ফ্যাশন

চুলের খোপার ডিজাইন ১৫ টি ছবি সহ যা যেকোনো অকেসানের জন্য পারফেক্ট

বিয়ে বাড়ির সাজ হোক বা বাড়ির কোন অনুষ্ঠান, শাড়ি বা ইন্ডিয়ান পোশাকের সাথে মানানসই একটা হেয়ার স্টাইল না হলে সব সাজ বৃথা! আর তাই আজ চুলের ১৫টি খোপা ডিজাইন হাজির করলাম।

সবকটি ডিজাইন যে নিজেই বাড়িতে বসে বানাতে পারবেন তা নয়। তবে পার্লারে গিয়ে চুল বাঁধার প্ল্যান থাকলে এর মধ্যে থেকে সুন্দর কয়েকটি ডিজাইন অবশ্যই ট্রাই করতে বলবো। চলুন দেখে নেওয়া যাক কিরকমের খোপা বাঁধার ধরন আপনাদের জন্য আজ নিয়ে এসেছি।

১. Indian Wedding Bun Hairstyle | ওয়েডিং স্টাইল খোপা

ইন্ডিয়ান স্টাইলে সাজতে পছন্দ করেন? শাড়ি পরতে ভালোবাসেন? তাহলে চোখ বন্ধ করে এই সুন্দর খোপাটি বানিয়ে নিন। কেউ সাহায্য করার থাকলে এটি নিজেই বানাতে পারবেন। না হলে তো পার্লারের অপশান আছেই।

২. Bridal Pre-Wedding Hairstyle | ব্রাইডাল খোপা

গ্রাউন বা লেহেঙ্গা পরছেন তাহলে এটি স্টাইলটি দেখতে পারেন। এছাড়া অফ হোয়াইট বা হালকা রঙের শাড়ি পরলে তার সাথেও ভালো মানাবে।

৩. Beautiful Bun With Real Flower Gajra | রিয়াল ফুল খোপা

খুব সহজে নিজেই এটি বানানো যাবে। জাস্ট খোপা করে ক্লিপ দিয়ে আটকে নিতে হবে। আর উপরে জুঁই, চামেলি, বা বেল ফুল ঠিক এমন ভাবে লাগিয়ে নিতে হবে।

৪.Hair Bun With Jhumki | ঝুমকা স্টাইল খোপা

৫. Large Low Bun | বিনুনি খোপা

এই খোপাটিও বানানো যাবে ঘরেই। ছবি ভালো করে লক্ষ করুন তাহলেই বুঝতে পারবেন যে, সাইড থেকে একটা বিনুনি বানিয়ে তা খোপার সাথে জুড়ে দেওয়া হয়েছে।

৬. Long Hair Style With Rose Bun | লং হেয়ারে গোলাপ খোপা

৭. Beautiful Updo Wedding Hairstyle | সিম্পল ওয়েডিং খোপা

৮. Cross Style Bun | ক্রস স্টাইল খোপা

সিম্পল স্টাইলের খোপা। শাড়ির সাথে এই হেয়ার স্টাইল দারুন ট্রাডিশানাল লুক এনে দেবে।

৯. Classic Hairstyle | ক্লাসি হেয়ার স্টাইল খোপা

স্টাইলিশ ও ক্লাসি লুক পেতে ট্রাই করতে পারেন এই খোপাটি।

১০. Simple & Classy Hair Bun | সিম্পল ও ক্লাসি খোপা

১১. Flower Style Bun | ফুল স্টাইল খোপা

খোপা জুড়ে শুধু ফুলের খেলা। সুন্দর ডিজাইন। নিজেই ট্রাই করা যাবে এটি।

১২. French Boho Hairstyle | ফ্রেঞ্চ বোহ খোপা

ফ্রেঞ্চ বোহ স্টাইল খোপা। আজকাল অনেকেই এই হেয়ার স্টাইল করে থাকেন নানা অকেশানে। এখনও ট্রাই না করলে একবার করে দেখতে বলবো। ভালো বই খারাপ লাগবে না।

১৩. Colourful Rose Bun | রঙিন গোলাপ খোপা

১৪ . Messy Hair Bun | মেসি হেয়ার বান বা খোপা

১৫. Jhumkas Decorated Bun | ঝুমকা দিয়ে সাজানো খোপা

খোপার এই স্টাইলটা আমাদের বাংলার জন্য ইউনিক। পছন্দ হলে নেক্সট অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে পার্লারে গিয়ে বানিয়ে নিন।

Nandini Mukherjee

View Comments

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago