রিলেশনশিপ

কোন কোন গুণগুলি থাকলে তাকে বেস্ট ফ্রেন্ড বলা যায়

গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের সম্পর্ক।কথাটি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিজের রক্তের সম্পর্ক ছাড়া আরেকটি যে সম্পর্ক আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটি হল বন্ধু। সত্যি একজন ভালো বন্ধু ছাড়া জীবনটা নরক। একটা ভালো বন্ধু মানে বিরামহীন ইয়ার্কি, ঝগড়া। বন্ধু মানে একটা নির্ভেজাল আড্ডা, শেয়ারিং, আর সবসময় পাশে থাকা।

সবাই কিন্তু এরকম বিশেষ বন্ধু হয় না। জীবনে খুব কম মানুষই সেই জায়গা নিতে পারে। কিন্তু কি করে বুঝবেন যে এত বন্ধুর মাঝে কাকে বেস্ট ফ্রেেন্ডর মত সবসময় পাশে পাবেন! ভরসা করতে পারবেন! তার কিছু কিছু বিশেষ গুণ থাকবে। যেগুলির জন্য আপনি তাকে চোখ বুজে ভরসা করতে পারবেন।

গুরুত্ব দেবে

আপনারা দুজন খুব ভালো বন্ধু মানেই যে দুজনের পছন্দ, ভাললাগা একইরকম হবে তার কোন মানে নেই। হয়তো দেখলেন আপনার এমন কিছু জিনিস পছন্দ যেগুলি আপনার বন্ধুর পছন্দ নয়। কিন্তু পছন্দ নয় বলে যে সে মুখ ফিরিয়ে থাকবে বা চলে যাবে এমনটা নয়। তার পছন্দ অন্য হতেই পারে, কিন্তু সে আপনার পাশে থাকবে। সে কখনই নিজের পছন্দ আপনার ওপর চাপিয়ে দেবে না।

ক্ষমা করবে

খুব সামান্য কারণেই হয়তো আপনি আপনার বন্ধুর ওপর খুব রাগ দেখিয়েছেন। বা তার সঙ্গে খুব ঝগড়া করেছেন। পরে দেখলেন যে এতে তার কোন দোষই ছিল না হয়তো, বা দুজনেরই সমান দোষ। প্রচণ্ড ঝগড়ার পর যখন আপনি তার কাছে যাবেন, সে সব ভুলে আপনাকে খুব সহজেই ক্ষমা করে দেবে।

সবসময় পাশে থাকবে

সব বন্ধু কিন্তু সবসময় পাশে থাকে না। কিন্তু যখন দেখবেন যে বন্ধুটি আপনার এক ডাকেই আপনার কাছে ছুটে এলো সাহায্যের জন্য, বুঝবেন সেই আপনার বেস্ট ফ্রেন্ড। সে গভীর রাতেও আপনার বিপদে আপনার পাশে থাকতে পিছপা হবে না। বা সে নিজেও হয়তো কোন সমস্যার মধ্যে আছে। তাও সে আপনাকে সাহায্য করার ক্ষেত্রে না বলবে না।

অর্থ সাহায্য

টাকা পয়সার সমস্যা হলে অনেক সময় নিজের আত্মীয়কেও বলা যায় না। কিন্তু একজন ভালো বন্ধুর কাছে খুব সহজেই বলা যায়। এবং সে ফিরিয়েও দেবে না। সে কষ্ট করে হলেও সেই টাকা জোগাড় করতে আপনাকে সাহায্য করবে।

খুব ভালো শ্রোতা

আপনার ভালো বন্ধুটি কিন্তু আপনার প্রতিটা কথা শুনবে। সবসময় কাজের কথা নাও হতে পারে, অপ্রাসঙ্গিক, অর্থহীন কথাও শুনবে। যার কাছে আপনি দ্বিধাহীন ভাবে মন উজাড় করে সব কথা বলতে পারেন সেই আপনার ভালো বন্ধু। আর এই নির্ভেজাল আড্ডাটা কিন্তু একজন ভালো বন্ধুর সঙ্গেই দেওয়া যায়।

সফলতা দিয়ে বিচার করবে না

আপনার সবচেয়ে ভালো বন্ধুটি কিন্তু আপনি কতটা সফল হলেন সেটা দিয়ে আপনাকে বিচার করবে না। বা আপনার ব্যর্থতা দিয়েও আপনাকে বিচার করবে না।

এগিয়ে যেতে সাহায্য করবে

একজন ভালো বন্ধু কিন্তু জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। ব্যর্থতায় হতাশ হয়ে পড়লে আপনার ভেতরের গুণগুলি টেনে বার করে আনবে। এবং আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনার চূড়ান্ত সফলতাতে সে কিন্তু হিংসা করবে না। বরং তখনও সে আনন্দ পাবে। আপনার পাশে থাকবে।

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago