মেকআপ

আপনি কি একজন মেকআপ আর্টিস্ট হতে চান? রইল কিছু টিপস

আপনি কি মেকআপ আর্টিস্ট হওয়ার স্বপ্ন দেখেন, অন্যকে সাজিয়ে নিজের জন্য একটা অসাধারণ কেরিয়ার তৈরির কথা ভাবেন? খুব ভালো কথা। কিন্তু এর জন্য কিছু পদক্ষেপ অবশ্যই অনুসরণ করা উচিত।

পেশাদার মেকআপ আর্টিস্ট হতে গেলে কোন ধরণের পড়াশোনা দরকার? কীভাবে এই পেশায় পা রাখবেন, ইত্যাদি। তবে এটি এমন একটি পেশা যেখানে আপনার নামটা সরাসরি যুক্ত হয়ে যায়। তাই আপনার ক্লায়েন্টের কাছে আপনার সুনাম তৈরি করাটা জরুরী।

প্রতিষ্ঠিত মেকআপ আর্টিস্ট হতে অবশ্য করনীয় বিষয়

সর্বপ্রথম প্রয়োজন হোমওয়ার্ক

প্রত্যেক রাজ্যেই একাধিক সংখ্যক মেকআপ প্রশিক্ষণপ্রাপ্ত এবং শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন মেকআপ আর্টিস্টের চাহিদা রয়েছে। মেকআপের যাবতীয় ট্রেনিং নেওয়ার পর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে- আপনি কি সেলিব্রিটিদের মেকআপ করতে চান, নাকি বিউটি স্যালোঁগুলিতে আর্টিস্ট হিসাবে কাজ করতে চান? এখন সব জায়গাতেই কাজের সুযোগ রয়েছে। অনেকে আবার বাড়িতে বিউটি পার্লার খুলেও কাজ করতে চান। তবে কোন পথ আপনি বাছবেন সেই বিষয়টি স্থির করা জরুরী আগে থেকেই।

মেকআপ ট্রেন্ড সম্পর্কে সজাগ থাকুন

মেকআপ ট্রেন্ড সম্পর্কে সজাগ থাকুন। বর্তমানে কোন ধরণের মেকআপ ট্রেন্ডে রয়েছে, কোনও নতুন ব্র্যান্ডের মেকআপ অ্যাপ্লিকেশন টেকনিকগুলি রপ্ত করুন, যেগুলি সাম্প্রতিককালে ব্যবহার করা হচ্ছে বা পরীক্ষিত হচ্ছে।

নিজেকে প্রচার করুন

এর জন্য সোশ্যাল মিডিয়ার সাহায্য নিন। আপনি যে মেকআপ আর্টিস্ট তা সকলকে জানানোটা খুব দরকার। নিজের কাজ বেশি বেশি করে শেয়ার করুন আর পেশাদারিত্ব অবশ্যই বজায় রাখুন।

মেকআপ ট্রিকস শিখুন

ফাউন্ডেশন টেস্ট করার সময় হাতে নয় গলায় অ্যাপ্লাই করুন। এই ধরণের মেকআপ ট্রিকস আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে।

প্রশিক্ষণের পরেও শেখা

প্রশিক্ষণ শেষ হল মানেই আপনার শেখা শেষ নয়। মনে রাখবেন এটি একটি প্রোগ্রেসিভ জব। নিত্য-নতুন স্টাইল অ্যান্ড ট্রেন্ড প্রতিদিন তৈরি হচ্ছে। আপনি এই পেশায় যত বেশি দিন অতিবাহিত করবেন ততই নিখুঁত হবে আপনার মেকআপ অ্যাপ্লিকেশন। তবে কোথাও সন্দেহ থাকলে বা মনে প্রশ্ন জাগলে অবশ্যই প্রশ্ন করুন আপনার থেকে অভিজ্ঞ কাউকে, যিনি কয়েক বছর ধরে এই পেশায় রয়েছেন।

যোগাযোগ স্থাপন

কাজ পেতে এই পেশায় কনট্যাক্ট তৈরি করাটা খুব জরুরী। বিশে ষত আপনি যদি ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট হন, তাহলে এই পেশার মানুষদের সঙ্গে ভালো যোগাযোগ তৈরি হলে আপনার কাজ পেতে খুব সুবিধা হবে। মনে রাখবেন একা একা কিন্তু কোনওকিছুই সম্ভব নয়।

বন্ধুত্বপূর্ণ আচরণ

আপনার ক্লায়েন্টকে রিল্যাক্স ফিল করানো আপনার দায়িত্ব। সে যাতে আপনাকে খোলাখুলি তাঁর চাহিদার কথা জানাতে পারে, যে সে কী ধরণের লুক চান, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই বন্ধুপূর্ণ আচরণ করতে হবে। হতে পারে কাউকে আপনার পছন্দ নয়, কিন্তু সেই অভিব্যক্তি চেহারায় ফুটে উঠলে মুশকিল।

নিজের একটা মেকআপ পোর্টফোলিও বানান

এতে আপনার কাজের একটা বিস্তৃত অংশ অন্তর্ভুক্ত করুন, যাতে প্রফেশনাল মেকআপ আর্টিস্টের তালিকায় প্রথম দিকে আপনার নাম উঠে আসে।

যেগুলো কখনওই করবেন না

কখনওই নিম্নমানের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করবেন না

আজকাল বাজারে ফার্স্ট কপি মেকআপ প্রোডাক্টের রমরমা। কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হতে গেলে মেকআপ প্রোডাক্টে কম্প্রোমাইজ করলে হবে না। হতে পারে প্রথমেই আপনি হাই রেঞ্জের মেকআপ প্রোডাক্ট কিনতে পারছেন না, তাই বলে নিম্নমানের পণ্যও ব্যবহার করা ঠিক নয়। কারণ একবার ক্লায়েন্টের কাছে বদনাম হলে কিন্তু তা আপনার ইমেজের পক্ষে খুব খারাপ।

কম আলোয় মেকআপ নয়

মেকআপ আর্টিস্টরা ন্যাচরাল দিনের আলোয় মেকআপ করা খুবই পছন্দ করেন। কিন্তু রাতের বেলায় আজকাল এলইডি লাইটের খুব চাহিদা রয়েছে। মনে রাখবেন ওভারহেড আলো কিন্তু মেকআপের জন্য খারাপ। আলো যেন সর্বদা ক্লায়েন্টের মুখে ফোকাস করে সেটা খেয়াল রাখবেন।

হাই হিল পরে মেকআপ নয়

মনে রাখবেন আপনাকে কিন্তু মেকআপ করার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হতে পারে। এর জন্য ফ্ল্যাট স্লিপার সবচেয়ে ভালো।

নিত্যনতুন মেকআপ ঝোঁকের বশে কিনে ফেলা নয়

বাজারে আসা নতুন ব্র্যান্ডের মেকআপ কেনার আগে তা নিয়ে আগে ভালো করে রিসার্চ করুন। সম্পূর্ণটা না জেনেই আগে অনেক টাকা দিয়ে কিনে ফেলবেন না।

কোনও বিউটি ইভেন্ট মিস করবেন না

কোথায় কোন বিউটি ইভেন্ট হচ্ছে খেয়াল রাখুন, আর পারলে তার সবকটায় যোগদান করুন। ইভেন্ট বা ওয়ার্কশপ থেকে অনেককিছু শেখার থাকে।

নিজের কাজের প্রতি অসৎ হবে না

নিজের কাজের প্রতি অসৎ হবে না। এই পেশায় কোনও শর্টকাট হয় না। ধৈর্য্য নিয়ে নিজের কাজ করে যান। পরিশ্রমের ফল কিন্তু লাভজনক হয়।

Indrani Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago