বাড়ির মধ্যে ঠাকুর ঘর আমাদের কাছে খুবই পবিত্র একটি স্থান। রোজ এই ঘরে আমাদের কিছুটা সময় অবশ্যই কাটে। আর এখন উৎসব অনুষ্ঠানের দিনে তো একটু বেশি সময় কাটবেই। তাই ঠাকুর ঘরের প্রতি একটু বিশেষ নজর দেওয়ার দরকার রয়েছে বৈকি!
আমাদের বাঙালিদের তো আবার বারো মাসে তেরো পার্বণ, সুতরাং সারা বছর ঠাকুর ঘরে কিছু না কিছু লেগেই থাকে। আজ তাই আপনাদের বিস্তারিত ভাবে জানাবো সারা বছর আপনারা আপনাদের ঠাকুর ঘর কীভাবে সুন্দর আর চকচকে রাখতে পারেন।
ঠাকুর ঘরে পিতলের জিনিস থাকবে না তা কি হয়! প্রদীপ রাখার জায়গা, থালা, বাসন সব ভাল ভাল জিনিসই তো পিতল দিয়ে তৈরি। আর পিতলের জিনিস ব্যবহার করতে করতে তাতে তেল পড়ে চটচটে আর বাজে দেখতে হয়ে যায়। তখন কি করবেন!
আমাদের অনেকের বাড়িতেই রূপোর প্রদীপ, ভোগের থালা, বাটি থাকে। ঠাকুরের গয়না রূপোর থাকে। সেগুলি পরিষ্কার করার নিয়মও খুব সহজ।
তাম্রপাত্র, তামার ঘট, কোশা-কুশি, ঠাকুর ঘরে তামার ব্যবহার বিপুল। আর তামার জিনিস ময়লা হলে কালচে হয়ে যায়। খুব সহজ পদ্ধতি জানাবো।
ঠাকুরের আসনের সামনে একটা জায়গা থাকে, যেখানে আমরা প্রদীপ, ধূপ এইসব রাখি। মূলত মার্বেল বা কাঠের হয় এই জায়গা। এখানে তেল পড়ে, ছাই পড়ে। আর আমরা এই জায়গাটা রোজ ধুইও না। তাই খুব ময়লা দাগ হয়ে যায় অনেক সময়ে। এক্ষেত্রে চেষ্টা করবেন রোজ না হলেও অন্তত দুই দিন ছাড়া জায়গাটা ডিটারজেন্ট স্প্রে আর গরম জল দিয়ে ধুয়ে নিতে। এতে দাগ বা ময়লা জমতে পারবে না।
ঠাকুরঘরের মেঝে হয় এমনি সিমেন্টের, না হলে গ্রানাইট পাথরের। সাধারণ সিমেন্টের হলে রোজ একবার মুছে নেবেন। তাহলে ময়লা জমবে না।
উপরের বিষয়গুলি মানার পরেও আরও কিছু জিনিস মানলে অতিরিক্ত সুফল পাবেন, যেমন ঝুল জমছে কিনা দেখে নিন ভাল করে। বিশেষ উৎসবের সময়ে নিয়ম করে ঝুল ঝেড়ে নিন।
এই কিছু জিনিস মাথায় রাখলেই সারা বছর আপনার ঠাকুর ঘর আর ঠাকুরের বাসন চকচক করবে।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…