ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্বস্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে ইতিমধ্যেই প্যান্ডেমিক বা অতিমারী ঘোষণা করেছে। হেলদি মানুষজনদের মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই এমনটাই বলা হয়েছে। কিন্তু মানুষ আতঙ্কিত হয়েই মাস্ক কিনে পরছেন। যার ফলে বাজারে মাস্কের ঘাটতি দেখা দিচ্ছে। কিন্তু এই ঘাটতি আপনি নিজেও পূরণ করতে পারেন। বাড়িতে মাস্ক বানিয়ে।
ফ্রিসুইং বলে একটি সাইটে বাড়িতে বসেই নিজেদের জন্য মাস্ক বানানোর পদ্ধতি দিয়ে সাহায্য করছে। যদিও এগুলি এন ৯৫ বা এন ৯৯ এর মত এতটা সুরক্ষিত নয়। কিন্তু এমন আকাল পরিস্থিতিতে এইধরনের মাস্ক বাড়িতে বসেই বানানোর পদ্ধতি দিয়ে সাহায্য করছে তারা।
ফ্রিসুইং এর ওয়েব সাইটে ফেস মাস্ক বানানোর জন্য প্যাটার্ন ও সেলাই করার জন্য একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেটা দেখে সহজেই আপনি মাস্ক বানিয়ে ফেলতে পারবেন। এদের এই প্রচেষ্টা দেখে অনেক হাসপাতাল-ই তারিফ করেছেন ও মানুষজনকে রেকমেন্ড ও করছেন।
উপকরণ:
মাস্ক বানানোর জন্য আপনার দরকার একটি সেলাই মেশিন ও কাপড় যা সহজেই বাড়িতে পেয়ে যাবেন।
যদি আপনার বাড়িতে প্রিন্টার থেকে থাকে তবে আপনি নিচের লিংকের মাধ্যমে প্যাটার্নটি ডাউনলোড করে নিতে পারেন।
আপনার বাড়িতে যদি প্রিন্টার নাও থেকে থাকে তবে চিন্তার কোনো কারণ নেই। আপনি এই ছবির সাহায্যেই নিজের প্যাটার্ন বানাতে পারবেন।
ফেস মাস্ক বানানোর প্রক্রিয়া:
এখানে কিছু সহজ স্টেপস দেখানো হয়েছে। যখন ভিডিও টা দেখবেন বুঝতে পারবেন।
সবার প্রথমে আপনি একটা কাগজে এই প্যাটার্নটি এঁকে নিন। এই চিত্রে ৩টি সাইজের কথা বলা আছে। আপনি নিজের সাইজ অনুযায়ী প্যাটার্ন সিলেক্ট করবেন ও সেই মতো কাপড় কাটবেন।
এরপর রিবন তৈরি করার পালা। সেটা বানাতে ৬ সেমি প্রস্থ মেপে কাপড়ের টুকরো কেটে নিন। এবার টুকরোটিকে মাঝখান থেকে ভাঁজ করে নিন যাতে পরে মোড়ার জন্য আপনার সুবিধে হয়। এবার টুকরোটিকে খুলে নিন।কাপড়ে দুটোর বাইরের কোন ভেতরের দিকে মুড়ে নিয়ে কাপড়টি অর্ধেক ভাঁজ করে নিন। এবার রিবনটিকে বাইরের দিক থেকে সেলাই করুন।
আপনার একটি মাস্কের জন্য ১.৪মিটার রিবন দরকার পড়বে। যেটাকে সমান ৪ টি ভাগে (৮৫সেমি) ভাগ করে মাস্কে লাগাতে হবে। রিবন কেটে ফেলারপর তার একটি প্রান্ত কিছুটা মুড়ে সেলাই করুন। দ্বিতীয় প্রান্ত বানানোর সাথে সাথে সেটি অটোম্যাটিক স্টিচড হয়ে যাবে।
এরপর আপনাকে একই প্যাটার্নে ৪টা অংশ কেটে নিতে হবে।
কাপড় থেকে ৪টা অংশ কেটে নেবার পর, ২টো অংশ একটি অন্যটির উপর রাখুন ও গোলাকার সাইড থেকে সেলাই করুন। সেলাই এর পর যখন খুলবেন দেখবেন সেটা মাস্কের আকৃতি নিয়ে ফেলেছে। তারপর বাকি দুটো অংশকেও এভাবে যোগ করুন।
আপনার কাছে দুটো অংশ ইতি মধ্যেই রেডি আছে। এবার মাস্কটা সম্পূর্ণ তৈরি করে ফেলতে হবে। এরজন্য দুটো অংশকে একসাথে জুড়ে নিন।
দুটো অংশ একে অন্যের উপরে রাখবেন। মাথায় রাখবেন যে অংশে সেলাই দেখা যাচ্ছে সেটা যেন উপরিভাগে থাকে। আপনাকে ৪টি ধারেই সেলাই করতে হবে। কিন্তু একটি প্রান্তে ৩সেমি মতো জায়গা ফাঁকা দেবেন পরে সেলাই এরজন্য।
চারটি কোণেই রিবন লাগিয়ে ফেলুন। সেলাই দিন ও তারপর মাস্কটি সোজা করে নিন যাতে সেলাই করা অংশটি ভেতরে চলে গিয়ে সেলাই বাইরের থেকে বোঝা না যায়।
এবার যে অংশটি ছেড়ে গিয়েছিলেন সেখানে সেলাই করে নিন।
অন্য উপায়:
এই মাস্ক অন্য উপায়েও বানানো যায়। এরজন্য আপনার সেলাই মেশিন লাগবে। ইলাস্টিকও কাপড় ভেতর ও বাইরের জন্য আলাদা আলাদা লাগবে।
মাস্ক বানানোর জন্য প্যাটার্ন দরকার। আপনি যদি প্রিন্ট নিতে চান তবে এই লিঙ্ক ফলো করে ডাউনলোড করে নিতে পারেন।
প্রিন্টার না থাকলে নীচের চিত্রটি দেখেও বানাতে পারেন।\