Most-Popular

শেহনাজ গোল্ড স্কিন রেডিয়েন্স টাইমলেস ইউথ ফেসিয়াল স্টেপ বাই স্টেপ করুন ঘরে

শীতের হিমের হাওয়া ইতিমধ্যেই বইতে শুরু করে দিয়েছে। সাথে সাথে আপনাদেরও নিশ্চয়ই একের পর এক বিয়ে বাড়ি, পার্টি, পিকনিকের নিমন্ত্রণ আসতে শুরু করে দিয়েছে। যাদের হাতে আর একদম সময় নেই পার্লারে গিয়ে ফেসিয়াল করার। তাদের জন্য আজকের এই লেখা দারুন হেল্পফুল।

চিন্তা নেই, বাড়িতে বসেই করে নিতে পারেন গোল্ড ফেসিয়াল। তাও আবার খুব সহজ একটি ফেসিয়াল কিটের সাহায্যে। আপনার ত্বকের ধরণ যেমনই হোক না কেন আপনার চটজলদি ফেসিয়াল কিট হতে পারে এই শেহনাজ গোল্ড স্কিন রেডিয়েন্স টাইমলেস ইউথ কিট।

প্রথমে জেনে নিন এই গোল্ড ফেসিয়াল ত্বকের কী কী উপকার করে-

  • প্রথমত এই ফেসিয়ালে থাকা উপকরণগুলি প্রত্যেক ধরণের ত্বকের জন্য খুবই ভালো। যেকোনও স্কিনের জন্যই এটি উপযুক্ত।
  • এটি অত্যন্ত নমনীয়, যা খুব সহজেই ত্বক শোষণ করে নিতে পারে।
  • এই ফেসিয়াল আপনার ত্বককে রিজ্যুভিনেট করতে সাহায্য করে।
  • ত্বককে নরম ও আর্দ্র রাখে, ত্বকের তারুণ্য বজায় রাখতে সাহায্য করে।
  • শুধু তাই নয়, এই ফেসিয়াল কিট ত্বকের ওপরের মৃত কোষগুলিকে নরম করে এবং তা খুব সহজেই দূর করতে বিশেষভাবে সাহায্য করে।
  • এই কিটটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং এনজাইম সমৃদ্ধ হওয়ায় এটি ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। পাশাপাশি বার্ধক্যের লক্ষণগুলিকেও দূর করে।
  • সর্বপরি এতে থাকা গোল্ড লিফ ত্বকের উজ্জ্বলতা দ্বীগুণ করে দেয় কয়েক ঘণ্টার মধ্যে।

শেহনাজের গোল্ড স্কিন রেডিয়েন্স টাইমলেস ইউথ কিটে কী কী উপকরণ থাকে

  1. ২৪ ক্যারাট গোল্ড প্লাস অ্যান্টি এজিং এক্সফোলিএটিং স্ক্রাব।
  2. নেচার’স গোল্ড স্কিন রেডিয়েন্স জেল।
  3. শেহনাজ হুসেন ময়েশ্চারাইজিং ক্রিম।
  4. নেচার’স গোল্ড প্লাস বিউটিফাইং মাস্ক।

স্টেপ বাই স্টেপ কিভাবে এটি ব্যবহার করবেন

ব্যবহার করার পদ্ধতি লেখার আগে একটি বিষয় বলা প্রয়োজনীয়। কম বেশি হলেও সব রকমের প্রোডাক্টে কেমিক্যাল থাকে, যা সাধারন ভাবে ক্ষতিকর নয়। কিন্তু যাদের অ্যালার্জি, র‍্যাস, সেন্সিটিভ স্কিন বা স্কিনের সমস্যা আছে, তারা ব্যবহার করার আগে পরীক্ষা করে নেবেন। খুবই সহজ এটি। কানের পাশে প্রোডাক্টি লাগিয়ে নিয়ে ৩০ মিনিট মত রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে নিন। যদি ২৪ ঘণ্টার মধ্যে চুলকানি, লাল হয়ে যাওয়া বা অন্য কোন সমস্যা দেখা না দেয় তবেই তা ব্যবহার করুন। এটি সব রকমের প্রোডাক্ট বা টিপস ব্যবহারের আগে অ্যাপ্লাই করে নেওয়া উচিত।

স্টেপ ১

  • যেকোনও ফেসিয়াল কিট ব্যবহার করার আগে ত্বককে খুব সুন্দর করে পরিষ্কার করা জরুরী।
  • এর জন্য আপনার রেগুলার ফেসওয়াশ দিয়ে আগে মুখটা ভালো করে ধুয়ে নিন। বা প্রয়োজনে কোনও ক্লিনজারও ব্যবহার করতে পারেন।
  • কারণ গোল্ড ফেসিয়াল করার আগে মুখে যদি ময়লা জমে থাকে তাহলে ফেসিয়ালের অর্থই বৃথা হয়ে যাবে।
  • তাই প্রথমেই প্রয়োজন মুখ খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া।

স্টেপ ২

  • মুখ খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে ২৪ ক্যারাট গোল্ড প্লাস অ্যান্টি এজিং এক্সফোলিএটিং স্ক্রাবটি আঙুলে করে নিয়ে সারা মুখে স্ক্রাবিং করে নিতে হবে।
  • প্রথমে ক্লক-ওয়াইজ, তারপর অ্যান্টি ক্লক-ওয়াইজ ভাবে আলতো হাতে স্ক্রাবিং করে নিন।
  • মনে রাখবেন স্ক্রাবিং করার সময়ে বেশি জোরে ঘষবেন না, তাহলে কিন্তু ত্বকে রিঙ্কলস চলে আসতে পারে।
  • স্ক্রাবিং হয়ে গেলে জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন।

স্টেপ ৩

  • এরপর ব্যবহার করুন শেহনাজ হুসেনের ময়েশ্চারাইজিং ক্রিমটি। এটিও খুল অল্প পরিমাণে হাতের তালুতে নিয়ে আসতে আসতে মুখে মাখুন।
  • ফেসিয়ালে ময়েশ্চারাইজেশানের পার্টটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ।
  • তাই আঙুলের সাহায্যে আলতো করে ত্বকের ওপর ময়েশ্চারাইজারটি অ্যাপ্লাই করে নিন।
  • এটি ততক্ষণ মাসাজ করবেন যতক্ষণ না জেলটি ত্বকে পুরোপুরিভাবে শুষে যায়।

স্টেপ ৪

  • এরপর মুখে ময়েশ্চার এনহ্যান্সার ব্যবহার করে নিন। এরপর ব্যবহার করুন গোল্ড স্কিন রেডিয়েন্স জেল।
  • এই জেলটি হাতের তালুতে নিয়ে সারা মুখে ধীরে ধীরে মাসাজ করতে থাকুন।
  • মনে রাখবেন এটি কিন্তু ২৪ ক্যারাট গোল্ড জেল। তাই এটি ততক্ষণ মাসাজ করবেন যতক্ষণ না জেলটি ত্বকে পুরোপুরিভাবে শুষে যায়।
  • এরপর একটা আর্দ্র কটন বলের সাহায্যে মুখটা পরিষ্কার করে নিন।

স্টেপ ৫

  • এবার সবশেষে যে বিষয়টি ছাড়া আপনার ফেসিয়াল অসম্পূর্ণ থেকে যাবে, তা হল গোল্ড প্লাস বিউটিফাইং মাস্ক।
  • এই মাস্কটি খুব ভালো করে মুখে এবং গলায় লাগান, ঠোঁট এবং চোখের চারিপাশের অংশ একেবারে বাদ দিন।
  • এইভাবে ১৫মিনিট মাস্কটি মুখে রেখে আর্দ্র কটন বল দিয়ে তুলে দিন।
  • খেয়াল রাখবেন ফেসিয়াল করার সাথে সাথে বাইরে না বেরনোর। অকেসানে যাওয়ার একদিন আগে ব্যবহার করবেন। নেক্স দিন বেশি গ্লো করবে মুখ।

অনলাইনে অ্যামাজন ডট ইন থেকে এই ফেসিয়াল কিট কিনতে পারেন। এতে ক্লিক করে শপিং সাইটে যেতে পারেন ? শেহনাজ গোল্ড স্কিন রেডিয়েন্স টাইমলেস ইউথ ফেসিয়াল কিট

Indrani Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago