iPhone X জাস্ট দুদিন আগে মার্কেটে এল। দাম জানেন ? শুনলে নিশ্চয়ই মাথা ঘুরে যাবে। ৬৪ জিবি ভারসানের দাম ৮৯,০০০ টাকা আর ২৫৬ জিবি ভারসানের দাম ১,০২,০০০ টাকা ভারতীয় মুদ্রায়। বোঝ ঠ্যালা! এত টাকায় আমরা কি কি না করতে পারি । আমি ভাবলাম এই দুদিন! ৮৯,০০০ টাকার ফোন না কিনলে, আমি কি কি করতে পারি! একটা লিস্টও করে ফেলেছি। দেখবেন নাকি?
রোজ বাসের ভিড়ে বাদুড় ঝোলা না ঝুলে ৪৫২ বার ওলা বা উবের চড়তে পারবো। মানে একবছর চোখ বুজে আরাম করে অফিস যাওয়া।
মা গো ২২ টা Nokia ফোন! আর কি চাই। ফোনে কথা বলাতাই আসল।
৮৯ গুলো শাড়ি! তাও অষ্টমীর অঞ্জলী দিতে পরতে পারবো। যেটা মন চায়। বুড়ি হওয়ার আগে পর্যন্ত শাড়ি কেনার ঝামেলা নেই।
ভাবুন ৫ টা ল্যাবের ছানা আপনার আশেপাশে। আর কি চাই। রাজার সুখ যাকে বলে।
‘একলা ঘর আমার দেশ‘ রুপমের মুখে ১৭৮ বার সামনাসামনি শুনতে পাবেন! আমার তো ভেবেই মাথা ঝাঁকাতে ইচ্ছে করছে।
বৃদ্ধ সন্ন্যাসী আরে হ্যাঁ হ্যাঁ old monk ২৬১ টা বোতল ঘরে। ফুলটু লাইফ আর কি!
আইনক্সে ২৯৬ টি সিনেমা দেখতে পাবেন। নেটের যা অবস্থা! মুভি ডাউন লোড হবার ঝামেলা আর নেই।
মাসিমা ইলিশ খামু! কেউ বললে গোটা একটা মাছ মুখে পুড়ে দিতে পারবেন।
বাঙালীর দি-পু-দা র দিঘা ১ থেকে ১০ বার নয়! ৪২ বার ঘুরতে যেতে পারবেন।
বিরিয়ানী প্রেমিকদের নো চিন্তা ! একবছর চুপচাপ পেট পুড়ে বিরিয়ানী খান। তাও আবার আর্সেনালের চিকেন বিরিয়ানী।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…