আমাদের প্রতিদিন কাজ করতে যেমন সঠিক খাবার দরকার, তেমনই স্কিনেরও দরকার। আর সেই খাবার যোগায় সিরাম। সিরাম হল এমন একটি ওয়াটার বেস ফর্মুলা, যার ফলে স্কিন থাকে ঝলমলে সুন্দর। স্কিনের হারিয়ে যাওয়া প্রান ফেরাতে ভীষণ কাজে দেয় সিরাম।
সিরাম তাড়াতাড়ি স্কিনের গভীরে গিয়ে স্কিনকে ভেতর থেকে সারিয়ে তোলে ও সুন্দর রাখে। ত্বকের বলিরেখা, দাগছোপ, ব্রন, ট্যান এসব সমস্যাকে ঠিক করে। স্কিন টোন সুন্দর করে, উজ্জ্বল করতে সাহায্য করে। তাহলে চলুন দেখেনি বাড়িতেই সহজে কীভাবে বানাতে পারবেন সিরাম।
এই সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিন। চেষ্টা করবেন এয়ার টাইট কোন বোতলে রাখতে। তাহলে ভালো থাকবে অনেকদিন। গ্লিসারিন যেন পিওর হয়।
এই রুটিনটা রোজই মেনে চলতে পারেন রাতে। এই সিরামটা ফ্রিজে রেখে ৯ থেকে ১০ দিন ব্যবহার করতে পারেন। তারপর আবার বানিয়ে নিন। আর ফ্রিজ না থাকলে সেক্ষেত্রে একদম সব উপকরণ অল্প পরিমাণ নিয়ে অল্প করে বানান। তিন চারদিনের জন্য। সেক্ষেত্রে ঠাণ্ডা জেয়গায় রাখবেন।
একটা এয়ারটাইট বোতলে সমস্ত এসেনশিয়াল ওয়েল ভালো করে মেশান। ফ্রিজে রেখে এটাও অনেকদিন ব্যবহার করতে পারেন। নাহলে কোন ঠাণ্ডা জেয়গায় রাখুন।
একটি পাত্রে সব উপকরণ গুলো ভালো করে মেশান। এবার এটা একটা এয়ার টাইট বোতলে ভরে রাখার চেষ্টা করুণ।
এই প্রতিটা ফেস সিরামই কিন্তু বেশ উপকারী স্কিনের জন্য। এগুলো একদিকে যেমন ড্রাই স্কিনের সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে, অন্যদিকে স্কিনও ধীরে ধীরে ভেতর থেকে উজ্জ্বল হবে। স্কিন থাকবে হাইড্রেটেড ফলে শুকিয়ে যাবে না। স্কিন ফিরে পাবে তার প্রান।
এতে প্রতিটাই প্রাকৃতিক উপাদান যেগুলো অনেক বেশী ভালো কাজ করবে। ডার্ক স্পট, ব্রন, ট্যান যেকোনো সমস্যার জন্যই এই সিরাম বেশ উপকারী। কারণ সিরাম স্কিনের ভেতরে গিয়ে কাজ করে। স্কিনের পি এইচ ব্যাল্যান্স ধরে রাখে তার ফলে স্কিন থাকে ভেওর থেকে হেলদি ও প্রানবন্ত।
স্কিন ড্রাই হলে সমস্যা আরও বেড়ে যায়। স্কিন একদম নিষ্প্রাণ দেখায়। এবং তাড়াতাড়ি এজিং চলে আসারও সম্ভবনা থাকে। সেক্ষেত্রে এই সবকটা সিরামই ড্রাই স্কিনের জন্য বেশ উপকারী। দুবার করেও ব্যবহার করতে পারেন এই সিরামগুলি। তবে রাতে অবশ্যই ওপরে বলে দেওয়া ব্যবহার বিধি অনুযায়ী ব্যবহার করুণ। একমাস টানা ব্যবহার করুণ যথেষ্ট উপকার পাবেন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…