গৃহ ও জীবনযাপন

বর্ষাকালে ভেজা জামাকাপড় কয়েক ঘণ্টায় শুকনোর ঘরোয়া কৌশল

বর্ষাকাল মানেই মেঘলা আবহাওয়া আর বৃষ্টি। বৃষ্টির মধ্যে রোমান্টিকতা বিষয়টা ভালো লাগলেও বর্ষাতে জামা কাপড় শুকোনো একটা বেশ ঝক্কির ব্যাপার। বর্ষাকালে বায়ুর জলীয়বাষ্প বেশি থাকায় বাতাসের জল টানার ক্ষমতা কমে যায় ফলে জামাকাপড় শুকোতে বেশ দেরি হয় আবার যখন তখন বৃষ্টি হওয়ার কারণেও জামা কাপড় শুকাতে দেরি হয়। অন্যদিকে এই বর্ষাকালে জামাকাপড় কাচার পরিমাণটাও অনেক বেশি বেড়ে যায় তাহলে উপায়! বর্ষাকালে খুব সহজে জামা কাপড় শুকানোর কতগুলো টিপস আছে সেই টিপসগুলো মেনে চললে কয়েক ঘন্টার মধ্যেই জামা কাপড় শুকিয়ে যাবে সেই টিপসগুলিই আজকে আপনাদের বলবো।

১. ভালো করে নিংড়ে নিনঃ

বেশিরভাগ মানুষের মধ্যেই এই অভ্যাসটা থাকে যে জামাকাপড় না নিংড়েই মানুষ মেলে দেয়। কিন্তু বর্ষাকালে এমনটা করবেন না, বর্ষাকালে জামা কাপড় কাচার পর ভালো করে নিংড়ে নিন যাতে জামাকাপড়ে জল বেশি না থাকে, অতিরিক্ত জল ঝরিয়ে তারপর মেলে দিন এর ফলে জামাকাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

২. জানলা দরজা খোলাঃ

একটানা প্রচন্ড পরিমানে বৃষ্টি হতে থাকলে অনেক সময় জামাকাপড় ঘরের মধ্যেই শুকোতে দিতে হয়।‌‌‌‌ সে ক্ষেত্রে যে ঘরে মেলতে দেবেন সেই ঘরে জানলা দরজা খুলে দেবেন যাতে সেখানে পর্যাপ্ত পরিমাণে হাওয়া বাতাস চলাচল করতে পারে। তাহলে তাড়াতাড়ি জামাকাপড় শুকিয়ে যাবে।

৩. হ্যাঙ্গারঃ

জামা কাপড় শুকাতে দেওয়ার আগে একটা হ্যাঙ্গারের মধ্যে জামা কাপড় গুলো ঝুলিয়ে তারপর শুকোতে দিন। ঘরের মধ্যে ক্লথ ড্রাইং স্ট্যান্ডে আপনি হ্যাঙ্গার দিয়ে জামা কাপড় গুলো ঝুলিয়ে রেখে দিতে পারেন। এর ফলে জামাকাপড়ের দুদিকেই হাওয়া লাগবে এবং জামা কাপড় গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। রোদে শুকোতে দিলেও হ্যাঙ্গারে
করে দিয়ে দেবেন তাহলে দুদিকেই রোদ লাগবে।

৪. ওয়াশিং মেশিনের ড্রায়ারঃ

বাড়িতে ওয়াশিং মেশিন থাকলে তারমধ্যে জামা কাপড়গুলো কেচে আগে ড্রায়ারে দিয়ে শুকিয়ে নিন তারপর মেলে দিন তাহলে জামাকাপড় দ্রুত শুকিয়ে যাবে।

৫. ইস্ত্রিঃ

ঘরের মধ্যে জামাকাপড় শুকিয়ে নিলেও জামা কাপড়ের মধ্যে একটা স্যাতঁস্যাঁতে ভাব থেকে যায়, সেটি দূর করতে জামা- কাপড়গুলো একবার করে ইস্ত্রি করে নিন।

৬. ঝুলিয়ে রাখুনঃ

কাপড় কাচার পরে সঙ্গে সঙ্গে বালতিতে না দিয়ে বাথরুমের স্ট্যান্ডে ভেজা কাপড়গুলো কিছুক্ষণ ঝুলিয়ে রাখুন এরফলে কাপড় গুলোর থেকে সব জল ঝরে যাবে এরপর কাপড় গুলো শুকোতে দিলে তা দ্রুত শুকিয়ে যাবে।

৭. মেলার ধরণঃ

আপনি জামা কাপড় গুলো কীভাবে মেলছেন তার ওপর নির্ভর করে জামা কাপড় শুকানোর বিষয়টা। বর্ষাকালে জামাকাপড় সব সময় টানটান করে মেলবেন তারপর দুই দিকে ভালো করে টেনে দুটো ক্লিপ দেবেন। কোমরের কাছের কোন অংশ গুটিয়ে রাখবেন না, খুলে দেবেন এছাড়া হাত ও গুটিয়ে রাখবেন না, খুলে দেবেন। গুটিয়ে রাখলে সেইসব জায়গাগুলো শুকোতে অনেকটা সময় লেগে যায়।

৮. ক্লথ ড্রাইং স্ট্যান্ডঃ

কিছু ক্লথ ড্রাইং স্ট্যান্ড দেখতে একেবারে আলনার মতো হয় সেগুলো কেনা থাকলে বর্ষাকালে ঘরেই জামাকাপড় শুকিয়ে নেওয়া যায়। গোলাকৃতি ছোট ক্লথ ড্রায়ার এবং কপিকল দেওয়া ক্লথ ড্রাইং স্ট্যান্ড কিনে নিলে তা সিলিংয়ে লাগিয়ে দেওয়া যায়। ফলে সমস্যাও অনেক কম হয়।

৯. ঘরের ভেতরকার আদ্রতা নিয়ন্ত্রণঃ

ঘরের ভেতরকার আদ্রতা নিয়ন্ত্রণ করার জন্য এয়ার পিউরিফায়ার দরকার হয়। যদি আপনি এয়ার পিউরিফায়ার কিনে থাকেন তাহলে পিউরিফায়ারের ব্যাগের মধ্যে রিফাইন করা হয়নি এরকম নুন দিয়ে দেবেন। এই নুন ঘরের অতিরিক্ত আদ্রতা শুষে নেবে যার ফলে জামাকাপড় মেলে দিলে সেটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

১০. সময়ের ব্যবহারঃ

বর্ষাকালে যখন তখন বৃষ্টি হতে পারে আবার যখন তখন রোদ ওঠে, তাই সকালবেলায় জামা কাপড় গুলো কেচে নিয়ে একটু রোদ উঠলেই দিয়ে দিন, আবার মেঘলা ওয়েদার দেখলেই তুলে নিয়ে আসুন। এইরকম ভাবে আকাশ দেখে দেখে বিষয়টা আঁচ করে জামা-কাপড় গুলি শুকিয়ে নিন।

১১. নুনঃ

ঘরে ফ্যান চললেও ঘরের মাত্রাতিরিক্ত আদ্রতার কারণে কাপড়-চোপড় দ্রুত শুকায় না।
এর জন্য একটি বাটিতে কিছুটা নুন নিয়ে ঘরের একটি কোনায় যদি রেখে দিতে পারেন তাহলে ঘরের আদ্রতা নুন দ্রুত শুষে নেবে এবং কাপড় ও তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

Sangita Chowdhury

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago