Most-Popular

Interior Designing পড়তে চান? জানুন বিস্তারিত

ঘর সাজাতে খুব ভালো লাগে?যেখানেই ঘুরতে যাওয়া হোক না কেন,ঘর সাজানোর জিনিস দেখতে পেলেই হাত যেন এগিয়ে যায়।তাহলে নিজের এই স্বভাবকেই বেছে নিন সারা জীবনের সম্পদ হিসাবে।মানে এটাই কিন্তু হতে পারে অসাধারণ কেরিয়ার।কারণ বর্তমানে একজন প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনারের চাহিদা তুঙ্গে বলা চলে।

কেন পড়বেন Interior Designing? 

এখন চারিদিকে তৈরি হচ্ছে,বড় বড় শপিং মল,ফ্ল্যাট,কমপার্টমেন্ট।এইসব জায়গাতে তো বটেই,এছাড়া যেকোনো বড় অফিস থেকে হসপিটাল,শোরুম সাজিয়ে গুছিয়ে রাখতে চায় সবাই।তাই এক্ষেত্রে দরকার পড়ে একজন প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনারের।এছাড়াও এখন ইয়ং জেনারেশন প্রত্যেকেই চায়,তাদের সাধের ফ্ল্যাটটা সুন্দর করে সাজাতে,বা কেউ কিচেন আর বাথরুমটা সুন্দর করে সাজাতে,বা যারা নিজেরা বাড়ি বানাচ্ছেন,তারাও কিন্তু প্রফেশনাল ডিজাইনার দিয়ে বাড়ি সাজাতে চান।এটা এখন একটা লেটেস্ট ট্রেণ্ড বলা চলে।তাই প্রফেশনাল ডিজাইনারের চাহিদা কিন্তু বেড়েই চলেছে।তাই এই বিষয়টা নিয়ে এগোলে বুঝতেই পারছেন,কতটা সুন্দরভাবে কাজ করতে পারবেন!

কোথায় পড়বেন?

কলকাতায় এটা নিয়ে পড়ার বেশ ভালো সুযোগ রয়েছে।প্রচুর কলেজ রয়েছে যেগুলো ইন্টেরিয়র ডিজাইনের জন্যই স্পেশাল।ইন্টেরিয়র ডিজাইনের ওপর বিভিন্ন কোর্স করানো হয়।কয়েকটা বেস্ট কলেজ হল,

১. বিড়লা ইন্সিটিউট অফ লিবারাল আর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্স

৫-এ শরৎ বোস রোড,মিন্টো পার্কের বিপরীতে।

ফোন- ০৩৩- ৬৪৫০৬১৩০, ৬৪৫০৬১৩১

২. গ্ল্যামার স্কুল অফ ফ্যাশন অ্যান্ড ইন্টেরিয়র

৬০ চৌরঙ্গী রোড,ফোর্থ ফ্লোর,রবীন্দ্র সদন মেট্রোর কাছে।

ফোন- ৮৯৮১০০৫৫২২, ৮৯৮১০০৫৫৩৩

৩. গ্লোবাল ইন্সিটিউট অফ ফ্যাশন টেকনোলজি

২১৬/২এ এ.জে.সি.বোস রোড।

ফোন– ৯৮৩০৪৯৭১১১, ৯৮৩১৭৭৫৫৯৯

৪. এরিনা অ্যানিমেশন,গড়িয়া

৫. এক্সটেরিয়র ইন্টেরিয়র লিমিটেড

১৩ ক্যামাক স্ট্রিট,রাজকমল বিল্ডিং।

ফোন– ৯৯০৩০০৯৫৬২

৬. জেনেক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট সলিউশন

উল্টোডাঙা মেইন রোড।

ফোন– ৮৮৭৯১২০৯৭৩,৯৮৭৪১৮৪৩১৪, ৮২৪০৩৪৬৪৫৪

৭. ড্রিমজোন টালিগঞ্জ সেন্টার

চন্দ্র বোস রোড,রিজেন্ট পার্ক।

ফোন– ৭০০৩০৭০২৭৮, ৯৬১৯০৮১০৫৪, ৯০৭৩৯০৯০২৪

কলকাতার বাইরে

কলকাতার বাইরে থেকে করতে চাইলে,প্রচুর ভালো ইন্সটিটিউট অপেক্ষা করছে আপনার জন্য।

১. ন্যাশনাল ইন্সটিটিউট অফ ডিজাইনিং,আমেদাবাদ।

২. সি ই পি টি ইন্সিটিউট,আমেদাবাদ। 

৩. ন্যাশনাল ইন্সিটিউট অফ ফ্যাশান টেকনোলজি,নাভি মুম্বাই। 

৪. পার্ল অ্যাকাডেমি,নিউ দিল্লি। 

৫. জে ডি ইন্সটিটিউট অফ ফ্যাশান টেকনোলজি,উত্তর প্রদেশ। 

৬. এম আই টি ইন্সিটিউট অফ ডিজাইন,পুনে। 

৭. ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ফ্যাশান অ্যান্ড ডিজাইন,চণ্ডীগড়। 

কোর্স

কলকাতার বিভিন্ন কলেজে বিভিন্ন রকমভাবে করানো হয়।মানে ইন্টেরিয়র ডিজাইনিং-এর ওপর ব্যাচেলার ডিগ্রি,মাস্টার্স ডিগ্রি ও এক বছরের ডিপ্লোমাও করানো হয়।বাইরের কলেজগুলিতেও তাই।ব্যাচেলার ডিগ্রি সাধারণত কলকাতায় ৩ বছরের।তবে বাইরে কোনো কোনো কলেজে ৪ ও ৫ বছরেরও ব্যাচেলার ডিগ্রি করানো হয়।মাস্টার্স ডিগ্রি ২ বা ৩ বছরের এবং ডিপ্লোমা ১ বা ২ বছরের।৬ মাসের সার্টিফিকেট কোর্সও করানো হয় কোনো কোনো কলেজে।

যোগ্যতা

এটা পড়ার জন্য তেমন কোন যোগ্যতার দরকার হয় না।শুধু উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই ব্যাচেলার ডিগ্রির জন্য অ্যাপ্লাই করা যায়।শুধু নিজের মধ্যে একটু ডিজাইনিং কনসেপ্ট থাকলে ভালো।আর মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে,গ্র্যাজুয়েট হতে হয়।

কাজের সুযোগ

ইন্টেরিয়র ডিজাইনে কাজের সুযোগ যে কতটা সেটা তো আগেই বলেছি। শুধু দরকার ভালো ভাবে শেখা।ব্যাস,তারপর কলকাতা ও কলকাতার বাইরে রয়েছে আরও ভালো সুযোগ।এক্ষেত্রে মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে,উপার্জন কেমন।এক্ষেত্রে একজন ফ্রেশার তার চাকরীর শুরুতে ১০ থেকে ২০ হাজার পর্যন্ত উপার্জন করতে পারে।এরপর অভিজ্ঞতা বাড়লে উপার্জন তো বাড়বেই।

তাহলে দেখলেন তো আপনার এই সুন্দর স্বভাবটা কত সুন্দর ভাবে কাজে লাগাতে পারবেন।খোঁজ-খবর তো সব দিয়েই দিলাম।এবার নিজের এই ভালো লাগাকেই কাজে লাগিয়ে ফেলুন ভবিষ্যৎ জীবনকে সুন্দর করে তুলতে।

 

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago