স্কিন কেয়ার

নখ বড় করার আগেই ভেঙ্গে যায়? ট্রাই করুন ৬টি ঘরোয়া উপায়

আজকালকার দিনে ফ্যাশনে আপডেট থাকার জন্য সব মেয়েরাই চান বড় আর লম্বা নখ।‌ কিন্তু অনেকেরই নখ লম্বা হওয়ার আগেই ভেঙে যায়। আর নখ ভেঙে যাওয়ার চাইতে কষ্টকর বোধহয় আর কিছু হয় না।

আজকে তাই নখ লম্বা ও বড় করার ছয়টি ঘরোয়া উপায়ের কথা বলবো। আর তার সাথে এমন চারটি ভুলের কথা বলবো যে ভুল গুলির জন্য আমাদের নখের বৃদ্ধি ক্ষমতা চলে যায়। তাই ঘরোয়া পদ্ধতি বাড়িতে ট্রাই করলে আর চারটি মারাত্মক ভুল এড়িয়ে চললেই নখ খুব দ্রুত বড় হয়ে যাবে।

১. অলিভ অয়েল

একটি পাত্রে অলিভ অয়েল নিন। এরপর অলিভ ওয়েলটি কুসুম গরম করে নিন। কুসুম গরম এই অলিভ এবার নিজের নখটি ডুবিয়ে রাখুন। এই কাজটি একদিন অন্তর অন্তর করুন। এমনটা করলে আপনার নখ শক্ত হয়ে যাবে। নখ নরম থাকার কারণেই বারবার ভেঙে যায়। তাই নখ শক্ত হয়ে যাওয়ার ফলে নখ আর অল্পতে ভেঙে যাবে না।

২. নারকেল তেল

নখের ওপর প্রতিদিন যদি নারকেল তেল ম্যাসেজ করেন তাহলে নখ তাড়াতাড়ি বাড়বে।

৩. কমলালেবুর রস

কমলা লেবুর রসে দশ মিনিট ডুবিয়ে রাখুন নখ। দশ মিনিট হয়ে গেলে হাতটা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর হাতে কোন ক্রিম লাগান। এতে নখ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে।

৪. লবণ

একটি পাত্রে হালকা কুসুম গরম জল, একটু লবণ আর এক চামচ অলিভ অয়েল নিয়ে ভালোমতো মিক্স করুন। এরপর এই মিশ্রণের পনেরো থেকে কুড়ি মিনিট নখ ভিজিয়ে রাখুন।

৫. ভেসলিন

একটা পাত্রে এক চামচ ভেসলিন নিন, একটু অলিভ অয়েল নিন আর একটু ভিটামিন ই অয়েল নিন। ভিটামিন ই অয়েল না থাকলে দুটো ভিটামিন ই ক্যাপসুল ও নিতে পারেন। এইবার পুরো মিশ্রণটা ভালো করে মিক্স করুন। তারপর এটা নখের মধ্যে ভালো করে লাগান। তারপর নখটাকে পাঁচ মিনিট ধরে মেসেজ করুন। এরপর সারারাত এটি রেখে দিন। সকালবেলা উঠে এটি জল দিয়ে ধোবেন। এটি নখকে শক্ত বানানোর পাশাপাশি নখের দ্রুত বৃদ্ধি ঘটাবে। যার ফলে নখ আর ভেঙে যাবে না।

৬. লেবুর রস

একটি পাত্রে তিন চা চামচ অলিভ অয়েল দিয়ে নিন। এর মধ্যে এক চামচ লেবুর রস দিন।এরপর এই তেলটাকে একটু কুসুম গরম করে নিন। এই পাত্রে নখ ডুবিয়ে রাখুন। রোজ এইভাবে করলে নখ বৃদ্ধি পাবে।

নখের বৃদ্ধির জন্য যে ভুলগুলি করা একেবারেই চলবে না

১. বদ অভ্যাস ত্যাগ

অনেক মানুষকেই দেখা যায় যে তারা অলস সময় চুপচাপ বসে থেকে দাঁত দিয়ে কামড়ে তুলছে নখ। নখ একটু বড় হলেই তারা দাঁত দিয়ে কেটে দেন। এতে নখের বৃদ্ধির ক্ষমতা চলে যায়। নখ যদি বাড়াতে চান তাহলে নখ খাওয়ার বদ অভ্যাসটা সবার আগে ছাড়তে হবে।

২. নেল আর্ট

অনেকেই ফ্যাশনে আপডেট থাকার জন্য নেইল আর্ট করাতে গিয়ে নখের জেল ও অ্যাক্রোলিক লাগান। এতে নখের স্বাভাবিক বৃদ্ধি কমে যায়।

৩. নেলপলিশ

নেলপলিশ একটু উঠে গেলে অনেকে নখ দিয়ে খুঁটে খুঁটে বাকি নেলপালিশটাও তুলে দেয় এর ফলে নখের বৃদ্ধি কমে যায়।

৪. বেসকোট

নেলপালিশ করার আগে অবশ্যই বেস কোট লাগান। সরাসরি নখে নেলপালিশ দিলে নখের ক্ষতি হয়। এর ফলে নখের বৃদ্ধি ব্যাহত হয়।

স্পেশাল টিপস

নখকে পরিস্কার ও সাদা করবার জন্য স্পেশাল টিপস-নখে অনেক সময় হলদে ভাব দেখা যায়। এই হলদে ভাব কাটাতে ও নখকে আর ও বেশি সাদা করে তুলতে চাইলে একটি পাত্রে একটু টুথপেস্ট নিন ও তার মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস নিন। এরপর এই মিশ্রণটি ভালোমতো মিক্সড করুন। তারপর এটি নখের মধ্যে লাগিয়ে নিন। এরপর একটি টুথব্রাশ নিয়ে নখটি ঘষে নিয়ে ভালো মত পরিষ্কার করে নিন। আর সব শেষে জল দিয়ে নখ ধুয়ে নিন। এটি করলে নখের হলদে ভাব চলে যাবে আর নখ সাদা ও সুন্দর হয়ে উঠবে।

Sangita Chowdhury

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago