রান্নাঘরে নিত্য যাতায়াত আছে কিন্তু বেকিং সোডার সাথে পরিচিতি নেই, এমন মানুষ বাধ্য পাওয়া যাবে না। খাবারের গুণমানকে যে বেশ কয়েকগুন বাড়িয়ে দেয় বেকিং সোডা সে কথাও বোধহয় অজানা নয় সবার। কিন্তু জানেন কি আপনার বিউটি ট্রিটমেন্ট এও একইরকম ভাবে কাজ করতে পারে এই বস্তুটি।
ব্রণ, ব্ল্যাকহেড, সানবার্ন কমাতে স্ক্রাব ও ক্লিঞ্জারের ভূমিকায় অবতীর্ণ হয় সে। কিন্তু বর্তমান দিনে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া ও দেখা যাচ্ছে। সেটা নিয়েও আলোচনা হবে আজ। সব মিলিয়ে আপনি ঠিক করবেন বেকিং সোডা আপনার রোজকার রূপচর্চার যোগ্য উপকরণ হয়ে উঠবে কি না!
স্কিনের জেল্লা ফিরিয়ে আনতে খুবই কার্যকরী বেকিং সোডা। এর জন্য এক টেবিলচামচ বেকিং সোডার সাথে দুই টেবিলচামচ লেবুর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন।
তারপর সেটা মুখের সম্পূর্ণ অংশে লাগিয়ে নিন ও ৫-১০মিনিট মতো ছেড়ে রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
এরপর চাইলে ফেসওয়াশ দিয়েও মুখ ধুয়ে নিতে পারেন। তাতে আরো ভালো কাজ দেবে।
লেবুর এস্কর্বিক এসিড ত্বকের তরতাজা ভাব ফিরিয়ে এনে ত্বক করে তোলে গ্লোয়ি। বেকিং সোডা ভালো এক্সফোলিয়েটর এর কাজ করে ত্বকের রন্ধ্রে জমাট বাঁধা পোরস খুলে দেয়।
ব্রণর জন্য যদি আপনি বাইরে সোশ্যাল ইন্টারএকশনে কনফিডেন্সের অভাব অনুভব করেন তো আপনার মুশকিল আসান করবে বেকিং সোডা।
বেকিং সোডা ১ টেবিলচামচ এর সাথে সমপরিমাণ জল মিশিয়ে নিন ও ব্রনর উপর লাগান।এবার ১০-২০ বিরতি নিন।
তারপর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এবার তুলো দিয়ে মুখ সাফ করে ফেলুন।
এটি ত্বকের গভীরে এপিডার্মিস এ গিয়ে ব্রণর ধ্বংস করে।
বগল, হাঁটু ও কব্জি ইত্যাদিতে অনেকসময়ই মোটা দেহত্বকের জন্য ব্যাকটেরিয়া ও নোংরা জমে কালচে দাগ ধরে যায়।
এর জন্য আলুর রসের সাথে বেকিং সোডা মিশিয়ে জায়গাগুলোতে এপ্লাই করুন। ১০মিনিট পর জল দিয়ে ধুয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিন।
আলুর রস বের করার জন্য আলু গ্রেট করে তার থেকে নির্যাস বের করে নিতে পারেন।
আলুর অক্সালিক এসিড ও সোডার এন্টিব্যাক্টেরিয়াল উপাদান দাগ দূর করবে দু সপ্তাহের মধ্যে।
হাফ চা চামচ বেকিং সোডার সাথে এক চা চামচ হলুদ এর গুঁড়ো মিশিয়ে প্যাক বানিয়ে ফেলুন ও তাতে এড করুন সামান্য জল।
এবার সেটা লাগিয়ে নিন মুখের সমগ্র অংশে ও ১০মিনিট পর ধুয়ে ফেলুন।
হলুদের এন্টি অক্সিডেন্ট ও বেকিং সোডার ক্ষারীয় ধর্ম ত্বকের ভেতরের প্রদাহ হ্রাস করবে ও ধরে রাখবে ত্বকের যৌবন।
বেকিং সোডার সাথে কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল মিশিয়ে যেখানে ঘাম হয় সেখানে লাগাতে পারেন।প্রাকৃতিক ডিওডোরেন্ট এর কাজ করবে।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…