Most-Popular

কলকাতায় যে ৫টা জায়গায় ফ্ল্যাট কেনা সবচেয়ে ভালো

ফ্ল্যাট কিনতে যাওয়ার সময় আমাদের সবসময় ভাবতে হয় কোন জায়গায় কিনলে সবচেয়ে ভালো হতে পারে।সবরকম সুবিধা মাথায় রেখে ফ্ল্যাট’এর জায়গা খোঁজা একটা মাথাব্যথার বিষয়।এইটা কাছে তো ওইটা দূরে,এইটা আছে তো ওইটা নেই।কিন্তু আমরা আপনার জন্য এমন কিছু জায়গা বেছে দিলাম যা আশা করি আপনার ‘ভালো বাসা’র ডেস্টিনি হয়ে উঠতে পারে।

কসবা

আপনার নিজের ফ্ল্যাটটি কিন্তু আপনি এখানে দেখতেই পারেন।দেখুন সামনেই রয়েছে গড়িয়াহাট।আপনি অটো,বাস সবে করেই যেতে পারেন।সেখান থেকে রাসবিহারী খুবই কাছে,মানে মেট্রো পেয়ে যাবেন।যদি শপিং করতে হয় তাহলে গড়িয়াহাট রইল,আবার সামনেই অ্যাক্রোপলিশ মলও রইল।আবার দেখুন সামনেই বাইপাস।হাসপাতাল যেতে হলে রুবি,ডিশান তো রইলই।পড়াশোনার ক্ষেত্রে পেয়ে যাবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়।মাঝে মাঝে রেস্টুরেন্ট যাওয়ার শখ?জোম্যাটো দেখুন,অনেক ভালো ভালো রেস্টুরেন্ট পেয়ে যাবেন এই চত্বরে।তাই কসবাতে আপনি দেখতেই পারেন ফ্ল্যাট।

টালিগঞ্জ

কলকাতার মধ্যে এমন ভালো জায়গা থাকার জন্য আর পাবেন না।সামনেই রয়েছে দু’দুখানা মেট্রো- মহানায়ক উত্তমকুমার আর রবীন্দ্র সরোবর।তাছাড়া আপনি এখান থেকে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন বাসে।সিনেমা দেখতে ভালোবাসেন!তো সামনেই নবীনা।প্রিন্স আনোয়ার শাহ দিয়ে চলে যেতে পারবেন যাদবপুর সংলগ্ন এলাকায়।হাসপাতাল চাইলে পেয়ে যাবেন বাঙ্গুর হাসপাতাল।আর শপিং করতে হলে পাবেন সাউথ সিটি।আর কি চাই বলুন তো!

সল্টলেক

আপনার যদি পকেটের জোড় থাকে,তাহলে আপনার ডেস্টিনি হোক সল্টলেক।আপনি যদি শান্ত পরিবেশে আপনার ফ্ল্যাট কিনতে চান,তাহলেও সল্টলেক যেতে পারেন।দেখুন সামনেই বাইপাস পাচ্ছেন।যেখানে চাইবেন সেখানে যেতে পারেন।খেলা দেখবেন?সল্টলেক স্টেডিয়াম তো রইলই।শপিং করতে চাইলে সিটি সেন্টার ১,২ রইল।আর রেস্টুরেন্ট নিয়ে তো কথা বলার নেই।অনেক নামী-দামী রেস্টুরেন্ট রয়েছে।এছাড়া হাসপাতাল বলতে রুবি বা অ্যাপোলো তো পাচ্ছেন।সন্ধ্যেবেলা আপনার ফ্ল্যাটের বারান্দায় বসে আপনি চা খেতে খেতে ভাববেন আপনার মতো সুখী কে আছে!

দমদম

উত্তর কলকাতাও কিন্তু বাদ যায় না ফ্ল্যাট কালচারের থেকে।এখন খুব ভালো ভালো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে দমদমে।দেখুন সামনেই বি.টি.রোড,তো যাতায়াতের সমস্যা হবে না।দমদম স্টেশনও পেয়ে যাবেন।সামনেই শ্যামবাজার মেট্রো।মার্কেটিং এর জন্য শ্যামবাজার,হাতিবাগান তো রইলই।হাসপাতাল চাইলে আর.জি.কর বা মেডিকেল কলেজ পেয়ে যাবেন।আর পরিবেশও খুবই ভালো।সবচেয়ে বড় কথা কিছুদূরেই গঙ্গা পাচ্ছেন।তাই দমদমে আপনি ফ্ল্যাট কিনতেই পারেন।

রাজারহাট-নিউটাউন

এখনকার দিনে যে কেউ ফ্ল্যাট কিনতে চাইলেই রাজারহাটে কেনার ইচ্ছে রাখেন।এই কয়েকবছরেই একটা ট্রেন্ডে পরিণত হয়েছে রাজারহাটে ফ্ল্যাট কেনাটা।যদিও এখনও যাতায়াতের খানিক সমস্যা আছে,তাও আপনি এখানে যেতেই পারেন।সামনে তো সল্টলেক রয়েছেই,সেখানে এলেও আপনি যেখানে চাইবেন যেতে পারবেন।আই.টি সেক্টরে যারা কাজ করেন তাদের জন্য তো বেস্ট অপশন এটা হতেই পারে।

তাহলে এই ৫টি জায়গায় আপনি গিয়ে আপনার শান্তির বাসাটি খুঁজে নিতে পারেন।দিনের শেষে বাড়িতে বসে যখন আপনি বাড়ির লোকের সঙ্গে নিশ্চিন্তে সময় কাটাবেন আর দরকারে সব জিনিস হাতের কাছে পেয়ে যাবেন,তখন নিশ্চয়ই দাশবাসের এই আর্টিকেলের কথা আপনার মনে পড়বে।

 

অভীক সরকার

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago