আপনি নিশ্চয়ই মোটা! কিন্তু এদিকে সামনেই কালী পুজো। পুজোর রাতে নিজেকে একটু রোগা না দেখালে হয়, আপনিই বলুন? ওয়ারড্রোব খুলে ভাবছেন তো কোন জামা পরলে এই ফেস্টিভ সিজনে আপনাকে রোগা দেখাবে? আর ফেস্টিভ সিজন ছাড়াও সাধারণ দিনগুলিতে আমরা যারা একটু বাড়তি ওজন ক্যারি করি বা তথাকথিত স্লিম নই, তাদের ঠিক ধরনের পোশাক পরলে দেখতে ভালো লাগবে বা রোগা লাগবে সেই গোপন রহস্যের চাবিকাঠিই আজ হাজির করতে এলাম আমরা।
আর পোশাক পরলেই তো শুধু হল না, তা আপনার ফিগারের সাথে ঠিক মতো যাচ্ছে কিনা সেটা দেখা খুব জরুরী| আমরা বেশির ভাগ সময়েই কিছু চিন্তা-ভাবনা না করেই শুধু ভালো লাগছে বলেই জামাকাপড় কিনে নিই আর তারপর বাড়ি ফিরে আরেকবার ট্রাই করে মুখ গোমড়া করে বসে থাকি| তাই এবার থেকে যখন জামা-কাপড় কিনবেন তখন কতগুলি বিষয় মনে রাখবেন। দেখবেন তাহলেই আর কোনো চিন্তা থাকবে না| দেখে নিন কি ধরনের পোশাক পরলে আপনাকে রোগা দেখাবে|
আমাদের অনেকেরই ধারণা ঢিলেঢালা পোশাক পরলে রোগা দেখায়| এটি একেবারেই ভুল ধারণা| যারা একটু বেশি ওজন ক্যারি করে তাদের পোশাক সব সময় সঠিক ফিটিংস হওয়া উচিত| তা না হলে রোগার বদলে আরো বেশি মোটা লাগার সম্ভাবনা তৈরী হয়|
শাড়ি এমন একটি পোশাক যা সব মেয়েকেই সুন্দর করে তোলে| কারণ শাড়ি পরলে আমাদের রোগা দেখায়| তবে কি ধরনের শাড়ি পরবেন আপনি রোগা দেখানোর জন্য? সাধারণত যারা একটু মোটা বা ঠিক স্লিম বলা চলে না তারা সিল্ক বা ক্রেপ জাতীয় শাড়ি না পরে যদি সিল্ক বা সুতির শাড়ি পরেন তাহলে আপনার নরমাল শেপের তুলনায় রোগা দেখাবেন| আর সালোয়ার কামিজেও আপনাকে রোগা দেখায় তবে তার কাটিং সঠিক হতে হবে। সামান্য ঢিলে হলে ভালো, তবে বেশি ঢিলে হলে কিন্তু আবার খারাপ আর বেঢপ দেখাবে| সাধারণত রোগা দেখানোর জন্য ন্যারো কাট সালোয়ার বেশি ভালো|
আজকাল নানা ধরনের জ্যাকেট ফ্যাশনে ইন| আপনারও নিশ্চয়ই পছন্দ| ভাবছেন পরলে যদি মোটা লাগে? একদম চিন্তা করবেন না। কারণ বডি ফিটেড লং বা শর্ট জ্যাকেট পরলে আপনাকে রোগা দেখাবে| লং জ্যাকেট ও স্কিনি ফিট জিন্স, এই কম্বিনেশনে কিন্তু আপনাকে তুখোড় দেখাবে|
স্ট্রাইপ মোটিফ আজকাল ফ্যাশনে ইন| আপনারও নিশ্চয়ই পছন্দের তালিকায় পড়ে| তবে আপনার হাইট ও ওয়েট অনুযায়ী আপনার এই ধরনের পোশাক কেনা উচিত| আর রোগা দেখতে চাইলে ভার্টিকাল স্ট্রাইপ ড্রেস বা টপ বা প্যান্ট ট্রাই করে দেখতে পারেন|
আপনার পিঠ যদি চওড়া হয় তাহলে বোট নেক বা হাই নেকে আপনাকে মোটা দেখাতে পারে| সেক্ষেত্রে ছড়ানো গলার বা ডিপ কাট ব্লাউস বা টপ বা কুর্তি পরলে আপনাকে অনেকটা রোগা দেখাবে|
আপনি কোন কালার নির্বাচন করেবেন তার ওপরও আপনার রোগা বা মোটা দেখানো নির্ভর করে| সলিড কালার, যেমন মেরুন, কালো, নীল রঙের ড্রেস পড়লে অনেক বেশি রোগা লাগে|
আমাদের অনেকেরই এরকম ধারণা যে এই দু ধরনের ড্রেস যাদের একটু ভারী শরীর তাদের জন্য নয়| কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল| ম্যাক্সি ড্রেসের ক্ষেত্রে পাতলা বেল্ট ব্যবহার করুন, আপনাকে অনেক বেশি রোগা লাগবে| ম্যাক্সি স্কার্টের ক্ষেত্রে টপ নির্বাচন কিন্তু ঠিক হওয়া উচিত|
আপনার ড্রেস মেটেরিয়াল নির্বাচন সঠিক হওয়া উচিত| ভেলভেট, সারটিন, লেদার ইত্যাদি আপনার দেহের গঠনকে ভারী করে তোলে| সেক্ষেত্রে সুতি, ডেনিম, সিল্ক, উল ইত্যাদি মেটেরিয়ালে আপনাকে অনেক বেশি স্লিম দেখায়| এছাড়া মেটেরিয়াল যদি প্রিন্টেড হয় সেক্ষেত্রে হালকা ও ছোটো প্রিন্ট পড়লে আপনাকে অনেক বেশি স্লিম বা রোগা দেখায়|
আমাদের অনেকেরই হাত বা পা দেহের তুলনায় রোগা বা মোটা হয়| ধরে নিন আপনার দেহের তুলনায় হাতগুলি বেশ রোগা ও সুন্দর তাহলে স্লিভলেস বা ছোটো স্লিভস আরামসে পরতেই পারেন| কিন্তু যদি হাত মোটা হয়, সেক্ষেত্রে ফুল বা থ্রি কোয়াটার স্লিভস আপনার সঠিক নির্বাচন| আপনার পাগুলি সরু হলে নি-লেন্থ ড্রেসগুলি পরলে কিন্তু আপনাকে রোগা দেখাবে এছাড়া সেক্ষেত্রে বয়ফ্রেন্ড প্যান্ট পড়তে পারেন কিন্তু যদি উল্টো হয় সেক্ষেত্রে নর্মাল স্কিন টাইট জিন্স বা লং লেন্থ ড্রেস আপনার জন্য ভালো|
আপনার রোগা দেখানোর ক্ষেত্রে বা দেহের গঠন ভালো দেখানোর জন্য সঠিক মাপের এবং ড্রেস অনুযায়ী সঠিক আন্ডারগার্মেন্ট বা শেপার্স ব্যবহার করা উচিত| কারণ এগুলি ঢিলে বা সঠিক ফিটিংস না হলে পুরো স্টাইল খারাপ হয়ে যায়|
আগে কি এত চিন্তা ভাবনা করেছেন জামাকাপড় পড়ার আগে? তবে এবার থেকে এই সব টিপস গুলি মাথায় রাখুন পোশাক নির্বাচনের ক্ষেত্রে| কারণ সঠিক পোশাক নির্বাচন আপনার স্টাইল আর কনফিডেন্স দুইই কিন্তু বাড়িয়ে তোলে|
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…