বিয়ে বাড়ি মানেই ত্বকের জন্য বাড়তি পরিচর্যা। আর এই মরশুমে যাদের বিয়ে তাদের জন্য তো ত্বকের আরও বেশি করে যত্ন নেওয়া প্রয়োজন।
আর তার জন্যই এই প্রতিবেদনে আমি এমন এক রূপচর্চার ফর্মুলার কথা বলতে চলেছি তা যদি আপনারা আজ থেকেই ব্যবহার করা শুরু করেন তাহলে ভিড়ের মধ্যে আপনার ত্বক হবে সবচেয়ে নজরকাড়া।
কী এই উবটন?
- সনাতন প্রাচীন রূপচর্চার ফর্মুলা হল উবটন। নাম শুনে ঘাবড়ে যাবেন না। খুবই সহজ ও কার্যকরী এক পদ্ধতি। উবটন হল চন্দনগুঁড়ো, হলুদ, বেসন দুধ, নিম, তুলসি এবং মিল্ক ক্রিমের মতো প্রাকৃতির উপাদানের সংমিশ্রণ। নাম শুনেই নিশ্চয় খানিকটা আন্দাজ করতে পারছেন যে ত্বককে স্বাস্থ্যজ্জ্বল ও দীপ্তিময় বানাতে এই উপকরণগুলি কতখানি কার্যকরী ভূমিকা পালন করে।
- তবে অনেকে জানলেও অনেকেই হয়তো জানেন না আমাদের ঠাকুমা-দিদিমাদের আমলে তো এতসব বিউটি প্রোডাক্ট ছিল না, তখন এই উবটনই ছিল এক আদর্শ বিউটি সলিউশন। আদতে যেকোনও ধরণের বিউটি মাস্ক বা প্যাককেই হিন্দিতে উবটন বলা হয়। আগেকার দিনে বিয়ের কনেদের বিয়ের অন্তত দু’মাস আগে থেকে এই উবটন মাখানোর রেওয়াজ ছিল।
- তবে এমন নাম শুনে উবটনকে হাতি ঘোড়া কিছুই ভাবার প্রয়োজন নেই, তবে উবটন কথার অর্থ হল ঘরে তৈরি উপরিউক্ত উপকরণের একটা মিশ্রণ যা আপনার ত্বককে সুন্দর করে তোলে। আগেকার দিনে যেকোনও বিউটি প্যাকে হলুদের ব্যবহার বিশেষভাবে ব্যবহার করা হত বলে বেশিরভাগ বিউটি প্যাক বা মাস্কের রঙ হত হলুদ।
উবটন ফেস প্যাক বানানোর ৩ টি পদ্ধতি
এবার আমি আপনাদের এমন তিনটি উবটনের ফেস প্যাকের সম্পর্কে জানাবো, যা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই প্যাক আপনার স্কিনের যাবতীয় সমস্যা দূর করে তাকে সতেজ ও স্বাভাবিক রাখতে সাহায্য করবে। স্কিনের ধরন অনুযায়ী উবটন ফেস প্যাকের সম্পর্কে লিখলাম আজ।
১) নর্মাল স্কিনের জন্য
যাদের স্কিন না ড্রাই না অয়লি মানে আর কি নর্মাল, তাদের উবটনের ব্যবহার দিনে একবার করে করলেই যথেষ্ট।
উপকরণ
- হলুদ গুঁড়ো আধ টেবিল চামচ
- বেসন ২ টেবিল চামচ
- দুধ ২ টেবিল চামচ
- চন্দনের গুঁড়ো ১ টেবিল চামচ
প্রণালী এবং ব্যবহারবিধি
- উপরিউক্ত সমস্ত উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে নিন।
- তাতে প্রয়োজন মতো জল মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিন।
- এরপর এই পেস্টটি আপনি ব্যবহার করবেন একেবারে ফেশ ওয়াশের মতো করে।
- বাজার চলতি ফেসওয়াশের পরিবর্তে এটি ব্যবহার করুন। ভাল ফল পেতে প্রতিদিন ব্যবহার করুন।
- ব্যবহারের ৩ থেকে ৪ দিনের মধ্যেই তফাতটা আপনার নজরে আসবে।
২) ড্রাই স্কিনের জন্য
ড্রাই স্কিনের মালিকদের সমস্যা বেড়ে যায়। শুষ্ক আবহাওয়া ত্বককে আরও শুষ্ক করে তোলে। তাই উবটনের এই ফেস প্যাকটি দারুন কাজে দেবে এই সময়। খুব ইজি এটা ব্যবহার করা। তাই ট্রাই করতে ভুলবেন না।
উপকরণ
- হলুদ গুঁড়ো আধ টেবিল চামচ
- বেসন ২ টেবিল চামচ
- চন্দনের গুঁড়ো ১ টেবিল চামচ
- কলা ১টি
- মধু ২ টেবিল চামচ
- দুধ প্রয়োজনমতো
প্রণালী এবং ব্যবহারবিধি
- প্রথমে সমস্ত উপকরণ একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন।
- দেখবেন কলা যেন ভাল করে মেখে নেওয়া হয়, কোনওরকম লাম্প যেন না থাকে।
- এরপর তাতে পরিমাণমতো দুধ মেশান।
- মিশ্রণটি প্রতিদিন এক বেলা করে মুখে লাগান।
- এই মিশ্রণ শুষ্ক ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনতে বিশেষভাবে সাহায্য করে। সেই সঙ্গে ত্বককে রাখে কোমল ও জেল্লাদার।
৩) অয়েলি স্কিনের জন্য
যাদের স্কিন অয়লি তাদের স্কিনের অতিরিক্ত তেলতেলে ভাব থেকে মুক্ত করবে এই ফেস প্যাকটি।
উপকরণ
- হলুদ গুঁড়ো আধ টেবিল চামচ
- বেসন ২ টেবিল চামচ
- চন্দনের গুঁড়ো ১ টেবিল চামচ
- দই হাফ কাপ
- কমলা লেবুর রস বা মৌসম্বির রস প্রয়োজনমতো
প্রণালী এবং ব্যবহারবিধি
- প্রথমে প্রত্যেকটি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।
- লেবুর রস ততক্ষণ পর্যন্ত মেশাতে থাকুন যতক্ষণ না পেস্টটি ঘন হয়ে আসছে।
- এই মিশ্রণটি আপনা ত্বক থেকে অতিরিক্ত তেল এবং ময়লা বের করে আনতে সাহায্য করে।
- এই মিশ্রণটি যদি আপনি প্রতিদিন ব্যবহার করেন, তাহলে ত্বকের চটচটে ভাব হবে পুরোপুরি গায়েব এবং ত্বক হয়ে উঠবে আকর্ষণীয়।
View Comments
Very good suggestion. Thank you.