ছোট থেকেই সবার মুখে শুনে আসছেন কি যে আপনার খুব সাহস? আপনি নিজেও তো জানেন যে আপনি খুবই ডানপিটে, অ্যাডভেঞ্চারাস। চুপচাপ বসে নির্বিঘ্নে দশটা-পাঁচটার কাজ করতে আপনি আগ্রহী নন। ঘুম ঘুম চোখে সরকারী অফিসে যাওয়া বা বিকেল হতেই বাড়ি এসে নিশ্চিন্ত জীবন কাটানো আপনার একমাত্র কাম্য নয়। তাহলে আর ভাবার কোনো অবকাশ নেই, আপনাকে অবশ্যই যোগ দিতে হবে ইন্ডিয়ান আর্মিতে। দায়িত্ব, সাহস, অ্যাডভেঞ্চার আর সম্মান- সব মিলিয়ে আপনি অন্য এক জগতে পা রাখবেন। তাহলে আগে জেনে নেওয়া যাক আপনি ঠিক কী কী পদের জন্য আবেদন করতে পারবেন।
মূলত তিনটি পদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সেগুলি হল- ইউ.পি.এস.সি এন্ট্রি ( UPSC Entry), নন-ইউ.পি.এস.সি এন্ট্রি (Non-UPSC Entry) আর এস.এস.সি.ডব্লিউ টেকনিক্যাল ( SSCW Tech.)।
একজন অবিবাহিত ১৯ থেকে ২৫ বছরের মেয়ে এই পদের জন্য আবেদন করতে পারেন। তবে তার শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত গ্র্যাজুয়েশন। তাকে শুরুতেই উত্তীর্ণ হতে হবে Combined Defence Services Examination যেটা বছরে দু’বার হয়, জুলাই মাসে আর নভেম্বর মাসে। একবারের পরীক্ষায় মোট ১২ জন সিলেক্টেড হন। তাদের ৪৯ সপ্তাহের জন্য ট্রেনিং নিতে যেতে হয় OTA বা Officers Training Academy তে যা এপ্রিল আর অক্টোবরে হয়ে থাকে।
এখানে দুটো ক্যাটাগরি থাকে, NCC Special Entry আর Judge Advocate General (JAG)। দুটো ক্ষেত্রেই দেখে নেওয়া যাক কীভাবে প্রবেশ করা যায়।
NCC Special Entry
এর জন্য আপনাকে আগে এন.সি.সি. জানতে হবে। আপনার বয়স যদি হয় ১৯ থেকে ২৫ এর মধ্যে, আর আপনি যদি অবিবাহিত হন, তাহলে আপনি আবেদন করতেই পারেন। তবে আপনাকে গ্র্যাজুয়েশনে অন্তত ৫০% পেতে হবে, সঙ্গে NCC ‘C’ সার্টিফিকেট থাকতে হবে, অন্তত ‘B’ গ্রেডের। এই পরীক্ষাও জুলাই আর ডিসেম্বর নাগাদ দু’বার হয় আর ৪ জন করে সিলেক্টেড হন। তাদের আবার ট্রেনিং’এ পাঠানো হয় ৪৯ সপ্তাহের জন্য।
Judge Advocate General (JAG)
আপনি যদি অবিবাহিত হন, আর আপনি যদি এল.এল.বি নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন, তাহলে আপনি এই পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। তবে আপনাকে ৫৫% পেতে হবে আর আপনার বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে। এই পরীক্ষাও আগের পরীক্ষার সময়ের মতোই হয়ে থাকে, সেই বছরে দু’বার, জুলাই আর ডিসেম্বর। আবারও ৪ জন সিলেক্টেড হন আর তাদের ৪৯ সপ্তাহের জন্য ট্রেনিং’এ পাঠানো হয়।
এইজন্য আপনার বয়স ২০ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। আর আপনার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে আপনাকে হতে হবে অবিবাহিত। পরীক্ষা হয় একই সময়ে আর এক্ষেত্রে নেওয়া হয় ২০ জন। তাদের আবার পাঠানো হয় ট্রেনিং-এ ৪৯ সপ্তাহের জন্য।
তাহলে এখন আর অন্য কোনো চাকরীর দিকে যাবেন কেন? শুধু ইন্ডিয়ান আর্মির সাইটে গিয়ে ফর্ম পূরণ করুন আর যা যা দরকার হয় সব শর্ত পূরণ করুন। দেখবেন সবার চোখে আপনার মর্যাদা অন্য জায়গায় যাবে।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…