কাল আমাদের ভারতবর্ষে স্বাধীনতা দিবস পালনের দিন। বছরের এই একটি দিন সেজে উঠুন দেশের পতাকার তিন রঙের মেলবন্ধনে। এভাবেই স্বাগত জানান কালকের স্পেশাল দিনটিকে। আর গর্ববোধ করুন একজন ভারতীয় নাগরিক হওয়ার।
সততা ও ত্যাগের প্রতীক সাদা ও গেরুয়া রঙ। কালকের দিনে সাদা শাড়ির সাথে গেরুয়া রঙের ব্লাউজ হতে পারে আপনার ফ্যাশান স্টেটমেন্ট। হাতে চাইলে সবুজ রঙের চুড়ি পরতে পারেন। ব্যাগ নিতে পারেন সবুজ রঙের। বিশ্বাস করুন অসাধারন সুন্দর দেখতে লাগবে আপনাকে। ভারতীয় নারী মানেই শাড়ির আলাদা মর্যাদা। কাল আপনারা সেই মর্যাদাকে বজায় রাখুন স্টাইলের সাথে।
সাদা বা গেরুয়া রঙের যেকোনো একটি সলিড কালারের সালোয়ার। কনট্রাস্ট করে ওড়না নিন। চাইলে সাদা সালোয়ারের সাদে সবুজ ওড়নাও নিতে পারেন। যদি গেরুয়া রঙের সালোয়ার পরেন তাহলে অবশ্যই সাদা ওড়না নেবেন। সেক্ষেত্রে হাতে সবুজ ব্যাগ নিতে ভুলবেন না। চাইলে কানের দুল সবুজ রঙের পরা যেতে পারে। সাথে হাতে তিন রঙের চুড়ি পরলে ভালো বই খারাপ লাগবে না।
শাড়ি, সালোয়ার না পরে যদি অন্য আধুনিক পোশাকে সেজে ওঠার ইচ্ছে থাকে তাহলে উপরের ছবির মত ড্রেস আপ করতে পারেন। কলেজের মেয়েরা কাল এই সাজে সাজতেই পারো কিন্তু! কারন ফ্যাশান ট্রেন্ডি আজকের দুনিয়ায় এই স্টাইল আপনার সোশ্যাল মিডিয়ায় এনে দেবে অসংখ্য লাইক।
চোখকে সাজিয়ে তুলুন দেশের পতাকার তিন রঙ দিয়ে। ঠিক যেমন ছবিতে দেখছেন। বাকি যেকোনো ধরনের পোশাক পরুন না কেন, খেয়াল রাখবেন শুধু মাত্র পোশাকের রঙের। সাদা, গেরুয়া, সবুজ এই তিনটি রঙে বেশি সুন্দর মানাবে এই আই মেকাপটি। তবে সাদা রঙের সাজে এই ব্রাইট আই মেকাপ সবচেয়ে বেশি পারফেক্ট লাগবে।
পতাকার স্টাইলে তিন রঙা ওড়না। ব্যাস বাজিমাত। প্রিয়াঙ্কা চোপড়ার এই স্টাইলে আপনারাও কাল সেজে উঠতে পারেন অনায়াসে। সবচেয়ে সিম্পল ড্রেস আপ করতে চাইলে এটি একেবারে পারফেক্ট চয়েস।
ড্রেস ছাড়াও কালকের জন্য ব্যাগ, দুল, জুতো, হাতের চুড়ি ইত্যাদি পোশাকের সাথে ম্যাচ করে বেছে নিতে ভুলবেন না। আশাকরি কালকের দিন আপনাদের সবার ভালো কাটবে। আগাম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই সকলকে।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…