পিঠা-পুলির দেশ আমাদের এই বাংলাদেশ। বাঙালীর জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে হরেক রকমের পিঠা। নবান্ন, শীত, পৌষ পার্বণ কিংবা বিয়ের আয়োজন – সবকিছুই অপূর্ণ থেকে যায় পিঠা ছাড়া। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, লোকজ ও নান্দনিক সংস্কৃতিতে পিঠা-পুলি খুবই আদরণীয় ও গুরুত্বপূর্ণ।
এখনও বাংলাদেশের অনেক অঞ্চলের মানুষের পিঠা-পুলি ছা ড়া ঈদ হয় না। ঈদে কিংবা পূজার আয়োজনেও পিঠা থাকেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল অনুষ্ঠান আয়োজনে পিঠার কোনো না কোনো আইটেম থাকেই।
বিয়েতে ডালায় করেও বর-কনের বাড়িতে পিঠা আদান-প্রদানের প্রচলন রয়েছে। পিঠা কেবল রসনা নয়, সহিত্য ও চারুকলারও অন্যতম প্রধান উপাদান। বাংলা গান-কবিতায়ও পিঠাপুলির উল্লেখ রয়েছে। এদেশের পিঠার স্বাদে মুগ্ধ হয়েই কবি সুফিয়া কামাল লিখে গেছেন –
“পৌষ-পার্বণে পিঠা খেতে বসি খুশীতে বিষম খেয়ে,
আরও উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে।”
স্বাদ ও ঐতিহ্যে ভরপুর বিভিন্ন পিঠা রয়েছে এদেশের নানান অঞ্চল জুড়ে। যেমন বরগুনার চুইয়া পিঠা, নোয়াখালীর খোলাজা পিঠা, গাজীপুরের সেহুই কিংবা ফুল পিঠা, পুরান ঢাকার খিরসা-মালাই পাটিসাপটা ইত্যাদি। এছাড়াও রয়েছে ভাপা পিঠা, চিতই পিঠা, ম্যারা পিঠা, পুলি পিঠা, ছাঁচের পিঠা, কলই পিঠা, মালপোয়া, লবঙ্গ-লতিকা, পানতোয়া, গোকুল পিঠা, ফুল ঝুরি, দুধ পুলি আরো কতশত পিঠা। এক জেলার পিঠার কদর রয়েছে অন্য জেলাগুলোতেও।
এরকমই একটি জনপ্রিয় ও মুখরোচক পিঠা হচ্ছে বিবিখানা পিঠা। ধারণা করা হয় রাজা বিক্রমাদিত্যের সময় থেকে এই পিঠার প্রচলন হয় এবং এখনও এটি অতি জনপ্রিয় একটি পিঠা। বাংলাদেশের ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার বিখ্যাত একটি পিঠা হচ্ছে এই বিবিখানা পিঠা। এই বিবিখানা পিঠার আঞ্চলিক নাম শুনলে অবাক হবেন। একে “জামাই ভুলানো পিঠা” বলা হয় শরীয়তপুরের গ্রামাঞ্চলে।
কেন জানেন? এই পিঠা তৈরি করা কিন্তু খুব সহজ কাজ নয়। যে এই পিঠা তৈরি করে তাকে অনেক সক্ষমতা, পারদর্শীতা ও গুণের পরিচয় দিতে হয়। সাধারণত পিঠা বাড়ির কনে-বউরাই তৈরি করে। কনে বা বৌদেরকে গ্রামের ভাষায় বিবিও বলা হয়। সেখান থেকেই এই পিঠার নাম হয় বিবিখানা পিঠা।
আবার এই মজার পিঠা খাইয়েই নাকি বিবিরা তাদের স্বামীদের বশ করে ফেলেন। তাই বলা হয় জামাই ভুলানো পিঠা। আবার অনেকে বলেন, পুরনো আমলে কোনো এক ধনীর গিন্নি মানে বিবির জন্য প্রথম তৈরি করা হয়েছিলো এই পিঠা। সেই থেকেই আগেকার দিনের বিবিরা এই পিঠা খেতে পছন্দ করতেন বলে এর নাম হয় বিবিখানা পিঠা।
এই বিবিখানা পিঠা তৈরি করা খুব সহজ নয়। আবার একটু চেষ্টা করলে খুব কঠিন কিছুও নয়। তো চলুন আজ জেনে নেই কিভাবে তৈরি করবেন শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী এই বিবিখানা পিঠা।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…