Most-Popular

বাংলার ‘ই’ ও ইংরেজি ‘I’ দিয়ে কন্যা ও পুত্র সন্তানের নাম অর্থসহ

বাড়িতে নতুন সদস্যের আগমন খুবই আনন্দের খবর। তবে নতুন সদস্যের নামকরণ নিয়ে পরিবারের সকলের মধ্যেই একটা উদ্দীপনা কাজ করে। আর করবে নাই বা কেন নাম হল সারা জীবনের সম্বল। কারণ নাম দিয়েই একটা ছোট্ট পরিবারের গণ্ডি থেকে বৃহত্তর সমাজের কাছে পরিচিতি পায় একজন মানুষ।

নামকরণের ক্ষেত্রে মা-বাবার নামের আদ্যাক্ষরের সঙ্গে মিলিয়ে বা নামের সঙ্গে ছন্দ মিলিয়ে নাম রাখার একটা প্রবণতা রয়েছে। তাই আজকের প্রতিবেদনে আপনাদের জন্য রইল বাংলা ‘ই’বা ইংরেজি ‘I’ দিয়ে পুত্র ও কন্যা সন্তানদের নাম।

‘ই’ দিয়ে কন্যা সন্তানের নাম

১) ইলিশা

নানা ইলিশ মাছের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। ইলিশা নামের মানে হল ধরিত্রীর রাণি।

২) ইশ্মা

ইশ্মা নামটি খুব একটা শোনা যায় না। এই শব্দের অর্থ সৌন্দর্য।

৩) ইভা

ইভা নামের মানে হল আশা।

৪) ইশি

ইশি মা দুর্গার আর এক নাম।

৫) ইরাবতী

বাংলা সিরিয়ালের দৌলতে নামটি এখন বেশ জনপ্রিয়। ইরাবতী নামের অর্থ হল পরীক্ষিতের স্ত্রী বা উত্তরের কন্য।

৬) ইনায়া

আনকমন এই নামের মানে হল উদ্বেগ বা উৎকণ্ঠা।

৭) ইন্দুমৌলি

নামটি কিন্তু খুবই মিষ্টি। এই নামের মানে হল চাঁদের মাথার পালক।

৮) ইনিকা

আপনার সন্তানই তো আপনার কাছে এক টুকরো পৃথিবীরই মতো। তাই আপনার কন্যার নাম রাখতে পারেন ইনিকা, যার অর্থ ছোট্ট পৃথিবী।

৯) ইনু

ছোট্টর মধ্যে মিষ্টি এই নামের অর্থ হল আকর্ষণীয়।

১০) ইন্দ্রিনা

একেবারেই আনকমন এই নাম। এই নামের মানে হল গভীরতা।

১১) ইদিত্রি

এই নামটি একদিকে যেমন মিষ্টি, তেমনই আনকমনও। ইদিত্রি নামের অর্থ হল কোনও কিছুর পরিপূরক।

১২) ইমানী

ইমানী নামটিও সচরাচর খুব একটা শোনা যায় না। যে বিশ্বাসযোগ্য সে-ই ইমানী।

১৩) ইশ্যা

ইশ্যা নামের মানে হল বসন্ত।

১৪) ইচ্ছা

ইচ্ছা নামটিও একসমময় খুবই জনপ্রিয় হয়েছিল। এই নামের অর্থ মনের ইচ্ছে।

১৫) ইন্দ্রজা

ইন্দ্রের কন্যা হলেন ইন্দ্রজা। এই নামটি খুবই নতুনত্ব।

‘ই’ দিয়ে পুত্র সন্তানের নাম

১) ইন্দ্রমীত

নামটি নিঃসন্দেহে খুবই নতুনত্ব। ঈশ্বরের বন্ধু যে,সেই ইন্দ্রমীত।

২) ইন্দ্রেশ

ইন্দ্রের অপর নাম ইন্দ্রেশ। ইন্দ্র নাম তো অনেকেরই হয়। তবে আপনি আপনার পুত্রের নাম ইন্দ্রেশ রাখতেই পারেন।

৩) ইন্দুশেখর

ভগবান শিবেত তো হাজার একটা নাম। আর প্রত্যেকটি নামই একে অপরের থেকে সেরা। তেমনই ভগবান শিবের আর এক নাম হল ইন্দুশেখর।

৪) ইরাবান

ইরাবান নামটি একেবারে আনকমন একটি নাম। অর্জুনের পুত্রের নাম হল ইরাবান। এই নামের অর্থ হল শাসক। সংস্কৃতে এর অর্থ হল সমুদ্রের রাজা।

৫) ইন্দ্রসূত

ভগবান ইন্দ্রের পুত্র হলেন ইন্দ্রসূত। নামটি সচরাচর খুব একটা শোনা যায় না।

৬) ইন্দ্র্যুম্ন

নামটি একটু কঠিন বটে। তবে এর অর্থ ভারি সুন্দর। ইন্দ্রের দ্যুতিকে বলা হয় ইন্দ্র্যুম্ন।

৭) ইন্দ্রাদিত্য

ইন্দ্র আর আদিজ্য এই দুই শব্দের সমন্বয়ে গড়ে উঠেছে ইন্দ্রাদিত্য। এই নামের অর্থ হল স্বর্গের রাজা।

৮) ইন্দিরন

নামটি একেবারেই আনকমন। এই নাম সচরাচর কারওর খুব একটা শোনা যায় না। ইন্দিরন হল সূর্যের অপর নাম।

৯) ইন্দুকান্ত

এই নামটি ভীষণই মিষ্টি একটা নাম। যার অর্থ হল চাঁদ।

১০) ইনেশ

বাঙালি পরিবারে এই নাম খুব একটা শোনা যায় না। ইনেশ নামের অর্থ হল ভগবান বিষ্ণু।

১১) ইন্দ্রাশীষ

ইন্দ্রাশীষ নামটি খুবই সুন্দর, যার অর্থ হল ইন্দ্রের আশীর্বাদধন্য।

১২) ইস্প্রীত

ইস্প্রীত নামটি খুবই শ্রুতিমধুর। এই নামের অর্থ ঈশ্বরকে ভালবাসেন যে।

১৩) ইরাজ

ইরাজ হল বজরঙ্গবলীর আর এক নাম। নামটি সত্যিই খুব শুভ।

১৪) ইন্দুভূষণ

চাঁদের আরও এক নাম ইন্দুভূষণ। নামের য়ে একটা জোর আছে এটা কিন্তু বলতেই হবে।

১৫) ইন্দ্রদত্ত

ইন্দ্রের দান বা ইন্দ্রের দেওয়া উপহার হল ইন্দ্রদত্ত। নামটি ভীষণ সুন্দর।

‘প’ বা ‘P’ দিয়ে অর্থসহ ইউনিক নাম কন্যা সন্তানের

Indrani Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago