প্লাস মোবাইলের সাফল্যের পর চীনা নির্মাতারা ভারতীয় মোবাইল বাজারে নিজেদের প্রতিষ্ঠা করার বহু চেষ্টা করছে। এমনই এক কোম্পানী হল ল্-ইকো (এর আগে ল্-টিভি নামে প্রচলিত)। এই কোম্পানী এর পূর্বে ল্-১-এস্ এবং ল্-ম্যাক্স মোবাইল ফোন বাজারে চালু করে সুখ্যাতি অর্জন করেছে। সম্প্রতি তারা ল্-ইকো ১-এস্ ইকো বার করেছে জনপ্রিয় ল্-১-এস্ – এর আপগ্রেড হিসাবে। ইকো এই ডিভাইসে ইকোসিস্টেম বোঝায় এবং ডিভাইস কিছু বিশেষ সুপারটেনমেন্ট প্যাকেজ সহ আসে।

এই ডিভাইস বিশেষভাবে ভারতীয় গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে। চলুন ল্ ১-এস্ ইকো ফোনের বৈশিষ্ট গুলো জেনেনি এবং এটি ল্-১-এস্ মডেলের উপযুক্ত আপগ্রেড কিনা।

    ডিসাইন: ৯/১০

এই মডেলে তার পূর্বসুরী ল্-১-এস্ মডেলের থেকে ডিসাইন পরিপ্রেক্ষিতে কোন লক্ষণীয় পার্থক্য নেই। ল্-১-এস্ ইকো ফোনে আছে পূর্ণ ধাতুর তৈরী কাঠামো যা নির্মিত হয়েছে বিমান গ্রেড এলয় দিয়ে। এতে একটা উজ্জ্বল সমৃদ্ধ বর্ণন প্রদান করে।

এর সাথে, ফোনের পিছনের অংশের ক্যামেরার নীচে আছে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটার একটা অসুবিধা হল যে তা আয়না হিসাবেও কাজে লাগানো যায়, যেটা খুব একটা শোভনীয় দেখতে লাগেনা। স্পিকার জাফরি এবং মাইক্রো ইউএসবি পোর্ট ডিভাইসের নীচে দিকে অবস্থিত।

পুরোপুরি ভাবে দেখতে গেলে ১০,০০০ টাকা মূল্যের পরিসীমায়, ল্ ১-এস্ ইকো ফোনের ডিসাইন সবচেয়ে সেরা।

 

   ডিস্প্লে: ৬/১০

ল্ ১-এস্ ইকো ফোনে আছে একটা ৫.৫ ইঞ্চি ফুল এইচডি স্ক্রীন যার পিক্সেল রেজল্যুশন হল ১০৮০*১৯২০, ফলে পিক্সেল ঘনত্ব হল  ৪০১ পিপিআই। এই স্ক্রীনে আছে রঙের পরিপূর্ণতা এবং পরিমিত কনট্রাস্ট। ভিউইন্গ এন্গলস্ বলবার মত কিছু না এবং প্রখর রৌদ্রে ঠিক মত ফোনের স্ক্রীন দেখা যায় না।

    হার্ডওয়্যার ও কর্মক্ষমতা: ৭/১০

ল্-ইকো ১-এস্ ইকো ফোনে আছে অক্টা-কোর মিডিয়াটেকহেলিও এক্স-১০ প্রসেসর যার প্রতিটি কোর ১.৮৫ গিগাহার্টস্ ক্লক করে। এতে আছে ৩ জিবি রাম এবং ৩২ জিবি ইন্টারনল স্টোরেজ। ৩২ জিবি ইন্টারনল স্টোরেজের থেকে ২৯ জিবি ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।

এই ফোনে  মাইক্রোএসডি কার্ড স্লটজন্য নেই তাই আপনি স্টোরেজ স্পেস বাড়াতে পারবেন না। কিন্তু ২৯ জিবি স্পেস বেশ ব্যাপক; কোন ব্যবহারকারীর এর অতিরিক্ত দরকার পরে না সাধারণত।

এই হার্ডওয়্যারের সাহায্যে, এই ডিভাইস দৈননদিন কাজগুলো বেশ ভালো ভাবেই সঞ্চালিত করতে পারে। এনটু টু বেঞ্চমার্ক টেস্টে, কর্মক্ষমতার পরিপ্রেক্ষীতে এই ফোনকে ৫৪,০৮৯ স্কোর দেওয়া হয়েছে।

এস্প্যাম্ট ৮, নোভা ৩ প্রভৃতি খেলা বেশ সাবলীল ভাবেই চলে। কোন সমস্যা উৎপন্ন এই গেমস্ খেলার সময়। শুধু একটি সমস্যার বিশয় যেটা  দেখা গেল যে একটানা বাশীক্ষণ গেমস্ খেললে ফোনের পেছনের দিকটা তপ্ত হয়ে ওঠে। এই ফোনের কল ক্বালিটী অন্য ফোনের তুলনায় বেশ ভালো এবং টেস্টিন্গের সময় কোন কল ড্রপ হয়েনি।

   সফটওয়্যার এবং অ্যাপস: ৮/১০

সফ্টওয়্যারের দিক দিয়ে ল্-১-এস্ ইকো ফোনে অ্যান্ড্রয়েড ই.ইউ.আই ৫.৫ এর একটি কাস্টমাইজড সংস্করণ চলে, অ্যান্ড্রয়েড ৫.০.২ সহ। স্কিনটা খুব সহজেই কাজ করে এবং এতে কোন ব্লোটওয়্যার নেই। এটা প্রশংসনীয় কারণ নির্মাতারা আজকাল নিজেদের ইউ.আই দেয় ব্লোটওয়্যার যোগ করে।

ল্-১-এস্ ইকো মডেলে সুপারটেনমেন্ট প্যাকেজ আছে যা দিয়ে আপনি টিভি চ্যানেল, সিনেমা, গান এবং লাইভ শো প্রভৃতি চালাতে পারবেন। “লাইভ” নামক একটি অ্যাপ্লিকেশন থেকে সব পরিষেবা একই জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে।

   ক্যামেরা: ৫/১০

ল্-১-এস্ ইকো ফোনে আছে ১৩ মেগা পিক্সেলের ক্যামেরা ফোনের পিছনের অংশে এবং ৫ মেগা পিক্সেলের ক্যামেরা সামনের দিকে। এর আগের মডেল ল্-১-এস্ ফোনের ক্যামেরায় আর এই ফোনের ক্যামেরায় কোন পার্থক্য নেই। এই দুই ফোনের ক্যামেরা বাজারে পাওয়া অন্য মোবাইলের তুলনায় নিম্নতর ।

   ব্যাটারি লাইফ: ৫/১০

যেমন উপরে হার্ডওয়্যার বিভাগে বলা হয়েছে, ল্-১-এস্ ইকো ফোনে আছে একটা টিইপ-সি ইউএসবি চার্জার যা ডিভাইসটিকে অপেক্ষাকৃত দ্রুততর চার্জ করে। আমরা এই ফোনে আমাদের ব্যাটারি লাইফ পরীক্ষা চালিয়েছিলাম কিন্তু ফলাফল বেশ হতাশাজনক হতে প্রমাণিত হয়েছে। ভিডিও লুপ পরীক্ষায় ল্-১-এস্ ইকো ফোন সাত ঘন্টার কম কাজ করতে পেরেছে, যেটা বেশ নিরাশাজনক।

   উপসংহার: 7/10

আপনার জন্য যদি ব্যাটারি লাইফ বা ক্যামেরা খুব দরকারী হয় তাহলে ল্-১-এস্ ইকো ফোন না কেনাই ভালো। কিন্তু যদি ফোনের দেখতে সুন্দর হওয়াটা বাঞ্ছনীয় এবং একটা দামী দেখতে ফোন ব্যবহার করতে চান, তাহলে এই ফোন ক্রয় করাটা সুবিচার নিশ্চই।

Chakri Kudikala

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 years ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 years ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 years ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 years ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 years ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 years ago