Personal Care

Keya Seth: গরমে ত্বকের যত্ন নিতে কেয়া শেঠের স্পেশাল টিপস

সৌন্দর্যের জগতে কেয়া শেঠের নামটাই যথেষ্ট। দীর্ঘ দিন ধরে তিনি আমাদের খুব ভালো ভালো আর কার্যকরী প্রোডাক্ট উপহার দিয়ে আসছেন। আর এই সব প্রোডাক্ট তো শুধু নামের জন্য চলে না, যথেষ্ট গুণাগুণ সমৃদ্ধ এই সব প্রোডাক্ট আমাদের দিনে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত খেয়াল রাখে আমাদের ত্বকের।

উনিই প্রথম ব্যক্তি যিনি অ্যারোমাথেরাপি বা গন্ধ চিকিৎসার প্রচলন করেন এখানে। আসুন না, আজ দেখে নিই পাঁচটি বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট যা আপনাদের ব্যবহার করতেই হবে।

১. কেয়া শেঠ অক্সি ডি-ট্যান প্যাক

রোদে বাইরে তো আমাদের রোজ যেতেই হয়। আর তাঁর জন্য স্কিনে ট্যান হয়ে যাওয়াও স্বাভাবিক। আর অনেক সময়ে এই ট্যান আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে তোলার ব্যবস্থাও করি না। তাঁর ফলে দিনের পর দিন ধরে ট্যান পড়ে পড়ে আমাদের ত্বক তাঁর স্বাভাবিক রঙ হারিয়ে ফেলে।

কিন্তু কেয়া শেঠের এই প্রোডাক্ট খুব সহজেই ট্যান তুলে দেবে। শুধু তাই নয়। এটি ত্বকের মধ্যে অক্সিজেনের সঞ্চালন বাড়াবে যা ত্বক আরোও সুন্দর করবে। এতে আছে ক্যারট অয়েল, কেশর আরও নানা উপকারী জিনিস। তাই এটি ব্যবহার করুন নিয়মিত।

কীভাবে ব্যবহার করবেন

এই প্যাক আপনার মুখে সরাসরি লাগান আর রেখে দিন ২০ মিনিট মতো। ২০ মিনিট পর হাল্কা হাতে জল দিয়ে খানিক ম্যাসাজ করুন আর তারপর তুলে ফেলুন। সপ্তাহে দু দিন এটি ব্যবহার করুন আর নিজের সুন্দর ত্বক দেখে নিজেই চমকে যান।

২. ক্লিন অ্যান্ড কেয়ার অ্যাকোয়া সলিউশন

আপনার কী তৈলাক্ত ত্বক? তাহলে তো যে কোনও কিছু দিয়ে আপনার মুখ পরিষ্কার করলে চলবে না। কিন্তু তৈলাক্ত ত্বক যদি ভালো করে পরিষ্কার করা না হয় তাহলে ব্রণ, র্যা শ এই সব হয়ে থাকে। কিন্তু এই প্রোডাক্ট ভিতর থেকে আপনার মুখ পরিষ্কার করবে। অতিরিক্ত তেল নিঃসরণ বন্ধ হবে।

পাশাপাশি অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যা থাকলে তাও আর হবে না। এতে আছে লেবু, সাইট্রাস, ল্যাভেন্ডারের মতো উপাদান যা তৈলাক্ত ত্বকের জন্য খুব ভালো। আর ত্বকের পি.এইচ ব্যাল্যান্স ধরে রাখতেও পারে এই প্রোডাক্ট।

  Buy

কীভাবে ব্যবহার করবেন

প্রথমে মুখে জল দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর কয়েক ফোঁটা সলিউশন নিন আর মুখে দিয়ে ঘষুন ক্লক অয়াইস আর অ্যান্টি ক্লক অয়াইস। ১০ মিনিট পর ধুয়ে নিন। এটা দিনে দু বার ব্যবহার করুন। তফাতটা বুঝতে পারবেন।

৩. স্টপেজ এজ রিভারসাল কমপ্লেক্স

মেয়েরা নাকি কুড়িতেই বুড়ি হয়ে যায়! আর আজকের এতো দূষণ আর ব্যস্ততার ফলে নিজের যত্ন না নেওয়া, সব মিলিয়ে স্কিনে বার্ধক্য যেন তাড়াতাড়ি চলে আসে। দেখা যায় বলিরেখা, ফাইন লাইন, চামড়া কুঁচকে যাওয়ার মতো সমস্যা।

কিন্তু কেয়া শেঠ এনেছেন এই অনবদ্য প্রোডাক্ট যা আপনার ত্বককে বয়সের ছাপ থেকে দূরে রাখবে। এতে আছে লেবু, অরেঞ্জ, আমলা, গ্রিন টি আর অন্যান্য এসেনশিয়াল অয়েল। এগুলো ত্বকের মধ্যে রক্ত সঞ্চালন বাড়ায়। ত্বক টানটান করে আর ত্বকের নিষ্প্রভ ভাব দূরে রাখে। আলাদাই ঔজ্জ্বল্য আনে ত্বকে।

কীভাবে ব্যবহার করবেন

রাতে শুতে যাওয়ার আগে আপনি মুখে এটা মেখে নিতে পারেন। রোজ ব্যবহার করুন রাতে। সারা রাত ত্বকে থাকতে দিন। দেখবেন এক সপ্তাহ ব্যবহার করলেই আপনি ফল পেতে শুরু করবেন।

৪. ফেয়ার অ্যান্ড ব্রাইট ক্রিম

আমাদের সবারই ফর্সা হওয়ার খুব ইচ্ছে থাকে। কিন্তু সবাই ফর্সা হন না। আপনি যদি ভাবেন কেয়া শেঠের এই প্রোডাক্ট ব্যবহার করে আপনি ফর্সা হবেন তাহলে ভুল ভাবছেন। বৈজ্ঞানিক ভাবে সেটা সম্ভব নয়। যেটা হবে এই প্রোডাক্ট ব্যবহার করলে সেটা হল আপনি উজ্জ্বল হবেন। আর আপনি ফর্সা হন কী শ্যামলা গায়ের রঙের, উজ্জ্বল আপনি দু ক্ষেত্রেই হতে পারেন।

এতে থাকা ল্যাভেন্ডার, স্যাফ্রন অয়েলের মতো উপাদান ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে। এতে আছে এস.পি.এফ ১৫ যা রোদের থেকে ত্বক রক্ষা করে। এটা একদমই তেলতেলে নয় আর মুখে ভালো ভাবে মিশে যায়।

  Buy

কীভাবে ব্যবহার করবেন

রোজ দু বার ব্যবহার করুন এটি। এক বার স্নান করে আর তারপর রাতে শুতে যাওয়ার আগে সারা মুখে মেখে দিন। আঙুল দিয়ে ভালো করে সারা মুখে লাগান। দেখবেন কয়েক দিন পর থেকে আপনি পার্থক্য বুঝতে পারবেন।

৫. নিম ওয়াটার টোনার

টোনার ছাড়া কিন্তু আমাদের সম্পূর্ণ পরিচর্যা হয় না। ত্বক ভালো রাখার মূল মন্ত্র তিনটে জিনিসে, ক্লিনসিং, টোনিং আর ময়েশ্চারাইজিং। আর নিম আমাদের ত্বকের জন্য তো খুবই ভালো। নিমের অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান র্যা2শ বা ব্রণ হতে দেয় না। সব সময়ে ত্বকে একটা সতেজ ভাব পাবেন।

  Buy

কীভাবে ব্যবহার করবেন

এটা আপনি দিনে বেশ কয়েক বার ব্যবহার করতে পারেন। মূলত যতবারই ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন তারপর এটি ব্যবহার করুন। তুলোয় কয়েক ফোঁটা নিয়ে সারা মুখে লাগান আর রেখে দিন।

এবার তাহলে অন্য প্রোডাক্ট নিয়ে চিন্তা করে মাথা খারাপ করার মানে হয় না। কেয়া শেঠের হাত ধরুন আর নিশ্চিন্তে ত্বকের চিন্তা ছেড়ে দিন ওনার উপর।

অভীক সরকার

View Comments

    • দই, মধু ও নিমপাতার পেস্ট বানিয়ে লাগান সপ্তাহে দুবার।

  • Amr গালে brono r rash বেরিয়েছে. Amr mukhe kono cream face wash শুট kore na. আবার কিছু না lagaleo mukh ta কালো dekhai. Rash bar hoye jai. Sunscreen makhle mukh কালো dekhai. সেক্ষেত্রে কি করব???

    আবার amr thot সব somoy fetei thake. Boroling ba lip care এর kichu use korar por lipstick porle seta khoskhose dekhai. Smooth dekhaina.
    সেক্ষেত্রে কি করা উচিত????
    Please janan

    • ভালো স্কিনের ডাক্তার দেখিয়ে নিন। সবচেয়ে ভালো। আগে ডাক্তার না দেখিয়ে কিছু ব্যবহার না করা ভালো।

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago