গৃহ ও জীবনযাপন

রূপোর গয়না পরিষ্কার করার সঠিক পদ্ধতি জানুন

রূপোর তৈরি গহনার রুপোলি ঔজ্জ্বল্য অন্য ধাতুর জুয়েলারীর থেকে খানিক আলাদা করেই নজর কাড়ে। রুপো নির্মিত আংটি হোক বা সাবেক নূপুর অথবা কোমরের বিছে পরাটা বঙ্গ-সংস্কৃতির আদিম রেওয়াজ-ই বলা চলে।

এগুলি একদিকে যেমন শৌখিনতা ও আভিজাত্য বহন করে অন্যদিকে রূপোর গয়না বা বাসন এর ব্যবহারকে অত্যন্ত শুভ মনে করা হয়ে থাকে। কিন্তু অন্য ধাতুর চেয়ে রূপোর গয়না মলিন হয় তাড়াতাড়ি ও হারিয়ে ফেলে তার সৌন্দর্য। এদের ফের কি করে অতি সহজে ঝকমকে অবস্থায় ফিরিয়ে আনবেন বাড়ির সামান্য কয়েকটা জিনিস দিয়েই আজ আমরা সেই উপায়গুলো দেখে নেবো।

১) টুথপেস্ট বা টুথপাওডার:

টুথপেস্ট খালি আপনার দাঁত পরিষ্কার রাখতেই নয় গয়নার রং ও ফিরিয়ে আনবে। এই দ্রব্যটি বাড়িতে সহজেই পাওয়া যায় এবং এটি দিয়ে খুব সহজেই আপনি সাফ করে নিতে পারবেন আপনার শখের গয়নাটি।

উপকরণ:

এক চামচ টুথপেস্ট বা টুথপাওডার ও একটা পরিষ্কার সুতির কাপড়।

পদ্ধতি:

প্রথমে গয়নাটি রুম টেম্পারেচার এ রাখা জলে ভিজিয়ে নিন অল্প। তারপর কাপড়ে এক চামচ পরিমাণ টুথপেস্ট বা টুথপাওডার লাগিয়ে নিয়ে হাল্কা হাতে ঘষতে শুরু করুন। দেখবেন দাগ ফিকে হয়ে আসতে শুরু করেছে। কাপড়ের জায়গায় মাইল্ড স্ক্রাব ও ব্যবহার করে দেখতে পারেন। পরিষ্কার করা হয়ে গেলে উষ্ণ গরমজলে গয়না ধুয়ে নিন ও শুকনো সাফ কাপড় দিয়ে মুছে নিন। কয়েকদিন রিপিট দাগ গায়েব হবেই।

২) নুন ও এলুমিনিয়াম ফয়েল:

অবাক হলেন বুঝি? বেশি ভাববেন না এলুমিনিয়াম এর ফয়েল ও নুন এর জোড়া ফলার উপর বিশ্বাস রাখুন কারণ কঠোর বা নাছোড় দাগ সরাতে এদের জুড়ি নেই। এলুমিনিয়াম এর ফয়েল নিয়ে চিন্তা করবেন না দোকানে সহজেই পাবেন।

উপকরণ:

১টা এলুমিনিয়াম ফয়েল এর শিট ও ২ চামচ নুন।

পদ্ধতি:

একটা বাটিতে জল নিয়ে নুন গুলে নিন। এলুমিনিয়াম ফয়েলের শিট টি হাতে টুকরো করে ছিঁড়ে নিয়ে ঐ লবণগোলা জলে দিন এবং ভালোকরে মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণে রূপোর গয়না দিন। সোডিয়াম ক্লোরাইড ও এলুমিনিয়াম এর রাসায়নিক বিক্রিয়া রূপোর উপর লেগে থাকা পরত তুলতে খুবই উপকারী। ১০-১৫ মিনিট অপেক্ষা করার পর গয়না বাটি থেকে তুলে নিন। কথা দিচ্ছি নিজের গয়না দেখে চিনতে পারবেন না। তবে বেশি নোংরা হলে সপ্তাহে একাধিকবার এই প্রসেস ট্রাই করে দেখতে পারেন। লবণ এর জায়গায় বেকিং সোডা ও চাইলে ট্রাই করতে পারেন।

৩) ডিটারজেন্ট:

এখন থেকে ডিটারজেন্ট আপনার জামাকাপড় থেকেই নয় সাধের রূপোর গয়নার থেকেও জেদি দাগ তুলতে সাহায্য করবে।

উপকরণ:

১বাটি জল ও ২ চামচ ডিটারজেন্ট এর গুঁড়ো।

পদ্ধতি:

বাটিতে উপরে উল্লেখিত পরিমাণ ডিটারজেন্ট এর গুঁড়ো মিশিয়ে একটা দ্রবণ বানিয়ে নিন ও গয়নাগুলি ডুবিয়ে রেখে দিন। এতে ময়লা অনেকটাই নিষ্কাশিত হয়ে উঠে আসে। এরপর নরম ব্রাশ দিয়ে ভালো করে ঘষে মাজুন। মাজার কাজ শেষ হলে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিন ও আর্দ্রতা যাতে না থাকে সেজন্য শুকনো পরিছন্ন কাপড় দিয়ে মুছে নিন। রূপোর কালচে দাগ তোলার এটা অন্যতম কার্যকরী উপায়।

৪) অন্যান্য ফ্যাক্টর:

যদি দাগছোপ রূপোর উপর ভয়ানক জেদি হয় তবে বাজারে এর জন্য পালিশ এর ব্যবস্থা রয়েছে সেটা দেখতে পারেন। রূপোর গয়নার দেখভাল ও কদর অন্যান্য গয়নার মেন্টেনেন্স এর থেকে বেশি লাগে। সামান্যতম অসাবধানতা কালচে দাগ ধরিয়ে দিতে পারে আপনার গয়নায়।

এই সমস্যা গুলি থেকে মুক্তি পেতে কিছুসময় অন্তর অন্তর সাফ করার অভ্যেস তৈরি করুন। রূপোর গয়না অন্য গয়নার সাথে একসাথে রাখবেন না কারণ অন্য ধাতুর সাথে সিলভার সহজেই বিক্রিয়া করে ফেলে। এই টিপস গুলো কাজে লাগিয়ে দেখুন বছরের পর বছর আপনার রূপোর জিনিসের দীপ্তি ও দ্যুতি থাকবে অক্ষত ও অমলিন।

Biswarup Parichha

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago