Most-Popular

iPhone X না কিনলে আপনি কি কি করতে পারেন দেখুন

iPhone X  জাস্ট দুদিন আগে মার্কেটে এল। দাম জানেন ? শুনলে নিশ্চয়ই মাথা ঘুরে যাবে। ৬৪ জিবি ভারসানের দাম ৮৯,০০০ টাকা  আর ২৫৬ জিবি ভারসানের দাম ১,০২,০০০ টাকা ভারতীয় মুদ্রায়। বোঝ ঠ্যালা! এত টাকায় আমরা কি কি না করতে পারি । আমি ভাবলাম এই দুদিন! ৮৯,০০০ টাকার ফোন না কিনলে, আমি কি কি করতে পারি! একটা লিস্টও করে ফেলেছি। দেখবেন নাকি?

১০.  ৪৫২ বার ওলা বা উবার চাপতে পারবেন   

রোজ বাসের ভিড়ে বাদুড় ঝোলা না ঝুলে ৪৫২ বার ওলা বা উবের চড়তে পারবো। মানে একবছর চোখ বুজে আরাম করে অফিস যাওয়া।

৯. ২২টা  Nokia 3310 মোবাইল সেট 

মা গো ২২ টা Nokia ফোন! আর কি চাই। ফোনে কথা বলাতাই আসল।

৮. ৮৯ টা শাড়ি অষ্টমীর অঞ্জলী দিতে পরতে পারবেন   

৮৯ গুলো শাড়ি! তাও অষ্টমীর অঞ্জলী দিতে পরতে পারবো। যেটা মন চায়। বুড়ি হওয়ার আগে পর্যন্ত শাড়ি কেনার ঝামেলা নেই।

৭. ৫ টা ল্যাবের ছানা  

ভাবুন ৫ টা ল্যাবের ছানা আপনার আশেপাশে। আর কি চাই। রাজার সুখ যাকে বলে।

৬. ১৭৮ টা রুপম ইসলামের গানের শো 

‘একলা ঘর আমার দেশ‘ রুপমের মুখে ১৭৮ বার সামনাসামনি শুনতে পাবেন! আমার তো ভেবেই মাথা ঝাঁকাতে ইচ্ছে করছে।

৫. ২৬১ টা ওল্ড মঙ্কের বোতল  

বৃদ্ধ সন্ন্যাসী আরে হ্যাঁ হ্যাঁ old monk ২৬১ টা বোতল ঘরে। ফুলটু লাইফ আর কি!

৪. ২৯৬ টি সিনেমা আইনক্সে 

আইনক্সে ২৯৬ টি সিনেমা দেখতে পাবেন। নেটের যা অবস্থা! মুভি ডাউন লোড হবার ঝামেলা আর নেই।

৩. ১১২ পিস ইলিশ মাছ  

মাসিমা ইলিশ খামু! কেউ বললে গোটা একটা মাছ মুখে পুড়ে দিতে পারবেন।

২. ৪২ বার দিঘা ভ্রমন 

বাঙালীর দি-পু-দা র দিঘা ১ থেকে ১০ বার নয়! ৪২ বার ঘুরতে যেতে পারবেন।

১. একবছর রোজ একপ্লেট আর্সেনালের বিরিয়ানী  

বিরিয়ানী প্রেমিকদের নো চিন্তা ! একবছর চুপচাপ পেট পুড়ে বিরিয়ানী খান। তাও আবার আর্সেনালের চিকেন বিরিয়ানী।

 

 

Nandini Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago