কোঁকড়ানো চুল নিয়ে অনেকেরই আপত্তি। কিভাবে চুলকে সঠিকভাবে সাজাবেন সেটা বুঝতেই পারেন না। পার্লারে গিয়ে আবার সোজা করতে হয়। কিন্তু জানেন কি কোঁকড়ানো চুলই এখন ট্রেণ্ড। কোঁকড়ানো চুলের কিছু দারুন হেয়ার স্টাইল আছে, যেগুলো আবার কোঁকড়ানো চুল ছাড়া ভালোলাগবে না। আর এই স্টাইল গুলি এখন বেশ ফ্যাশনেবল। দেখে নিন।
খুব কম সময়ে হেয়ারকে স্টাইলিশ করতে চাইলে করুন এই স্টাইলটি। সববয়সেই এই স্টাইলটি মানায়। জাস্ট চুল আগে ভালো করে আঁচড়ে নিন। তারপর চুল ওপর দিকে তুলে একটু টেনে বাঁধুন, ছোটদের ক্ষেত্রে যাকে বলে ঝুঁটি। একটু ওপরের দিকেই তুলে বাঁধুন, ভালো লাগবে। চাইলে শেষে হেয়ার স্প্রে দিয়ে সেট করে নিন। ব্যাস রেডি পনিটেইল। একঘেয়ে সোজা চুলের পনিটেইলের থেকে এই কার্ল পনিটেইলের বেশ ইউনিক। আর প্রতিদিনের অফিসে লুকের জন্য বেশ স্টাইলিশ।
এটা এখন ফ্যাশনে বেশ ইন। করাও খুবই সহজ। প্রথমে চুল ভালো করে সামনের দিকে আঁচড়ে নিন। তারপর ঠিক বামদিকের কানের একটু ওপরের অংশের চুল নিয়ে বিনুনি করুন। বিনুনি করে সেটাকে ঠিক হেয়ার ব্যান্ডের মত করে ডানদিকের কানের কাছে আনুন। তারপর ডানদিকের কানের ঠিক ওপরের দিকে ক্লিপ দিয়ে দিন। আর বিনুনির শেষ অংশটা একটু ভেতর দিকে আটকান। এমন ভাবে আটকান যাতে ক্লিপ দিয়ে আটকান ওই শেষ অংশটা দেখা না যায়।
কোঁকড়ানো চুলে এরকম ফ্রেঞ্চ বেনি বেশ ভালো লাগে। করাও শক্ত নয়। চুলকে দুটো অংশে ভাগ করে নিন। আগে বামদিকে সিঁথি করে নিন। তারপর একটু চুল ছেড়ে একটু ডান সাইট করে বিনুনি শুরু করুন। বিনুনি কানের কাছে এলে, এবার মাথার অন্যান্য অংশের সব চুল নিয়ে বিনুনি শুরু করুন। আগের বিনুনিটি করতে করতেই ওই বিনুনিটি শুরু করুন। দুটো যেন একসঙ্গে থাকে। আলাদা যেন না হয়ে যায় । চুল যেহেতু কোঁকড়ানো তাই আলাদা করে চুল ফোলাবার দরকার পড়ে না।
খোঁপা শুনতে খুব সাধারণ লাগলেও, একটু অন্যরকম করে খোঁপাটাকে এরম স্টাইলিশ করে বাঁধা যায়। এই ধরনের খোঁপা কোঁকড়ানো চুলের জন্য বেশি ভালোলাগে। প্রথমে চুলটাকে পাঁচটি অংশে ভাগ করুন। এবং পাঁচটি বিনুনি করুন। দুটো কানের পাশে আর বাকি তিনটে মাথার পেছনে। এবার পেছনের মাঝখানের বিনুনিটি গোল করে গুটিয়ে লাগান। তারপর পেছনের বাকি দুটো বিনুনি একটির সঙ্গে আরেকটি জড়িয়ে লাগান। এবার ডান কানের বিনুনিটি ওই খোঁপায় জড়িয়ে লাগান। তারপর বাম কানের বিনুনিটি লাগান। ছবিতে যেমন আছে। সামনের কয়েকটা চুল ছেড়ে দিন ভালো লাগবে।
যদি একদম অন্য রকম হেয়ার স্টাইল চান, তাহলে করে নিন এই স্টাইলটি। প্রথমে কপালের সামনের দিকের একটু চুল নিয়ে, একটু ফুলিয়ে ক্লিপ লাগান। ফুলিয়ে লাগানোর পর দেখবেন শেষের দিকে কিছু চুল বেঁচে গেছে। সেটা পেঁচিয়ে খোঁপার মত করে লাগান হেয়ার পিন দিয়ে। এরপর ওই খোঁপার ঠিক নীচে আরেকটি একইরকম ছোট্ট পেঁচানো খোঁপা করুন কানের দুপাশের চুল নিয়ে। এইভাবে ঘাড় অবধি এরম পেঁচিয়ে ছোট করে খোঁপা করতে থাকুন দুপাশের চুল নিয়ে। আর হেয়ার পিন দিয়ে লাগিয়ে দিন।
তাহলে কোঁকড়ানো চুল নিয়ে আর আপত্তির কোন দরকার নেই। কোঁকড়ানো চুলের এই স্টাইল গুলি এখন বেশ ‘ইন’ । আর কোঁকড়ানো চুল এখন বেশ ফ্যাশানেবলও বটে। তাই একদম না ভেবে এগুলো ট্রাই করতে থাকুন আর এলিগেন্ট হয়ে উঠুন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…