Most-Popular

লিওনার্দো দ্য ভিন্চি এবং তাঁর সৃষ্টি মোনালিসা সম্পর্কে অজানা কিছু কথা

মোনালিসা নামের মধ্যে যেন লুকিয়ে রয়েছে মোহময়ী রহস্যময়ী কোনো নারী l যার পরতে পরতে রয়েছে রহস্য l যারা চিত্রকলা, সাহিত্য, ও শিল্প চর্চা করেন, বা হয়তো করেন ও না, তাদের মধ্যে প্রায় সকলেই মোনালিসা র চিত্র সম্পর্কে আগ্রহ প্রকাশ করে থাকেন l মোনালিসা ছবি টি সম্পর্কে রহস্য ভেদ করতে গেলে প্রথমে শৈল্পিক দৃষ্টি ভঙ্গি থেকে ছবি টি কে দেখ তে হবে l জানতে হবে দ্য ভিন্চি র জীবন সম্পর্কেl

দ্য ভিন্চি র পুরো নাম লিওনার্দো দ্য সের পিয়েরো দ্য ভিন্চি l জন্ম 15 ই এপ্রিল, 1452 সালে ইতালি তে l তাঁর পিতা প্রথম থেকেই শিল্পের প্রতি ছেলের আকর্ষণ ও প্রতিভা কে চিনতে পেরেছিলেন l লিওনার্দো চিত্র শিল্প নিয়ে পড়ার জন্য প্যারিস এ যান l সেখানে তিনি শিক্ষা গ্রহণ Andrea Del Verrochio এর কাছে l সেখানেই শিল্পকলা নিয়ে নিখুঁত ভাবে পড়াশোনা করেন l

মোনালিসা ছবির ইতিহাসঃ

1503 – 1506 সালের মধ্যে ইতালির বিখ্যাত শিল্পী দ্য ভিন্চি মোনালিসা ছবিটি এঁকে ছিলেন বলে ধরা হয় l ইতালীয় ভাষায় ছবিটিকে বলা হয় ‘ La Giocondaএটি একটি বিখ্যাত চিত্র কলা l আনুমানিক ষোলোশো শতকে এই ছবিটি আঁকা হয় l এটি একটি তৈল চিত্র l

লিওনার্দো দ্য ভিন্চি বিজ্ঞান ও সাহিত্য উভয় ধারায় সমান ভাবে নিজের ছাপ রেখেছেন l মোনালিসা = my lady (ইতালীয় ভাষায়) l যখন আঁকা শুরু করেন তাঁর বয়স ছিল 51 বছর l 1757 সালে মোনালিসা ছবিটি প্যারিস এর লুভর মিউজিয়াম এ স্থান পায় l বর্তমানে এই ছবিটি র জন্য লুভর মিউজিয়াম এ একটি বিশেষ কক্ষ তৈরি হয়েছে l কক্ষটির তাপমাত্রা এমন ভাবে করে রাখা হয়েছে, যাতে ছবিটি খারাপ না হয়ে যায় l এই কক্ষটি বানাতে মিউজিয়াম কর্তৃপক্ষের প্রায় 50 কোটি টাকা খরচ হয় l ছবিটি একটি বুলেট প্রুফ কাঁচের ভেতর রাখা হয়েছে l 1962 সালের 14 ই ডিসেম্বর ছবিটির বাজার মূল্য ছিল 100 মিলিয়ন ডলার l বর্তমানে এই ছবি টির দাম 790 মিলিয়ন ডলার l

1911 সালের 21 শে আগস্ট এই ছবিটি চুরি হয়ে যায় l জাদুঘরের এক কর্মচারী এটিকে চুরি করে বলে শোনা যায় l তারপর এটি আবার উদ্ধার হয় ইতালি থেকে l 1951 সালে এক ব্যক্তি এই ছবিটিতে পাথর ছুঁড়ে মারেন l যার ফলে চিত্রটিতে মোনা লিসার বাম হাতের কনুই এ একটি দাগ লেগে যায় l যার ফলে ছবিটির সুরক্ষা আরও বেশি জরুরি হয়ে পড়ে

মোনালিসার সৃষ্টি রহস্য?

মোনালিসা ছবির এই নারীটি কে? সে কি আদৌ নারী না পুরুষ! তা নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে l অনেকে বলেছেন, লিওনার্দো এই ছবিটি বানানোর সময় মাদার মেরির কথা চিন্তা করেছিলেন l লিওনার্দোর এক বন্ধু তাঁকে একটি চিঠি লিখেছিলেন, যেটি খুঁজে পাওয়া যায় 2005 সালে l ওই চিঠি অনুযায়ী সেটি লেখা হয়েছিল 1503 সালের অক্টোবর মাসে l তখন দ্য ভিন্চি তাঁর বন্ধু জিয়া কনড এর একটি ছবির ওপর কাজ করছিলেন l জিয়া কনড এর স্ত্রীর নাম ছিল লিসা জিয়া কনড l বন্ধু জিয়া কনড এর নতুন সন্তানের জন্ম এবং নতুন বাড়ি করার খুশিতে তার স্ত্রীর একটি ছবি আঁকতে বলেছিলেন বন্ধু ভিন্চিকে এটি কী দ্য ভিন্চি নিজেই!

অনেক ঐতিহাসিক ও গবেষক এর মতে এই মোনালিসা আসলে দ্য ভিন্চির নিজেরই প্রতিকৃতি l ছবিটির আরেকটি বিশেষত্ব হল এটি দূর থেকে দেখলে মনে হয় মেয়েটি হাসছে আর কাছ থেকে দেখলে মনে হয় হাসিটি আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে l বিশেষজ্ঞরা জানিয়েছেন ছবিটি 30টি লেয়ার বিশিষ্ট l যা সত্যি অবাক করে দেওয়ার মতোন l

অনেকে এটিও বলে থাকেন ইতালির ওই ব্যবসায়ীর স্ত্রী পক্ষাঘাত গ্রস্ত ছিলেন l কাছ থেকে দেখলে মনে হয় তার ঠোঁট গুলো একটু বাঁকা l দেখে মনে হয় তিনি চিন্তায় মগ্ন l

ছবিটিতে ভিন্চির আউটলাইন না দেওয়াঃ

আউটলাইন বা বর্ডার এর ব্যবহার অঙ্কন শিল্পের একটি গুরুত্বপূর্ণ স্টেপ l এতে চিত্র কলাটি খুব সুন্দর ভাবে ফুটে ওঠে l দ্য ভিন্চি এই ছবিটি আঁকার সময় কিছু কৌশল এর ব্যবহার করেন l কোনো আউটলাইন এর ব্যবহার করেননি তিনি ছবিটি র ক্ষেত্রে l আর যদি কোনো আউট লাইন থেকেও থাকে তখন সেগুলো কে রং দিয়ে মেরামত করে দেন l আজ পর্যন্ত কোনো আর্টিস্ট এতো সুন্দর ভাবে আউটলাইন এর ব্যবহার করতে পারেন নি l

1519 সালে দ্য ভিন্চির মৃত্যুর পর ফরাসি রাজাদের ব্যক্তিগত সংগ্রহে চলে যায় ছবিটি l ফরাসি বিপ্লবের পর নেপোলিয়ন বোনাপারটের শোবার ঘরে জায়গা হয় ছবিটি র 1815 সালে জনসাধারণ এর দেখার জন্য প্যারিস এর লুভর মিউজিয়ামএ স্থান দেওয়া হয় ছবিটিকে

আলো ও ছায়ার ব্যবহারঃ

ছবি আঁকার একটি কৌশল হল এটি l ভিন্চি ঝাপসা এক ধরণের এফেক্ট তৈরি করে রং এর পাতলা অনেক গুলো স্তর তৈরি করেন l এর ফলে ছবিটিতে সৃষ্টি হয়েছে রহস্যময় পরিবেশের l

গোপন বার্তাঃ

মোনা লিসার এই ছবিটির মধ্যে একটি গোপন বার্তা ও লুকিয়ে রয়েছে l দ্য ভিন্চি ভালোভাবেই জানতেন কিভাবে চিত্রের মধ্যে একটি গোপন বার্তা লুকিয়ে রাখতে হয় l মোনা লিসার ডান হাতের কাছে গোপন একটি বার্তা দেওয়া আছে l যখন ultra light পদ্ধতিতে এই ছবিটির বিভিন্ন অংশকে ভালোভাবে দেখা হচ্ছিল তখন এটিকে খুঁজে পাওয়া যায় l এই অক্ষর গুলো পর পর সাজালে দেখা যায় তৈরি হচ্ছে একটি বাক্য l যা হল ” La Risposta Si Trova Qai”. এটি ইতালীয় ভাষায় লেখা হয়েছিল, এর মানে হল, ‘The Answer is Here.’ “দ ভিন্চি কোড” হলিউড সিনেমাটিতে ও এই বিষয়টিকে তুলে ধরা হয়েছিলl

আজকে আমার এই লেখার মধ্যে দিয়ে আমি আপনাদের সাথে দ্য ভিন্চি এবং তাঁর মোনালিসা সম্পর্কে কিছু অজানা তথ্য শেয়ার করলাম l আর্টিকেল টি পড়ে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না l

ভালো থাকুন, সুস্থ থাকুন l ধন্যবাদ l তথ্যসূত্র – ইন্টারনেট l

খেয়ালী মুখার্জি চক্রবর্তী

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago