কন্যা সন্তান এবং পুত্র সন্তানের অনেক সুন্দর এবং বেশ আনকমন নামের তালিকা কিন্তু এর আগে দাশবাস পেজে আগেও আপনাদেরকে আমি জানিয়েছি। অনেক সময়ই কিন্তু বাবা মায়ের তাদের সন্তানের নাম কিছু নির্ধারিত অক্ষর দিয়েই রাখার ইচ্ছে হয়।
তাই আজকে আমার কন্যা সন্তানের নামের তালিকা থাকছে K বা ক অক্ষর টি দিয়ে।আশা করি এই নামগুলি আপনাদের বেশ পছন্দ হবে যদি আপনার পছন্দের অক্ষরটি ক হয়। তবে আজকের নামের তালিকায় ২৫টি নাম থাকছে কন্যা সন্তানের।
রাধিকার অপর নাম হলো কৃষ্ণপ্রিয়া। এমন সুন্দর নাম নিশ্চই আপনার পছন্দ হবে আপনার সন্তানের জন্য।
এর অর্থ পদ্মসমূহ। এমন সুন্দর অর্থ যুক্ত নাম কিন্তু আপনার ফুলের মত সুন্দর শিশুর জন্য একেবারে মানানসই।
আপনার সোনার টুকরো মেয়ের নাম যদি হয় কুন্দনিকা তাহলে নামকরণ কিন্তু সার্থক হবে। কারণ এর অর্থ হলো সোনার মেয়ে।
এই নামটি খুব সুন্দর এবং এর অর্থও সেরকমই সুন্দর। কাদম্বরী দেবী সরস্বতীর অপর নাম।
বেশ সুন্দর এবং ছোট্ট একটি নাম। এর অর্থ হলো ফুলের কুঁড়ি।
অন্দরমহল সিরিয়ালের কৃপায় এই নাম কিন্তু এখন সবার পরিচিত একটি নাম। এর অর্থ চোখের তারা।
কুঞ্জল বেশ অন্যরকম একটি নাম। এর অর্থ কোকিল।
কোজাগরী নাম কিন্তু আপনার মেয়ের জন্য একেবারে পারফেক্ট। একটি বিশেষ পূর্ণিমার রাত্রি যা সবথেকে বেশি উজ্জ্বল এবং যে তিথিতে দেবী লক্ষ্মীর পূজা করা হয়,তা হলো কোজাগরী।
এর অর্থ সৌভাগ্যের দেবী। একেবারে অন্য রকম এই নামটি কিন্তু আপনার মেয়ের জন্য খুব সুন্দর।
দেবী পার্বতীর অপর নাম হলো কাজরী। কাজরী নাম যেমন সুন্দর তেমনই কিন্তু সুন্দর এর অর্থ।
আবেগপ্রবণ অর্থে কিঞ্জল শব্দ ব্যবহার করা হয়। এছাড়া নদীর তীরও এর অপর একটি অর্থ।
এর অর্থ সুন্দর শব্দ বা মিষ্টি শব্দ। আজকাল এই ধরনের নাম কিন্তু বাবা মায়েরা বেশ পছন্দ করছেন তাদের সন্তানদের জন্য।
কর্ণিকা কথাটির অর্থ হলো সোনা। এই নামও বেশ সুন্দর আপনার সন্তানের জন্য।
কার্তিকা অর্থাৎ যার জন্ম কার্তিক মাসে। এছাড়া এর অপর অর্থ হলো সুন্দর।
এই নামের অর্থ কিন্তু খুব সুন্দর। এর অর্থ আলোর রশ্মি।
এর অর্থ ছবি বা image এবং জীব বা creature। বেশ আনকমন এবং খুব সুন্দর নাম।
কৌশাম্বী নাম সচরাচর কিন্তু বিশেষ শোনা যায় না। তাই আপনি এই নাম আপনার কন্যার জন্য নির্বাচিত করতেই পারেন। এর অর্থ পুরাণ কালের পুরী বা প্রাসাদ।
কৌশিলা একটি খুব সুন্দর নাম যার অর্থ দক্ষ বা কর্মে নিপুণ যে নারী।
এই নামের অর্থ পূর্ণিমার রাত। এই নামটিও কিন্তু একদম অন্যরকম।
পূর্ণিমার রাতের আর এক অর্থ হলো কৌমুদী। এমন সুন্দর নাম কিন্তু শুধুমাত্র আপনার চাঁদের মত শিশুর জন্যই।
কৌশানী কথাটির অর্থ সুন্দর স্থান। এই নাম বেশ সুন্দর।
সন্তান জন্মের আগে থেকেই আপনার কাছে কল্পনায় আপনার সন্তান খুব সুন্দর। তাই আপনার সন্তানের নাম যদি কল্পিতা হয় তা হলে তা হবে বেশ মানানসই। কারণ এর অর্থ যাকে কল্পনা করা হয়।
ইচ্ছা পূরণের দেবী হলেন কিমিশা। এমন সুন্দর নাম আপনার কন্যার হতেই পারে।
কনিষ্ঠা অর্থে কিশ্বারী কথাটি বোঝানো হয়।
শ্রী রাধিকার অপর নাম বা কৃষ্ণপ্রাণা নারী হলো কৃশান্যা। এমন সুন্দর একটি নাম নিশ্চই আপনার পছন্দের তালিকায় থাকবেই।
আপনার কন্যা সন্তানের নাম নিয়ে নিশ্চই আপনি এখন টেনশন ফ্রি। কারণ এমন সুন্দর এবং ইউনিক নামের তালিকা এখন আপনার হাতের মুঠোয়। তাই আপনার সন্তানের জন্য বাছুন বা পরিবারে অন্য কোনো নবজাতক কন্যা সন্তানের জন্যও কিন্তু এই তালিকা থেকে পছন্দসই নাম বেছে নিতে পারেন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
S diye bolun স diye subhasis r suparna name miliye chele r meyer name bolun r babai r rubi ai 2 to name miliye chele r meyer name bolun
ক্রুতিকা বলে বাংলায় কোনো নাম হয়না। কৃতিকা (যে শব্দ থেকে কার্তিক এর উৎপত্তি ) নামটি অবাঙালিরা অপভ্রংশ করে "ঋ-কার" এর জায়গায় " ্রু" ব্যবহার করে নামটি ক্রুতিকা করেছে।
Bengali Baby girl names start with Letter J.