গৃহ ও জীবনযাপন

হলুদের দাগ তোলার ৫টি সহজ ঘরোয়া উপায়

রান্না করতে গিয়ে জামায় হলুদের দাগ, বিয়েবাড়ি বা রেস্তোরাতে খেতে গিয়ে প্রিয় ড্রেস বা শাড়িতে হলুদ গ্রেভির দাগ বা খাবার পরিবেশন করার সময় আপনার প্রিয় টেবিল কভারটিতে হলুদ ঝোলের দাগ – না চাইতেও আমাদের জীবনে এই বিপর্যয় বা দুর্ঘটনা বারবারই ঘটে।

আপনি না ঘটালে বাড়ির বাকি সদস্যরা ঘটিয়েই থাকে। আপনারও নিশ্চয়ই কিছু প্রিয় জামাকাপড়, টেবিলক্লথ এমনকি বিছানার চাদর এই দাগের শিকার হয়েছে। আর এই দাগ এমনই জেদি যে কিছুতেই যেতে চায় না।

ব্রাশ দিয়ে ঘষতে গিয়ে আসল রংটাই ফেড হয়ে যায়, তবুও হলুদের দাগ কিন্তু তার মধ্যেও নিজের অস্তিত্ব ঠিক বজায় রাখে। তাইতো বলছি এবার সময় এসেছে এই জেদি এবং নাছোড় দাগগুলিকে একেবারে ধুয়ে মুছে সাফ করার। জেনে নিন ৫টি সহজ উপায় হলুদের জেদি দাগ সাফ করার।

১. বেকিং সোডা

যে কোনো রকম দাগ পরিষ্কার করার ক্ষেত্রে বেকিং সোডা খুব উপকারী। তাই আপনি বেকিং সোডা বেক করার কাজে লাগান বা না লাগান, আপনার রান্না ঘরে বেকিং সোডার উপস্থিতি কিন্তু খুব জরুরি।

পদ্ধতি:

হলুদের দাগ লেগে গেলে সবার আগে তাতে জল ঢালুন বা জল দিয়ে হালকা করে ঘষে নিন। এতে দাগ কিছুটা হলেও হালকা হয়ে যাবে। বেশিক্ষণ হলুদের দাগ শুকিয়ে গেলে তা তোলা খুব বেশি অসুবিধাজনক হয়ে যায়। এরপর কাপড়টি একটি পরিষ্কার সমান জায়গায় রেখে তাতে ১-২ চামচ বেকিং সোডা ঢেলে একটি টুথব্রাশ দিয়ে ঘষে নিন। খুব বেশি ঘষবেন না এবং যে কোনো একটি ডিরেকশনে ঘষতে হবে। ৫ মিনিট ঘষে নিয়ে ওই জায়গাটি ধুয়ে ফেলুন। এবার নরমাল ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে কিন্তু আপনার কাপড়ে হলুদের দাগ চলে যাবে।

২. ভিনিগার

ভিনিগার প্রায় সব ধরনের দাগছোপ পরিষ্কার করে এবং সবথেকে বেশি হলুদের দাগ পরিষ্কার করে। এটি কিন্তু আপনি সহজেই অ্যান্টি টার্মারিক স্টেইন রিমুভার হিসেবে ব্যবহার করে পারেন।

পদ্ধতি:

একটি পাত্রে ১/২কাপ হোয়াইট ভিনিগার, ১কাপ জল এবং ১চা চামচ লিকুইড বাসন মাজার সাবান দিয়ে একটি সলিউশন বানিয়ে ফেলুন। এবার আপনার কাপড়ের যে অংশটিতে হলুদের দাগ পড়েছে সেই অংশটি ওই সলিউশনে চুবিয়ে রাখুন ১৫ মিনিট মত। কাপড়টি ওই পাত্রটি থেকে তুলে কিছুক্ষণ ঘষে নিন। ভালো করে ধুয়ে রোদে মেলে দিন। হলুদের দাগ একেবারেই মিলিয়ে যাবে।

৩. লেবু 

লেবু একধরনের প্রাকৃতিক ব্লিচ। তাই আমরা অনেকসময়ই জামাকাপড় পরিষ্কার করার সময় লেবুর রস ব্যবহার করি। এখন থেকে জামাকাপড়ে হলুদের দাগ লেগে গেলে লেবুর কথা সবসময় মাথায় রাখবেন কারণ এতেও কিন্তু হলুদের দাগ ভালো পরিষ্কার হয়।

পদ্ধতি:

একটি বাটিতে ৪-৫ টি লেবুর রস বের করে নিন। এবার যে জায়গায় দাগ লেগেছে সেই জায়গাটি ওই বাটিতে চুবিয়ে রাখুন ১৫-২০ মিনিট। পাত্রটি থেকে তুলে নিয়ে ঘষে সূর্যের আলোর নিচে মেলে দিন।

এতে সূর্যের আলোয় এর ব্লিচিং এফেক্ট ভালো কাজ করবে। কিছুক্ষণ পরে ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে আবার সূর্যের আলোর নিচে মেলে দিন। এভাবেও আপনি কাপড় থেকে হলুদের দাগ তুলে ফেলতে পারবেন।

৪. গ্লিসারিন

গ্লিসারিনও কিন্তু খুব ভালো টার্মারিক স্টেইন রিমুভার হিসেবে কাজ করে। এর দ্বারাও আপনি জেদি হলুদের দাগ তুলে ফেলতে পারবেন।

পদ্ধতি:

একটি পরিষ্কার ফ্ল্যাট জায়গায় আপনার কাপড়টি রাখুন। এবার যেখানে দাগ লেগেছে সেখানে ২-৩ চামচ গ্লিসারিন ঢেলে ১ ঘন্টা মত রাখুন। একটি প্লাসটিকের চামচ দিয়ে শুকনো গ্লিসারিন তুলে ফেলুন। দেখবেন তার সাথে কিছু পরিমানে হলুদও উঠে আসছে।এবার একটি পেপার টাওয়াল দিয়ে বাকি হলুদ শুষে নিন। কাপড়টি এবার ধুয়ে ফেলুন।এই পদ্ধতিও খুব কার্যকর হলুদের দাগ তোলার ক্ষেত্রে।

৫. গরম জল ও ঠান্ডা জল

আপনার কাপড়টি যদি সুতির হয় তাহলে গরম ঠান্ডা জল পদ্ধতি ব্যবহার করতে পারেন হলুদের দাগ তোলার জন্য।

পদ্ধতি:

যখন কাপড়ে দাগ লাগবে তখনই যদি গরম জলের নিচে রাখা যায় সেক্ষেত্রে কিছুটা দাগ পরিষ্কর হয়ে যায়। এর পর বরফ বা ঠান্ডা জল দিয়ে জায়গাটি ঘষে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেললেও দাগ পরিষ্কার হয়ে যাবে।

এই ৫টি সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে আপনি চিরতরেই হলুদের দাগকে টাটা বাই বাই জানাতে পারেন। মনে রাখবেন যখনই কোনো দাগ পরিষ্কার করার জন্য কাপড় ধুয়ে মেলবেন,তা অবশ্যই রোদে মেলবেন। এতে অনেকটাই দাগ মিলিয়ে যায়। কিন্তু আপনিও প্রস্তুত আর আপনার কাপড়ও প্রস্তুত হলুদের দাগের সাথে মোকাবিলা করতে, কারণ হাতিয়ারের সন্ধান তো আজ পেয়েই গেলেন।তাই এবার লেগে পড়ুন পরিষ্কার অভিযানে।

অন্বেষা দত্ত লাহিড়ী

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago