Most-Popular

বাড়িতে নিজের বিউটি পার্লার খুলুন একদম মধ্যবিত্ত বাজেটে।

রূপচর্চা ও প্রসাধন এর জন্য বিউটি পার্লারে ঢুঁ মারেন না এমন ফ্যাশন অসচেতন বঙ্গললনা বোধহয় পাওয়া দুর্লভ। বিউটি পার্লার আপনি এখন বাড়িতেই খুলতে পারেন তাও সীমিত বাজেটেই কিন্তু এর জন্য সঠিক কার্যপরিকল্পনা, নিষ্ঠা ও পর্যাপ্ত ফান্ডিং থাকা প্রয়োজন। অন্যকে পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে তোলার মাধ্যমে গৃহবধূ তথা কলেজ পড়ুয়া ছাত্রীরাও হতে পারেন স্বাবলম্বী।

আয় প্রসঙ্গ:

  • দেখুন যেকোন ব্যবসা শুরু করার আগে তার আয়ের বিষয়ে জেনে নেওয়া খুবই দরকার। এটা আখেরে আপনার ধারণা স্বচ্ছ করে এবং বিজনেস সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার কাজ সহজ করে দেয়।
  • বিউটি পার্লার খোলার আগে আপনার বিউটিশিয়ান এর কোর্স করা থাকলে খুবই ভালো হয়। তবে সম্ভব না হলে আপনি ইউটিউবে ভিডিও দেখে বা নেটে পড়াশোনা করেও মেকআপ সম্পর্কে জেনে নিতে পারেন। এই ব্যাপারে অভিজ্ঞদের কাজেও রাখতে পারেন।
  • এটির প্রফিট কিন্তু মার্কেট এবং কাস্টমারের উপর নির্ভরশীল। একটা নিয়মিত কাস্টমারের গড় আনাগোনা থাকলে মাসে প্রাথমিক ভাবে ৮-১০হাজার টাকা আয় করতে পারবেন।
  • ব্রাইডাল মেকআপ এর জন্য এক্সট্রা দাম আপনি বাড়াতেই পারেন। বিয়ের সিজিনেও আপনার রেট চার্ট বেশি দাম বাড়াতে পারেন। পুজোর সময়ও আপনি উপরি রোজগার করতেই পারেন।
  • কোনো ব্র্যান্ড বা ফ্রাঞ্চাইজি নিলে যেমন হাবিব ইত্যাদি তাতে বিনিয়োগ মূলধন ও লাভের অঙ্ক অনেকখানি বেড়ে যায়।

ইনভেস্টমেন্ট:

বিউটি পার্লার শুরুর জন্য যথাযথ বিজনেস প্ল্যান থাকা অনিবার্য। যার থেকে কিভাবে মূলধন ভাগ করে কোন কোন খাতে খরচ করবেন তা স্পষ্ট হয়ে যায়। এর জন্য এককালীন নিজের সঞ্চিত অর্থ বা ব্যাংক থেকে লোন ও নিতে পারেন।
যে যে বিষয় গুলোর উপর নজর দেবেন।

পরিকাঠামো গত মূল্য:

  • ভালো ঘর থাকবে যেখানে ভেন্টিলেশন ও উপযুক্ত পরিবেশ রয়েছে। কমপক্ষে ৭০০-৮০০ স্কোয়ার ফিট এর জায়গা বরাদ্দ করলে আদর্শ হয়।
  • একটা ওয়েটিং রুম এর ব্যবস্থা যেখানে কাস্টমাররা অপেক্ষা করতে পারবেন। আয়তন কমপক্ষে ২০০ স্কোয়ারফুট হলে ভালো হয়।
  • এছাড়াও ইলেকট্রনিক যন্ত্রপাতি ফিট করার সুবিধা। আসবাবপত্র প্লেসিং এর জন্য জায়গা থাকতে হবে।
  • অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য গাছপালা ও টব রাখার স্পেস এবং বিউটি প্রোডাক্টস রাখার জন্য ডিসপ্লে সেল্ফ এর ব্যবস্থা।

আবশ্যিক উপযোগী জিনিসপত্র:

  • পর্যাপ্ত বিদ্যুৎ এর সরবরাহ অর্থাৎ কমপক্ষে ৪-৫টা প্লাগ পয়েন্ট থাকে এবং তাতে যাতে বাধাহীন ভাবে ইলেকট্রিক পাওয়া যায়।
  • লোডশেডিং হলে পরিসেবায় যাতে বিঘ্ন না ঘটে সেজন্য তার জন্য ইনভার্টার এর বিকল্প এর যোগান।
  • জল সরবরাহের সুযোগ সুবিধা ইত্যাদি।
  • ঠিকঠাক নিকাশি ব্যবস্থা কারণ এই কাজে বর্জ্যের উৎপাদন হয় বেশি।

কাঁচামাল:

এই স্টেপে কিছু বেসিক কাঁচামাল লাগবে যা বিউটি ট্রিটমেন্টের জন্য জরুরি। এগুলো হার্বাল বা ব্র্যান্ড যেরকম প্রোডাক্ট নেবেন তার উপরে দাম এর পার্থক্য চেঞ্জ হবে।

  • হার্বাল ক্রিম
  • সোপ
  • শ্যাম্পু
  • ফেস ক্রিম
  • ফেস প্যাক
  • লোশন
  • হেয়ার অয়েল
  • মেসেজ অয়েল
  • হেনা পাউডার
  • থ্রেডিং এর জন্য থ্রেড
  • হেয়ার কালার ও নেল পলিশ
  • ওয়াক্স

অন্যান্য খরচ:

  • ন্যাপকিন
  • টাওয়েল
  • হেনা ব্রাশ
  • স্টাইলিং ক্যাপ
  • হেডব্যান্ড
  • স্প্রে বোতল
  • ওয়াক্স মেল্টনার
  • মেকআপ রিমুভার
  • আন্দাজমতো পঞ্চাশ হাজার টাকা অব্দি খরচ ধরে রাখতে পারেন এই বিষয়।

বিউটি সরঞ্জাম:

  • এই লিস্টটা শুধুমাত্র সাধারণ বিউটিপার্লার এর জন্য। এর সাথে স্পা যুক্ত করলে তার হেরফের হতে পারে।
  • ভেপার বিউটি মেশিন(গরম ও ঠান্ডা)
  • ব্ল্যাকহেড এক্সট্রাক্টর
  • ভাইব্রেটর(ফেস ও বডি উভয় 2 সেট)
  • হেয়ার ড্রায়ার
  • চুল বাঁধার ক্লিপ
  • কাঁচি ও ট্রিমার
  • হেয়ার ডায়ার
  • হেয়ার স্ট্রেটনার
  • ম্যানিকিউর ও প্যাডিকিউর সেট
  • নেল পলিশ ৩ সেট
  • এই সমস্ত খরচ আপনার ১০হাজার এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে।

আসবাবপত্র:

কাস্টমারদের আরামদায়ক পরিবেশ ও স্বাচ্ছন্দ্য এর জন্য আসবাবপত্র এর ভূমিকা অনেক। এটার উপর যেহেতু বিজনেস এর মূল কাঠামো দাঁড়িয়ে তাই এই ব্যাপারে আপস না করে ভালো কোয়ালিটি মেটিরাল দেবার চেষ্টা করবেন। তাতে মডার্ন লুক দেবে।

  • ট্রলির ব্যবস্থা জিনিসপত্র বয়ে নিয়ে যাবার জন্য।
  • ফেসিয়াল চেয়ার
  • মেসেজ বেড
  • লেগ মেসাজার
  • আয়না
  • সোফা ইত্যাদি
  • মোটামুটি খরচ ৩০-৪০হাজার ধরে নিয়ে চলুন।

স্টাফ স্যালারি:

  • প্রথম পর্যায়ে স্টাফ রাখবেন কিনা কিংবা আপনার বাড়ির লোক যদি হেল্প করে তবে সেটা আপনার সিদ্ধান্তের উপর নির্ভরশীল। কিন্তু পরবর্তীতে বিজনেস এর উন্নতি হলে তখন ক্লায়েন্ট মেনেটেন এর জন্য আপনাকে স্টাফ রাখতেই হবে।
  • এক্ষেত্রে স্কিল্ড ও আনস্কিল্ড উভয় কর্মচারীর দরকার পড়বে আপনার।
  • আপনি নিজে যদি একাউন্ট সামলে দিতে পারেন এবং সবকিছু সুপারভাইজ করে নিজেও কাজে অংশ নেন তবে আনুমানিক বিউটিশিয়ান ও অদক্ষ কর্মচারী জনপ্রতি ৫-৭হাজার ও ২-৩ হাজার টাকা পড়বে।

লাইসেন্স ও ট্যাক্স:

  • আপনার বিউটি পার্লার খুলতে হলে আগে লোকাল অথরিটির থেকে পারমিশন নিয়ে কাগজপত্র ঠিক রাখুন। লাইসেন্স এর জন্য আবেদন করুন।
  • এছাড়াও বর্তমানে জিএসটি ট্যাক্স এ রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক। যদিও বার্ষিক ইনকাম কুড়ি লক্ষ টাকা না ছাড়ালে আপনাকে কর দিতে হবেনা। তবুও এটি করতে হবে।
  • কাস্টমারদের বিশ্বাসযোগ্যতা বাড়বে এতে এবং আপনি ও আইনি দিকদিয়ে স্বচ্ছ থাকবেন। তাদের ইনভয়েস দিতে পারবেন।

বিউটি সার্ভিস রেট চার্ট:

  • প্রতি পার্লারে নিজস্ব রেটচার্ট থাকে লোকেশন, কি কি পরিষেবা দিচ্ছেন ও কাস্টমারের প্রকৃতির উপর ভিত্তি করে। তবু আমরা একটা এভারেজ রেট চার্ট দেওয়ার চেষ্টা করলাম আপনাদের বোঝার সুবিধার্থে।
  • ফেসিয়াল ৫০০ টাকা
  • হেয়ার কাট ২৫০ টাকা
  • ম্যানিকিউর ও প্যাডিকিউর ২০০ টাকা
  • এন্টি এজিং ট্রিটমেন্ট ৬০০ টাকা
  • থ্রেডিং ও প্লাকিং ২০ টাকা ও ৫০ টাকা
  • নিজের খরচ এর উপর লাভ যোগ করেই মূল্য নির্ধারণ করুন অন্য বিউটি পার্লারের দাম দেখে নয়। যদিও বাজারদর বুঝেই সব ঠিক করবেন কারণ এটা প্রতিযোগিতার যুগ।

টিপস:

  • ইন্টেরিয়র ও এমবিএন্স আকর্ষণীয় করে তুলুন। অনেকসময় কাস্টমার এর সাথে তাদের বাচ্চারাও আসে তাদের ভালো লাগবে এমন কিছু করুন। এছাড়াও ম্যাগাজিন ও টিভি রাখতে পারেন যাতে ভিড়ের সময় অপেক্ষা করতে করতে গ্রাহক বোর না হন।
  • অর্গানিক মেকআপ ব্র্যান্ড ব্যবহার করার চেষ্টা করুন। এতে কাস্টমারদের কাছে ভালো বার্তা যাবে এবং এটা প্রকৃতি বান্ধবও।
  • নিজের দোকানের লোকেশন গুগুল ম্যাপে অবশ্যই দিন। জাস্টডায়াল ও সুলেখার মতো ওয়্যাবসাইট এও লিস্ট করে রাখুন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালান।
  • গ্রাহকদের সন্তুষ্টির খেয়াল রাখুন। খদ্দের তো ভগবানই। এক্সটেরিওর ডেকোরেশন এ নামধাম ভালো করে সাজান ও আলো দিন যাতে আপনার দোকানটা আলাদা করে চোখে পড়ে।
  • নেল ডিজাইনিং এর চাহিদা খুব বেড়েছে আজকাল। পারলে একজন নেল আর্টিস্ট রাখতেই পারেন।ভালোই জনপ্রিয়তা পাবেন।
  • লোগো লাগান দোকানের। কাগজে বিজ্ঞাপন দিতে পারেন এবং বিজনেস কার্ড বা লিফলেট ও বিলি করতে পারেন।
  • এই ফিল্ডে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিন।
Nandini Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago