Most-Popular

শীতের পোশাক ও নানা সরঞ্জাম তুলে রাখার আগে কি কি করবেন? যত্ন নেবেন কীভাবে?

বাড়তে থাকা তাপমাত্রা জানান দিচ্ছে এবার বিদায় নেওয়ার পালা শীতের। তবে খুব সকাল এবং রাতের দিকে একটু ঠান্ডার আমেজ থাকলেও আর সেই অর্থে প্রয়োজন পড়ছে না শীতের পোশাকের। তাই এবার সোয়েটার, জ্যাকেট, শাল, মাফলার টুপি ভাল করে কেচে আলমারিতে তুলে রাখার পালা।

এই যে একবার আলমারি বন্দী হল সামনের ডিসেম্বরের আগে এগুলির তেমন একটা কাজ নেই। তাই অন্যান্য পোশাকের তুলনায় শীতের পোশাকের প্রয়োজন বিশেষ যত্নের। জেনে নিন তুলে রাখার আগে শীতের পোশাকের যত্ন নেবেন কীভাবে।

১) উলের সোয়েটার ও পোশাক

উলের পোশাক কিন্তু অতিরিক্ত কাচা উচিত নয়। উল এমন একটা ফেব্রিক যা বারবার কাচার ফলে রোয়া উঠে এর কোমলতা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি খুব ক্ষারযুক্ত ডিটারজেন্ট বা অতিরিক্ত গরম জলে উলের পোশাক কাচলে তা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

  • উলের পোশাক কাচার জন্য সফট ডিটারজেন্ট ব্যবহার করুন। আর উলের পোশাক কাচার জন্য তা দীর্ঘক্ষণ জলে ভিজিয়ে রাখার কোনও প্রয়োজন নেই। লিক্যুইড সাবান (যেমন ইজি) ব্যবহার করে জল বদলে বদলে কেচে নিন।
  • কেচে নেওয়ার পর অতিরিক্ত নিংড়ে নেওয়া উচিত নয়। উল খুবই নরম তাই উলের পোশাককে কোনও নরম তোয়ালেতে মুড়িয়ে শুকিয়ে নিন।
  • আর সরাসরি সূর্যালোকে উন্মুক্ত করা থেকেও বিরত থাকুন, অল্প রোদে উলের পোশাক মেলুন আর উল্টো করে মেলুন।
  • কম তাপে স্টিম আয়রনে ইস্ত্রি করুন এবং ইস্ত্রি করার আগে উলের পোশাক উল্টে নিন।

২) লেদার জ্যাকেট

স্টাইলিশ দামি লেদার জ্যাকেটের যত্ন নেওয়া আজ আর কিন্তু কোনও কষ্টসাধ্য ব্যপার নয়। কম খরচে বাড়িতেই নিতে পারেন এর যত্ন। কারন বর্ষাকালে কাপড় নষ্ট হতে পারে যত্ন নিন এখন থেকেই।

  • লেদার জ্যাকেট পরিষ্কারের জন্য একটি বাটিতে সাবানের গুঁড়ো মিশিয়ে তাতে একটি সুতির কাপর ডুবিয়ে সারা জ্যাকেট ভাল করে ঘষে পরিষ্কার করে নিন। বেশি জোর দেবেন না আলতো হাতেই পরিষ্কার করে নিন।
  • এবার একটি পরিষ্কার তোয়ালে দিয়ে জ্যাকেটের জল শুকিয়ে নিন। তবে পাখা চালিয়ে কখনওই জ্যাকেট শুকোবেন না। এতে করে কিন্তু ফাঙ্গাস জন্ম নিতে পারে। তাই বলে কিন্তু আবার রোদেও শুকোবেন না, রঙ নষ্ট হয়ে যেতে পারে। ঘরের মধ্যে রেখেই শুকোন।
  • জ্যাকেট পরিষ্কারের সময় অতিরিক্ত জল ব্যবহার করবেন না। বেশি জল দিয়ে পরিষ্কার করলে কিন্তু জ্যাকেটের চামড়া নষ্ট হয়ে যেতে পারে।
  • জ্যাকেট পরিষ্কারের সময় ব্লিচ কিংবা অ্যামেনিয়া কখনওই ব্যবহার করবে না। এর ফলে কিন্তু চামড়ার জ্যাকেটে ফাটা ফাটা দাগ দেখা দিতে পারে।
  • লেদার জ্যাকেট ড্রাই ক্লিনিংও করাতে পারেন। তবে সেটি অবশ্যই খরচসাধ্য। তবে ড্রাই ক্লিনিং-এর পরে দোকান থেকে এনেই কিন্তু আলমারিতে তুলে রাখবেন না।
  • ড্রাই ক্লিনিং-এর সময় বিভিন্ন ধরণের কেমিকেল ব্যবহার করা হয়ে থাকে। তাই কয়েকদিন ঘরের স্বাভাবিক পরিবেশে রেখে তারপরই আলমারিতে তুলে রাখুন।

৩) লেপ

  • জামা কাপড়ের পাশাপাশি শীতে ব্যবহৃত লেপ-কম্বলেরও বিশেষ যত্ন নেওয়া উচিত। স্বাভাবিকভাবে এইসব জিনিসপত্রগুলি পরিষ্কার করা একটু পরিশ্রমসাধ্য। কিন্তু যত্ন নিলে তবেই কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। অন্যথা নষ্ট হয়ে যাবে।
  • শিমুল তুলোর তৈরি লেপ কখনওই জল দিয়ে ধোয়া বা ড্রাই ওয়াশ করা চলে না।
  • কিন্তু এতদিন ধরে তা ব্যবহারের পর এমনি রেখে দেওয়াও ঠিক নয়। সেক্ষেত্রে লেপ রোদে দিন। তবে তুলে রাখার আগে লেপে কভার পরিয়ে দিন।

৪) কম্বল

  • কম্বলের ওজন যদি খুব বেশি হয় তাহলে তা দোকানে নিয়ে গিয়ে কাচাই ভাল।
  • তবে কম্বল যদি তুলোর তৈরি না হয় তাহলে তা বাড়িতেই কেচে নিতে পারেন এরজন্য জলের মধ্যে খানিকটা শ্যাম্পু মিশিয়ে নিয়ে কম্বল কাচুন।

৫) গ্লাভস ও মোজা

  • উলের গ্লাভস ও মোজা ধোওয়াটা বিশেষভাবে প্রয়োজন কারণ এগুলি নোংরা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
  • গ্লাভস বা মোজায় যদি দূর্গন্ধ হয় তার জন্য জলে ভিনিগার মিশিয়ে সেই জলে ফুটিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন এগুলি।

৬) শাল

  • হেভি কাজ করা শাল যেমন কাশ্মীরি স্টিচ বা এমব্রয়ডারি করা শাল অতি অবশ্যই ড্রাই ক্লিনিং করান, এতে দামি জিনিসগুলি ভালো থাকবে বহুদিন।

বিশেষ টিপস-

  1. উলের পোশাক সর্বদা এয়ার টাইট প্যাকেটে (যেমনবড় জিপার ব্যাগ) রাখুন। এতে বাইরের সংস্পর্শ থেকে রক্ষা পাবে যার ফলে পোকা-মাকড়ের উপদ্রব ঠেকানো যাবে।
  2. ভারি কাজের শাল ভাঁজ করে রাখার চেয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখার চেষ্টা করুন। ভাঁজ করে রাখলে ভাঁজে ভাঁজে কেটে যেতে পারে নিখুঁত সুতোর কাজ।
  3. কাঠের আলমারিতে রাখার আগে বিশেষভাবে সতর্ক হওয়া প্রয়োজন। কারণ এতে পোকামাকড় খুব সহজেই বাসা বাধতে পারে। এর জন্য জামার ভাঁজে। সুতির কাপরে কর্পুর আর লবঙ্গ মুড়িয়ে রাখুন।
  4. শীতের পোশাক সারাবছর ন্যাপথলিন দিয়ে রাখুন। বিশেষত বর্ষাকালে ফাঙ্গাসের উপদ্রব বেশি হয়। তাই এইসময়ে জলীয় বাস্প থেকে দূরে রাখতে শীতের পোশাকে ভরে রাখুন সিলিকা জেল।
  5. দামি শীতবস্ত্র বা ভারি কাজের পোশাক আলমারিতে তুলে রাখার আগে তা অ্যাসিড-বর্জিত টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রাখুন।
Indrani Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago