বর্ষাকালে আমরা একটা খুব বড় সমস্যার সম্মুখীন হয়ে থাকি সবসময়ে। বাইরে থাকার সময়ে বৃষ্টি পড়লে আমরা ছাতা মাথায় দিয়ে নিজেদের কোনও রকমে বাঁচিয়ে নিই। কিন্তু আমাদের ব্যাগ কিছুতেই বাঁচে না বৃষ্টির জল থেকে। এর সঙ্গেই ভিজে যায় মানিব্যাগ, বেল্ট, জুতো। কিছু দিন পর দেখা যায় তাতে সাদা সাদা ফাঙ্গাসের মতো হয়েছে। বর্ষাকালের চামড়ার জিনিসে তৈরি হওয়া এই পরিচিত সমস্যার সমাধান কিন্তু কিছু জিনিস মাথায় রেখেই করে ফেলা যায়।
যেদিন বৃষ্টি একটু কম থাকবে সেদিন চামড়ার ব্যাগ হোক বা বেল্ট, যার মধ্যে সাদা ফাঙ্গাস এসেছে তা নিয়ে চলে যান সামনের ভাল কোনও লেদারের ব্যাগের দোকানে। ভাল লেদারের দোকানে লোপ্রেসার স্প্রে করার এক ধরণের স্প্রে মেশিন থাকে। এই মেশিন লেদারের জিনিসে স্প্রে করার জন্যেই ব্যবহার করা হয়। এই জিনিস স্প্রে করলে ময়েশ্চার চলে যাবে। তবে স্প্রে করার আগে ইস্টট্রাকশন পড়ে নিন আর আগে সমস্ত অংশে স্প্রে না করে ছোট অংশে স্প্রে করে দেখুন।
ওয়্যাক্স ড্রেসিংও এক্ষেত্রে ভাল কাজ দেবে। পাতলা একটি স্তর দিতে পারেন লেদারের ব্যাগের ওপর। স্যু ওয়্যাক্স বা সাধারণ ফ্লোর ওয়্যাক্সও এক্ষেত্রে ভাল কাজ দেবে। তবে পুরো অংশে ব্যবহার করার আগে লেদারের জিনিসের সামান্য অংশে ব্যবহার করে দেখুন কোনও সমস্যা হচ্ছে কিনা। ভাল হার্ডওয়ারের দোকানে এই ওয়্যাক্স পেয়ে যাবেন।
চামড়ার জিনিস রোজ একবার করে পরিষ্কার করুন। ফাঙ্গাস সহজে জন্মায় যদি ময়লা থাকে। ময়লা থাকলে ব্যাকটেরিয়া বাসা করবে আর ফাঙ্গাস হবে। একটি পাত্রে সম পরিমাণ জল আর ভিনিগার নিন। এই মিশ্রণ ভাল করে মিশিয়ে এতে একটা কাপড় চুবিয়ে সেটা দিয়ে মুছে নিন চামড়ার জিনিস। তারপর ভাল করে পাখার তলায় শুকিয়ে নিন। এতে পরিষ্কার হয়ে যাবে।
সারা বছর আমরা বাইরে থেকে এসে যেমন তেমন করে ব্যাগ, মানিব্যাগ এগুলি রেখে দিই। কিন্তু বর্ষার সময়ে আমাদের একটু যত্ন নিতে হবে। আপনি হয়তো এমন জায়গায় ব্যাগ রাখলেন যে জায়গা খুব স্যাঁতস্যাঁতে। তাহলে কিন্তু ফাঙ্গাস খুব তাড়াতাড়ি হবে। তাই ভাল শুকনো জায়গায় লেদারের জিনিস রাখুন। আগে বেশ খানিক সময়ের জন্য পাখার তলায় দিয়ে রাখুন।
যখনই দেখবেন লেদারের জিনিসে সাদা সাদা ফাঙ্গাস আসছে তখনই সেটি পরিষ্কার করুন। আপনি হয়তো ভাবছেন পরে করবেন। এতেই কিন্তু সমস্যা বাড়বে। আরও ফাঙ্গাস জন্ম নেবে। তাই অল্প থাকতেই ভাল করে মুছে নিন ওই জায়গা আর শুকিয়ে নিন।
জানি বর্ষাকালে রোদ খুব একটা ওঠে না। কিন্তু যেদিনই দেখবেন অল্প রোদ এসেছে সঙ্গে সঙ্গে ওই লেদারের জিনিস রোদে দিয়ে দিন। কড়া রোদের থেকে ভাল কোনও কিছুই হয় না ফাঙ্গাস দূর করার জন্য। সামান্য এক ঘণ্টার জন্যও যদি রোদ পান তাতেই অনেক কাজ হবে।
আগেই বলা হয়েছে একটা শুকনো জায়গায় ভাল করে রাখতে লেদারের জিনিস। অনেকেই তাই এয়ার টাইট কোনও প্যাকেটে রেখে দিতে পারেন। কিন্তু সেটা করবেন না। এটা আরও ফাঙ্গাসের জন্ম দেবে। কড়া রোদ না হোক, আপনার ঘরে যে সূর্যের আলো আসছে সেটাও কিন্তু অনেকটা সাহায্য করবে ফাঙ্গাস না হওয়ার ক্ষেত্রে। তাই খোলা হাওয়ায় শুকনো জায়গায় ব্যাগ রাখুন। শুধু রাতে পারলে এয়ার টাইট ব্যাগে রাখুন।
এটা খুব সুন্দর একটা সমাধান। আপনি যেখানে রাখছেন ব্যাগ, সেই জায়গায় এটি দিন। অনলাইনে পেয়ে যাবেন। এতে করে ফাঙ্গাস আসবে না। ব্যাগ খুব সুন্দর থাকবে। তবে হিউমিডিফায়ার একদম ব্যাগের সামনেই দিয়ে রাখবেন না।
ঠাণ্ডা জায়গা আর স্যাঁতস্যাঁতে জায়গা কিন্তু এক নয়। ঠাণ্ডা মানে এসি আছে এমন জায়গায় রাখতে পারেন। ঠাণ্ডা হাওয়া গরম হাওয়ার থেকে কম ফাঙ্গাসের জন্ম দেয়। অনেক বেশি ভাল রাখে ব্যাগ বা লেদারের জিনিস ঠাণ্ডা চিল এয়ার। এয়ার কুলার থাকলে তার সামনে রাখলেও হবে। তবে ফাঙ্গাস সমেত অবশ্যই নয়, পরিষ্কার করে।
অনেকে ভাবতেই পারেন রোদ না পেলে কি করবেন। এমন তো হতেই পারে যে টানা রোদ পাওয়া গেল না। তখন একটা কাজ করুন। হ্যারিকেন থাকলে সেটা জ্বালান আর গরম হয়ে এলে তার সামনে লেদারের জিনিস রেখে দিন। একদম কাছে রাখবেন না। আমাদের উত্তাপ দেওয়ার দরকার। সেটুকু হলেই হবে। এই উত্তাপেও লেদারের জিনিসে ফাঙ্গাস কম আসবে।
এই দশটা সমাধান ব্যবহার করে দেখুন। রোজ ঝকঝকে নতুনের মতো ব্যাগ নিয়ে বাইরে যেতে পারবেন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…