Most-Popular

সুন্দর মেকআপ চান? বাড়িতে ডেকে নিন মেকআপ আর্টিস্ট! অনলাইন বুকিং!

সামনেই বিয়ে? তাহলে তো হাতে আর বেশি সময় নেই। আর বিয়েবাড়ি মানে শুধু তো কনের মেকআপ নয়। কনের মা, বোন, মাসি, পিসি সারা পরিবারের মেকআপের জন্য প্রয়োজন পড়ে মেকআপ আর্টিস্টের।

কোথায় পাবেন ভালো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট? চিন্তা নেই আজ আমি আপনাদের দেব এমন কয়েকটি অ্যাপের সন্ধান যেখানে আপনারা পেয়ে যাবেন সার্টিফায়েড প্রফেশনাল মেকআপ আর্টিস্ট।

১) আর্বান কোম্পানি (Urban Company)

হেয়ার স্টাইলিং, মেকআপ, মাসাজ বা বিউটিশিয়ান সংক্রান্ত যাবতীয় পরিষেবা আপনাকে বাড়িতে এসে দিয়ে যেতে পারে আর্বান কোম্পানি। কীভাবে বাড়ি বসে বুক করতে পারবেন আর্বান কোম্পানি।

  • প্রথমে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আর্বান কোম্পানি অ্যাপটি।
  • নাম ও ফোন নম্বর দিয়ে রেজিস্টার করার পর সরাসরি চলে যান পরিষেবায়।
  • এরপর আপনার সুবিধামতো প্যাকেজ সিলেক্ট করে নিন। সেইসঙ্গে থাকে দুর্দান্ত অফারও, নিতে পারেন সেগুলিও।
  • প্যাকেজ সিলেক্ট করার পর আপনার ঠিকানা দিন। এরপর আপনি নিজের পছন্দমতো আর্টিস্ট সিলেক্ট করে নিতে পারেন।
  • এরপর তারিখ এবং সময় সিলেক্ট করুন। এরপর থাকবে পেমেন্ট অপশন। আপনি ক্যাশ বা কার্ডে অনলাইন পেমেন্ট করতে পারেন।
  • এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারেন আর্বান কোম্পানি লিঙ্ক

২) Weddingz.in (Oyo)

হোটেল বুকিং- থেকে শুরু করে বিয়েবাড়ি সাজানো, মেকআপ আর্টিস্ট, মেহেন্দি আর্টিস্ট সবই এক ছাদের তলায় পেয়ে যাবেন। কীভাবে বুকিং করবেন জেনে নিন।

  • প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করার পর গেট স্ট্রাটেড অপশনে ক্লিক করুন।
  • এরপর খুলে যাবে অ্যাপের হোমপেজ, যেখানে ডেস্টিনেশন ওয়েডিং, টপ বাজেট ওয়েডিং, সার্ভিসেস-এর মতো অপশন থাকবে।
  • এবার সার্ভিসেস অপশনে গিয়ে মেকআপ, ফটোগ্রাফার, মেহেন্দি, ডেকোরেশন-এর মতো অপশনের মধ্যে বেছে নিন আপনার মনের মতো।
  • এখানে ১০০-রও বেশি মেকআপ আর্টিস্টের অপশন আছে। প্রফেশনার মেকআপ করাতে চাইলে এই অ্যাপটি আদর্শ।
  • এরপর Request Quote> Share all Your requirement>get the best makeup artist-এর তথ্যগুলি শেয়ার করুন।
  • আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে অ্যাপের তরফেই আপনার জন্য অ্যাসাইন করা হবে বেস্ট মেকআপ আর্টিস্ট।
  • এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারেন Weddingz.in লিঙ্ক

৩) TinyPa for Makeup Artist

মেকআপ আর্টিস্ট খুঁজে পাওয়ার এক অনবদ্য ঠেক হল TinyPa for Makeup Artist। কীভাবে বুকিং করবেন মেকআপ আর্টিস্ট?

  • একইভাবে প্রথমে গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।
  • এরপর আপনার ই-মেল আইডি, পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করুন।
  • তারপর সার্ভিসেস অপশনে ক্লিক করুন।
  • সেখানে আপনি পেয়ে যাবেন ব্রাইডাল মেকআপের বিভিন্ন প্যাকেজ। কিছু কিছু প্যাকেজের মধ্যে কনের মা এবং বান্ধবীদের মেকআপও যোগ করা আছে। সেইভাবে সিলেক্ট করতে চাইলে নির্দিষ্ট অপশনে ক্লিক করুন।
  • প্যাকেজ সিলেক্ট করার পর খুলে যাবে একটি পেজ, সেখানে আপনি আপনার নাম, ই-মেল, তারিখ এবং সময়, লোকেশন-এর মতো যাবতীয় তথ্য দিন। সেইসঙ্গে মেনশন করুন ব্রাইডাল না অন্যান্য পারপাসে মেকআপ করাতে চান।
  • মেকআপের সঙ্গে হেয়ারও করাতে চাইলে সেটিও মেনশন করুন সংশ্লিষ্ট ড্রপবক্সে। এইভাবে বুকিং ক্রিয়েট করুন।
  • পেমেন্ট করতে পারেন ক্যাশে কিংবা অনলাইনে।
  • এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারেন Tinypa for Makeup Artists লিঙ্ক

৪) ফেস প্যালেট (Face Pallate)

কয়েকটি সহজ স্টেপ মেনে চললেই অনলাইনে পেয়ে যেতে পারেন পেশাদার সব মেকআপ আর্টিস্ট।

  • প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফেস প্যালেট অ্যাপ।
  • গুগল বা ফেসবুক আইডি দিয়ে লগ ইন করে নিন।
  • তারপর এদের স্টাইলবুকে দেওয়া ডেমোন্ট্রেশন দেখে আপনার পছন্দসই চুল বা মেকআপ বা ব্রাইডাল লুক সিলেক্ট করুন।
  • এরপর নিজের নাম, লোকেশন, পিনকোড, কোন তারিখে আপনি সার্ভিস নেবেন এবং কোন সময়ে নেবেন তা সবকিছু লিখে দিন যথাযথ স্থানে।
  • এরপর সঠিক দিন ও সঠিক সময়ে একজন মেকআপ আর্টিস্ট পৌঁছে যাবেন আপনার বাড়ি।
  • পেমেন্ট ক্যাশে কিংবা অনলাইনে করতে পারেন।
  • এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারেন Face Pallate লিঙ্ক

কেন বেছে নেবেন এইসব অ্যাপ?

  • এখানকার আর্টিস্টরা চূড়ান্ত পেশাদার
  • ইন্টারন্যাশনালি সার্টিফায়েড
  • বিভিন্ন আন্তর্জাতিক মেকআপ স্কুল দ্বারা প্রশিক্ষিত
  • বাজেট ফ্রেন্ডলি
  • গ্রাহক পরিষেবা
Amit Bajaj

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago