বাংলাদেশ

জয়া আহসানের সেরা কিছু কাজ যা বারবার দেখার মতো

একদিকে তীক্ষ্ণ সৌন্দর্য অন্যদিকে তেমনি অসাধারণ অভিনয় ক্ষমতা এই দুই মিলিয়ে জয়া আহসান। বাংলাদেশেই জন্ম সেখানেই বড় হওয়া এবং বাংলাদেশেই অভিনয় জগতে পা রাখলেও, এখন টলি পাড়ার অন্যতম মুখ জয়া আহসান।

২০১৩ সালে আরিন্দম শীলের ‘আবর্ত’ ছবির মাধ্যমে ভারতীয় চলচিত্রে পা রাখেন। এই ছবির পর থেকেই কলকাতার টলিপাড়ার চেনা মুখ হয়ে উঠতে থাকেন। তারপর একের পর এক অসাধারণ কাজ। প্রতি চরিত্রেই তিনি যেন অনন্যা। যে চরিত্রই তাকে দেওয়া হোক না কেন, যেন দর্শকের মন জিতে নেওয়াই তার প্যাশন। আজ রইল তার কয়েকটি বেস্ট সিনেমার কালেকশন।  

আবর্ত

অরিন্দম শীলের পরিচালনায় ২০১৩ সালে মুক্তি পায় এই ছবিটি। এই ছবির মাধ্যমেই টলিউডে তিনি পা রাখেন। আর এই প্রথম ছবিতেই তার তাক লাগানো অভিনয় তিনি সবাইকে বুঝিয়ে দিয়েছিলেন, পরবর্তীকালে তিনিও একজন অন্যতম মুখ হয়ে উঠতে চলেছেন টলিউডে। ব্যক্তিগত জীবন ও কর্মজীবনের দ্বন্দ্ব ফুটে উঠেছে এই সিনেমায়।

অভিনয়ে ছিলেন টোটা রায়চৌধুরী, শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি সহ আরও অনেকে। এই সিনেমার আরেকটি বিশেষত্ব হল এই সিনেমায় সত্যজিৎ রায়কে বিশেষভাবে সন্মান জানানো হয়েছে এবং তার সৃষ্টি করা সব কালজয়ী চরিত্রদেরও।  

খাঁচা

বাংলাদেশের পরিচালক আক্রম খানের পরিচালনায় ২০১৭তে মুক্তি পায় এই ছবি। হাসান আজিজুল হকের গল্প ‘একই নামের গল্প’ এর ওপরই তৈরি হয় এই ছবি। ছবিটি মুক্তি পায় বাংলাদেশে। দেশভাগের যন্ত্রণা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই ছবিতে।

১৯৪৭ সালের দেশভাগের পর, একটি ব্রাম্ভন পরিবারের পাকিস্তান থেকে ভারতে আসার গল্প তুলে ধরা হয়েছে। নিজের ভিটেমাটি ছেড়ে চলে আসার যন্ত্রণা, অসহায়তা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছিল এই ছবিতে। এই ছবিতে সরোজিনী চরিত্রে জয়া আহসানের অসাধারণ অভিনয় সবার নজর কেড়েছিল।  

গেরিলা

বাংলাদেশেরই আরেকটি বিখ্যাত ছবি ‘গেরিলা’। পরিচালক নাসিরুদ্দিন ইউসুফের পরিচালনায় ২০১১ সালে মুক্তি পায় এই ছবি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরি হয়েছিল এই ছবি। এই ছবিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন জয়া আহসান। বিলকিস বানু নামের চরিত্রে অভিনয় করেন তিনি।

এই বিলকিস বানুর স্বামী একজন সাংবাদিক। যিনি রহস্যজনক ভাবে হঠাৎ নিখোঁজ হয়ে যায়, কিন্তু বিলকিস ভেঙে না পরে সংসার সামলানো, তার নিখোঁজ স্বামীকে খোঁজার পাশাপাশি যোগ দেন ঢাকার গেরিলা বাহিনীতে। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

জাতীয় চলচিত্র পুরষ্কারও পায় ছবিটি। পাশাপাশি এই ছবিতে অভিনয়ের জন্য জয়া আহসান অনেকগুলো পুরস্কারও পান। ঢাকা আন্তর্জাতিক চলচিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নেন। এছাড়াও মেরিল প্রথম আলো পুরস্কার, বাংলাদেশের জাতীয় চলচিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান।

ভালোবাসার শহর

পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরীর পরিচালনায় ২০১৬তে মুক্তি পায় এই শর্ট ফিল্মটি। অনবদ্য গল্প এবং মুখ্য চরিত্রে জয়া আহসানের অভিনয় ছবিটিকে এক অন্য জেয়গায় পৌঁছে দেয়। এক হিন্দু মেয়ে অন্নপূর্ণা ও এক মুসলিম ছেলে আদিলের প্রেম।

একসাথে সুখে থাকার তাগিদে তারা পাড়ি দেয় সিরিয়ায়। কিন্তু জীবনে নেমে আসে অন্ধকার। সিরিয়ায় যুদ্ধে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। আদিল পরে থাকে সিরিয়ায় আর অন্নপূর্ণা ফিরে আসে তার শহর কলকাতায়। সঙ্গে যুদ্ধে পঙ্গু হয়ে যাওয়া তাদের একমাত্র সন্তানকে নিয়ে। শুরু হয় একা অন্নপূর্ণার জীবন যুদ্ধ।

রবিবার

 ২০১৯এ অতনু ঘোষের পরিচালনায় জয়া আহসানের সেরা ছবিগুলির মধ্যে এটি অন্যতম , এই ছবিতে অসামান্য অভিনয়ের জন্য স্পেনের মাদ্রিদ চলচিত্র উৎসবে, বিদেশি ভাষার চলচিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে পুরষ্কার পান।

প্রায় দীর্ঘ ১৫ বছর পর, কোনো এক রবিবারে কর্পোরেট ফার্মের আইনজীবী সায়নি ও তার প্রেমিক অসীমাভর দেখা হয়ে যায় হঠাৎ এবং নতুন ছন্দে এগোতে থাকে তাদের জীবন। সায়নির চরিত্রে জয়া ও অসীমাভর চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।       

বিসর্জন

কৌশিক গাঙ্গুলি পরিচালিত জয়া আহসানের এটি আরেকটি জনপ্রিয় সিনেমা। ২০১৭তে মুক্তি পায় এটি। মুখ্য ভূমিকায় জয়া আহসান এবং সাথে আবির চট্টোপাধ্যায়। এটি অন্যরকম একটি ভালোবাসার গল্প। একজন ভারতীয় মুসলমান ও একজন বাংলাদেশি বিধবা। এই দুজনের সম্পর্ক।

এই ভারতীয় মুসলমান নাসির আলিকে নদীর পাড়ে পড়ে থাকতে দেখে পদ্মা। তাকে নিয়ে আসে ওই বাড়িতে আশ্রয় দেয়। তাদের মধ্যে তৈরি হয় এক ভালোবাসার সম্পর্ক। কিন্তু শেষে নাসির আলি ফিরে যায় তার দেশে। কিন্ত ভালোবাসার রেশ থেকে যায়। এই সিনেমায় দুই বাংলার প্রেমকে দেখানো হয়েছে। এই ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য আন্তর্জাতিক বাংলা ফিল্ম এ্যাওয়ার্ড, জি সিনে এ্যাওয়ার্ড সহ আরও তিনটি পুরস্কার পান।

বিজয়া

কৌশিক গাঙ্গুলির পরিচালনায় বিসর্জনের সিক্যুয়েল এটি। যেটি মুক্তি পায় ২০১৯এ। এখানেও মুখ্য চরিত্রে আবির ও জয়া। বিসর্জনে দেখানো হয়েছিল নাসির আলি তার নিজের দেশে ফিরে যায়।

বিজয়াতে দেখানো হয়েছে, পদ্মা আসে কলকাতায়। আর সেখানেই আবার দেখা হয়ে যায় নাসির আলির সঙ্গে এবং জীবনে আসে নতুন মোড়। এখানে পদ্মার চরিত্রে জয়া আহসানের অভিনয় ছিল মনে রাখার মত। এই অভিনয়ের জন্য তিনি পুরস্কারও পান।  

কণ্ঠ

জয়া আহসানের ভারতীয় ছবিগুলির মধ্যে এটি অন্যতম। জনপ্রিয় পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় ২০১৯এ মুক্তি পায় কণ্ঠ। এই সিনেমাতেও তার অভিনয় দর্শকদের মন জিতে নেয়। এই সিনেমায় তিনি অভিনয় করেছেন একজন স্পীচ থেরাপিস্ট হিসাবে।

যেখানে দেখা যায় অর্জুন মল্লিক একজন বিখ্যাত রেডিও জকি। যার কণ্ঠের ফ্যান হাজার হাজার শ্রোতা।  কিন্তু তার কণ্ঠেই বাসা বাঁধে মারণরোগ ক্যান্সার। এরপরই আসে স্পীচ থেরাপিস্ট রমিলার ভূমিকা। যে চরিত্রে প্রতিবারের মত মন জয় করে নেন জয়া তার অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে। রেডিও জকি অর্জুন মল্লিকের ভূমিকায় ছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই। বেশ জনপ্রিয় হয় ছবিটি।

এরমধ্যে প্রতিটি ছবিতেই জয়া আহসানের অভিনয় ছিল দেখার মত। এগুলো ছাড়াও বাংলাদেশের আরও কিছু ছবি যেমন ‘চোরাবালি’, ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেম’, ‘জিরো ডিগ্রী’, ‘দেবী’ এই ছবিগুলির জন্যও পুরস্কার পান তিনি। ভারতীয় ছবি ‘রাজকাহিনী’, ‘কণ্ঠ’র জন্য পুরস্কার পান।       

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago