Most-Popular

কাশ্মীর বা সিমলা নয় বরং হানিমুনে ঘুরে আসুন এই অফবিট জায়গায়

আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী, সে যে আপনার জীবনে কতখানি মূল্যবান তা বোধহয় বলার অপেক্ষা রাখেনা। তার মন পেতে কত কিছুই না করেন আপনি। বিয়ের পর একে অপরকে চেনা এবং আলাদা করে সময় দেওয়ার ব্যাপারটাও প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায় বৈ কি!

তাই নিজের কাছের মানুষটিকে তাক লাগিয়ে দিতে তথাকথিত টুরিস্ট ডেস্টিনেসন ছেড়ে বেরিয়ে পড়ুন ভিড় এড়ানো এই অফবিট জায়গা গুলোতে। জঙ্গল ধরে পথ চলা, ক্যান্ডেল লাইট ডিনার ও মন মাতানো এডভেঞ্চার এর সাক্ষী হয়ে থাকুক আপনাদের আগামীর সম্পর্কের বুনিয়াদ।

বিয়ের দীর্ঘ পরিকল্পনা, এবং অনুষ্ঠানের ধকল পেরিয়ে আসার পর হানিমুন এর জন্য প্ল্যানিং করা সত্যি খুবই দুর্বিসহ হয়ে ওঠে। তাই আপনাদের সুবিধার্থে থাকলো এই জায়গাগুলোর খোঁজ।

১) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

  • একদা ছিল কালাপানি ও দ্বীপান্তর এর বিভীষিকা যা আজ হয়ে দাঁড়িয়েছে ইতিহাস, প্রকৃতি ও জীবন বৈচিত্রের মেলবন্ধন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মোট ৫৭৪টি দ্বীপ রয়েছে যার মাত্র ৩৬টি ভ্রমণের জন্য উন্মুক্ত।
  • প্রথমেই যেটা অন্য পর্যটন স্থান গুলির থেকে একদম আলাদা তা হলো এখানের উপজাতিদের জীবনশৈলী। জারওয়া, অঙ্গা, সেন্টিনেলিজ, সাম্পেনদের অভিনব জীবনযাপন আমাদের সভ্যতা থেকে একদমই আলাদা।
  • করভিন কোভ বীচের গোধূলি বেলার দৃশ্য আপনাদের দুজনের একান্ত মুহূর্তের যুৎসই উপকরণ হয়ে উঠতেই পারে।
  • ১৯১০সালে নির্মিয় হওয়া সেলুলার জেল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে মূর্ত করে রেখেছে প্রতিটি ধাপে।
  • বারতাং দ্বীপের জারোয়া সংস্কৃতি দেখার জন্য আদর্শ। রেন ফরেস্টের মধ্যে বন্ধুরপথ ও ম্যানগ্রোভ এর সৌন্দর্য উপভোগ করতে করতে পাড়ি দিন লাইমস্টোন কেভ এ। দর্শন করুন মহাকাল এর বিগ্রহ।
  • ত্রুজিং করুন হ্যাভলক আইলেন্ড এ যেখানে ভাগ্যবলে ডলফিন এর ও দেখা মিলতে পারে। নীল দ্বীপে স্কুবা ডাইভিং, লাইট হাউস, মাউন্ট হারিয়েট এবং চ্যাথাম দ্বীপে এশিয়ার সবচেয়ে পুরনো কাঠ চেরাই এর কল মিস করবেন না।
  • দেখার জন্য সময় – ১০-১২ দিন। বাজেট – ১৮০০০ জনপ্রতি। পোর্টব্লেয়ার বিমান বন্দর এ নামতে হবে।

২) কচ্ছের রণ

  • এই শীতে আপনাদের রোমান্টিসিজম এর উষ্ণতাকে চাঙ্গা করতে গুজরাটের মরুভূমি কচ্ছের রণ হাজির।
  • দূর থেকে দেখলে মনে হয় যেন আদিগন্ত বেড়ে চলা শুভ্র বরফের আস্তরণ। আরব সাগরের কাছ থেকে শুরু করে এর বিস্তৃতি সিন্ধুনদ এর মোহনা পর্যন্ত।
  • সাদা লবণের বিস্তৃত ক্ষেত্রের ওপর রাতের জোৎস্না পড়ে এক অতীন্দ্রিয় মায়াবী জগৎ সৃষ্টি করে। নাগাল না পাওয়া সমুদ্র সৈকত, ঐতিহ্যবাহী প্রাসাদ, মন্দির, অভয়ারণ্য সবকিছু দিয়ে পরিবৃত এই অপূর্ব জায়গা।
  • কচ্ছের রণ হলো মূলত লবনাক্ত জলাভূমি যার ব্যাপ্তি রয়েছে ৫০০০ বর্গকিমি জুড়ে। এখানে শীতকালে পরিযায়ী পাখি ফ্লেমিংগো, পেলিকান ইত্যাদির দেখা মেলে সহজেই। কচ্ছ এর অন্যতম ঐতিহ্যবাহী হস্তশিল্প ও নকশার কাজের জন্য সবচেয়ে আকর্ষণীয় হলো ব্লক প্রিন্টিং।
  • যার রং ও সংস্কৃতি দুটোই প্রাচুর্যপূর্ণ। তারপর অবশ্যই ভিজিট করুন কালা দুঙ্গার বা কচ্ছ এর সর্বোচ্চ স্থান(উচ্চতা ৪৫৮মিটার) এবং দর্শন করতে পারেন ধোলাভিরা যা সিন্ধুসভ্যতার নানা প্রাচীন ঐতিহাসিক নিদর্শন বহন করছে।
  • এছাড়াও দেখতে পারেন কচ্ছ ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারি। ঘোরার সময় ৩-৪দিন। বাজেট ৯০০০ জনপ্রতি। নিকটবর্তী স্টেশন ভুজ।

৩) মুন্নার

  • ঈশ্বরের নিজের দেশ, কেরালার দক্ষিণ পশ্চিম কোন ঘেঁষে আরবসাগরের কোলে পাইনগাছের সারি ও জীববৈচিত্র নিয়ে অঢেল সৌন্দর্যের জায়গা হলো মুন্নার।
  • মুধির পূজা, নাল্লাথানি, কুণ্ডলী নদীর ত্রিবেণী সঙ্গমে মুন্নারের আবহাওয়া মধুচন্দ্রিমা অনুষঙ্গের দ্যোতক। প্রথমে ঘুরে নিন ইরাবিকুলুম জাতীয় উদ্যানে যা হলো বিপন্ন প্রজাতির নানা জন্তু ও পাখিদের আশ্রয় স্বর্গ।
  • এখানে আনাইমুদি শৃঙ্গে ট্রেকিং করতে করতে কুয়াশায় মোড়া চা বাগিচাগুলি আপনার চোখে আরাম দেবে তা চোখ বুজে বলে দেয়া যায়। এরপর মাত্তুপেটি ড্যাম এবং সেখানে কাপল বোটিং করে সময় কাটাতে পারেন।
  • চেখে দেখতে পারেন বিখ্যাত রিসোর্টে সি ফুড প্ল্যাটার। তারপর টপ স্টেশন যা ১৭০০মিটার উচ্চতায় অবস্থিত এবং সেখানের মূল আকর্ষণ হলো নিলাকুঞ্জীরি ফুল যা ১২ বছরে ফোটে মাত্র একবার।
  • ছোট করে পিকনিক সারতে পারেন পল্লীভাসলে ও চা সংক্রান্ত নানা অভিনব তথ্যের সন্ধান পেতে পারেন চা মিউজিয়াম এ।
  • কোচি থেকে গাড়ি করে আস্তে পারেন। ঘোরার সময় -১০-১২দিন। খরচ ২০০০০ টাকা জনপ্রতি কমবেশি।

৪) মাউন্ট আবু

  • আরাবল্লী পর্বতের কাছে অবস্থিত রাজস্থানের একমাত্র হিল স্টেশন মাউন্ট আবু মরুভূমির রুক্ষরুপের মধ্যেও এক টুকরো মরুদ্যান তৈরি করে নিয়েছে।
  • বিভিন্ন আকারের গ্রানাইট পাথরে ছাওয়া সবুজ বনানীতে দাঁড়িয়ে এখানে সানসেট পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখা আপনাদের ভবিষ্যৎ স্মৃতি রোমন্থন এর একটা সুযোগ করে দেবেই। সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর এর কাছে রয়েছে দুর্ভেদ্য কেল্লা অচলগড়।
  • মধ্যযুগীয় ভাস্কর্যের মার্বেলের কারুকাজের দিলওয়ারা টেম্পেল, নাক্কি লেকের সিকারা ভ্রমণ, টোডা রক, নন্দী রক, জৈন তীর্থঙ্কর আদিনাথ এর মন্দির বিমল বাসাহি দাঁড়িয়ে রয়েছে ইতিহাস এর অমর দলিল বুকে করে যা নৈসর্গিক ভাবেও সমান দরাজ।
  • আরাবল্লির সানুদেশে হানিমুন পয়েন্ট ভুলেও মিস করবেন না যেন।
  • সময়৪-৫দিন। খরচ ২০০০০জনপ্রতি।

৫) শিলং

  • ভারতের স্কটল্যান্ড এবং উত্তরপূর্ব ভারতে মেঘালয়ের রাজধানী ৫০০০ফিট উচ্চতায় অবস্থিত শিলং মেঘেদের রাজ্য নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছে।
  • চেরাপুঞ্জির বৃষ্টির রিমঝিম ধারা নিয়েই সেখানকার সেভেন সিস্টার্স জলপ্রপাত, মাউন্টেন ভিউ এগুলো একদিনেই দেখে ফেলতে পারেন। উমিয়াম লেকের স্বচ্ছ নীলজলরাশির সৌন্দর্যের শেষ তলানি টুকু নিঃশেষে পান করতে সাধ যে নাড়া দেবেই একথা বলাই যায়। এরপর বস্ক জাদুঘর এবং ওয়ার্ড হ্রদে বোটিং আর শিলং বাজারে কেনাকাটা সেরে ফেলতে পারেন।
  • নুহকালিকাই ফলস এর বর্ণনাতীত মাধুর্য আর উপত্যকার মায়াবী রূপসুধা আরো মোহময়ী করে তুলবে আপনাদের ঘনিষ্টতা।
  • রুটব্রিজ এ প্রকৃতির অনুপম অকৃত্তিম শিল্প আর পাশাপাশি গ্রামে খাসিদের আতিথেয়তার আদর নিতেই পারেন।
  • সময় ৭দিন খরচ ১৮০০০জনপ্রতি।
Biswarup Parichha

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago