Most-Popular

কালো ঠোঁটের জন্য কোন কোন রঙের লিপস্টিক সেরা?

সাজগোজ করার পর আয়নার সামনে দাঁড়িয়েই সমস্যায় পড়েছেন তো? লিপস্টিকের রঙ বাছতে বাছতে মাথা খারাপের যোগাড়? আসলে কমপ্লেকশন আর পোশাক অনুযায়ী সঠিক লিপ কালার বাছা কিন্তু একটা টাস্ক। আর বিশেষত ডার্ক স্কিন হল গর্জাস স্কিন টোন। এর সৌন্দর্য আরও বাড়াতে পারে একটা সুন্দর লিপ কালার। ডার্ক কমপ্লেকশনে অনেকেই বুঝতে পারেন না, আসলে কোন লিপ কালারটি একদম পারফেক্ট হবে। তাদের জন্যই থাকল আজ কিছু অসাধারণ লিপ কালারের সন্ধান। যেগুলো এই স্কিন টোনে জাস্ট অসাধারণ লাগবে।

ম্যাক আমপ্লিফায়েড লিপস্টিক নিওন অরেঞ্জ

নিওন অরেঞ্জ কালারটি কিন্তু এখন বেশ চলছে। আর ম্যাকের এই কালারটি হল, একদম রিয়েল নিওন অরেঞ্জ কালার ঠিক যেমন হয় সের’মই। সঙ্গে একটা স্মুদ ক্রিমি টেক্সচার। জাস্ট দু’বার বোলালেই দেবে বোল্ড নিওন কালার। আর এটা ঠোঁটকে ময়েশ্চারাইজড রাখবে। তার ফলে ঠোঁট শুকিয়ে যাবার কোন সম্ভাবনা নেই। দাম পড়বে ১৫০০ মত।

ল্যাকমে অ্যাবসোলিউট লিপ কালার প্লাম ডিলাইট

এটা এমন একটা কালার যা সব রকম স্কিন টোনেই ভালো যায়। এতে আছে ভিটামিন ই। এটা ক্রিম এবং জেলের মাঝামাঝি একটা টেক্সচার। সন্ধ্যার পার্টির জন্য একদম পারফেক্ট কালার। ডার্ক স্কিন টোনে এই কালারটি আরও গর্জাস লাগবে। দাম পড়বে ৬৭৫ মত।

মেবিলাইন কালার সেনসেশনাল ক্রিমি ম্যাট ম্যাজেন্টা

অনেকেই পিঙ্ক খুব পছন্দ কর। কিন্তু কমপ্লেকশন ডার্ক হলে পরতে চাও না। তারা একঘেয়ে পিঙ্ক না পরে এই কালারটা ট্রাই কর। ঘন ক্রিমি টেক্সচার। ফলে ঠোঁট ড্রাই হবে না। এবং অনেকক্ষণ পর্যন্ত থাকবে। তাই রোজের জন্য অনায়াসে ব্যবহার করতেই পার।

ল’রিয়েল কালার রিচ সিনামন টোস্ট

এতে আছে আরগান অয়েল ও ওমেগা ৩ যেটা ঠোঁটকে হাইড্রেট রাখে। শীতেও ঠোঁট ফাটার সম্ভাবনা নেই। সঙ্গে একটা ফ্ল লেস গ্লসি ফিনিশ দেবে। খুব ক্লাসি কালার। দাম পড়বে ৬৮৫ মত।

ম্যাক রেট্রো ম্যাট (ডান্স উইথ মি) ডিপ ক্র্যানবেরী রেড

 লাল পছন্দের রঙ?  তাহলে ট্রাই করে দেখ এই কালারটি। একদম অন্য রকম রেড। ঘন ক্রিমি বাটারের মত টেক্সচার। আর একদম লাইট ওয়েট। আর অনেকক্ষণ পর্যন্ত ঠোঁটে একই রকম থাকবে। এই কালারটা তোমার গ্ল্যামারকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। খরচ হবে ১৮৫০ মত।

মেবিলাইন কালার সেনসেশনাল ন্যুড নুয়েন্স

খুব গরজিয়াস একটা কালার। এটা ডার্ক কমপ্লেকশনে বেশি ভালো লাগবে। দামও সাধ্যের মধ্যে ৫৭৫ টাকা।

ম্যাক ম্যাট ভিভা গ্ল্যাম ৩  

ডার্ক কমপ্লেকশনে যেকোনো ন্যুড কালার বেশ ভালো লাগে। আর ম্যাকের ভিভা গ্ল্যাম রেঞ্জের প্রতিটা শেডই সুন্দর ন্যুড কালার। বিশেষত গ্ল্যাম ৩ ও গ্ল্যাম ৫। যদি বাজেট বেশি থাকে তাহলে দেখতেই পার ম্যাকের এই কালারগুলো। একদম পারফেক্ট ন্যুড কালার। দাম পড়বে ১৬৫০ মত।

ল্যাকমে নাইন টু ফাইভ প্রাইম+ম্যাট চেরি চিক

যারা একদম টকটকে লাল চাইছ না,অথচ একটু লাল চাইছ, তাদের জন্য এটা ভালো। গর্জাস রেড আর তার সঙ্গে ব্রাউন আন্ডার টোন। সঙ্গে দেবে একটা স্মুদ ম্যাট ফিনিশ। ১২ ঘণ্টা পর্যন্ত ঠিক থাকবে। দামও বেশ সাধ্যের মধ্যে মোটে ৪৩০ মত।

মেবিলাইন কালার সেনসেশনাল দ্য লোডেড বোল্ডস-বেরী ব্লসি

ডার্ক কমপ্লেকশনে এই ফুশিয়া কালারটি বেশ ভালো যায়। এটাও একটা স্মুদ ক্রিমি ফিনিশ দেবে মাত্র এক টানেই। তোমার বাজেটে চলেই আসবে। দাম ৫৫০ মত।

ল’রিয়েল প্যারিস কালেকশন স্টার-পিওর গারনেট

শীতেও চাই ম্যাট ফিনিশ? কিন্তু ঠোঁট যেন না শুকিয়ে যায়। তাহলে এটা দেখতেই পার। ডিপ ওয়াইন কালার। ম্যাট ফিনিশ, কিন্তু ঠোঁটকে ময়েশ্চারাইজড রাখবে। ফলে শীতে নো টেনশন। কালারটাও একদম অন্যরকম। দাম পড়বে ১০৪৯।

তাহলে এবার মেকাপের জন্য ফাটাফাটি কয়েকটা দারুণ লিপস্টিকের কালার তো দেখে নিলে! দেরী না করে ঝটপট কিনে ফেলো তোমার পছন্দের রঙ, আর সেজে বন্ধুদের মাথা ঘুরিয়ে দাও!

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago