Most-Popular

কলকাতায় ভাসমান বাজার যা ভারতের প্রথম ফ্লোটিং মার্কেট

আচ্ছা বন্ধুরা, কলকাতা তো অনেক কিছুই প্রথম উপহার দিয়েছে আমাদের বলুন।সেটা প্রথম ইউনিভার্সিটি হোক, কি প্রথম মেডিক্যাল কলেজ। কিন্তু প্রথম ভাসমান বাজার! আজ্ঞে হ্যা, ভাসমান বাজার শুনে চমকে উঠবেন না।সিনেমায় দেখা বিদেশের ফ্লোটিং মার্কেটের স্বপ্ন এবার সত্যি হতে চলেছে বন্ধুরা।এবার আপনিও সুন্দর করে সাজানো নৌকার থেকে বাজার করতে পারবেন।কী! শুনে খানিক লোভ লাগছে না ব্যাপারটা কী সেটা জানার? আসুন তাহলে হাতে গরম টপ নিউজ আজ রইল আপনাদের জন্য।

কোথায় এই ভাসমান বাজার

কলকাতার খুবই জনবহুল আর যোগাযোগের জন্য সুবিধাজনক একটা জায়গাতেই হয়েছে এই অভিনব আয়োজন।বৈষ্ণবঘাটা, পাটুলিতে এই ভাসমান বাজার তৈরি হয়েছে, একদম ই.এম.বাইপাশের কাছে।কলকাটা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (K.M.D.A) এই বাজার নির্মাণের আর তত্ত্বাবধানের দায়িত্বে আছেন।এই বাজার আগে ছিল পাটুলি ভি.আই.পি মার্কেট হিসাবে।সেখান থেকে সবজি বিক্রেতাদের সরিয়ে এখানে স্থান দেওয়া হয়।আপনারা এখন ভাবতেই পারেন যে হঠাৎ কেন জলের মধ্যে নৌকায় বাজার নিয়ে বসা হবে! আসলে মূলতঃ থাইল্যান্ড, ব্যাঙ্কক এই জায়গাতে এই ভাসমান বাজার অনেকদিন ধরেই চলে আসছে।বাংলাদেশেও একটা ভাসমান পেয়ারা বাজার আছে।কিন্তু মূলতঃ আমাদের মুখ্যমন্ত্রী থাইল্যান্ড থেকে অনুপ্রেরণা নিয়ে এই মার্কেটের আয়োজন করেন।আমরা একে মুখ্যমন্ত্রীর কলকাতাকে লন্ডন বানানোর পরিকল্পনার এক সুন্দর সংযোজন বলতে পারি।

কেমন এই বাজার

মোট ১১৪ টি নৌকায় ২৮০ মতো দোকান আছে।একটা নৌকা দুজনের জন্য বরাদ্দ হয়েছে, মানে একটা নৌকায় দুটো দোকান বসতে পারে।যে কোনো সবজি, মাছ সবই এখানে পাওয়া যায়।আর জলের ওপর দিয়ে কাঠের পাটাতন করে দেওয়া আছে।তাই ক্রেতাদের যেতে কোনো সমস্যাই হবে না।বাজারটা মূলতঃ চারটে ভাগে বিভক্ত।সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বাজার খোলা আর এখানে ঢুকতে কোনো টাকা লাগে না। সাধারণ বাজারের মতোই এই বাজার।আর এই বাজার তৈরি করতে মোট খরচ হয়েছে মোটামুটি  ১০ কোটি মতো।

গুরুত্ব কী এর?

এই বাজার উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী ২৫ তারিখ।তারপরই খুলে দেওয়া হয়। এইটা আমাদের দেশের একটা অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।পর্যটন শিল্পে সাহায্য করতে পারে।তাছাড়া এই বাজারেই একটা মেশিন আছে যা বাতাস থেকে অক্সিজেন নিয়ে জলে মেশায়।তাই জলে থাকা প্রাণীদের অসুবিধা হবে না।তাছাড়াও এমনিতেও কলকাতায় স্থানের যা অভাব, তাতে জলে বাজার খুবই উপযোগী চিন্তা।আর যে কোনো নতুন জিনিসই আনন্দের সঙ্গে নেওয়া উচিৎ।

তাহলে এবার বাইপাশ দিয়ে যাওয়ার মাঝে টুক করে এই বাজার ঘুরে নিন আর জমিয়ে কেনাকাটা করুন।নতুন বছরের শুরুতেই এক নতুন অভিজ্ঞতা হবে কিন্তু।

অভীক সরকার

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

3 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

3 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

3 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

3 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

3 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

3 বছর ago