হিনা খান টিপস দিলেন সুন্দর ও লম্বা চুল কি করে পাবেন?
ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ হিনা খান। ‘ইয়ে রিস্তা ক্যায়া কেহলাতা হ্যায়’ থেকে জন প্রিয়তার শীর্ষে উঠেছিলেন হিনা। হিনার সৌন্দর্য এবং স্টাইল স্টেটমেন্ট তাঁর ফ্যানদের কাছে খুবই চর্চার একটি বিষয়। আর সবথেকে বেশি যা চর্চিত তা হল তাঁর চুল।
এখন অবশ্য হিনা লুক চেঞ্জ করার জন্য চুল কেটে ফেলেছেন কিন্তু একটা সময় তাঁর খুব বড় চুল ছিল। তবে এখনও কিন্তু হিনার চুল খুবই ঘন এবং স্বাস্থ্যোজ্জ্বল। এই সুন্দর চুলের অধিকারী কীভাবে হলেন হিনা? তা নিশ্চয় জানতে ইচ্ছে করছে আপনার। খাস আপনাদের জন্য রইল সেই তথ্য।
১) চুলে নিয়মিত তেল মাসাজ করা
আপনার চুলকে স্বাস্থ্যকর এবং শক্তিশালী করে তোলার জন্য আপনার চুলের প্রয়োজন প্রচুর পুষ্টি।
আর চুলে পুষ্টি দিতে পারে একমাত্র অয়েল মাসাজ। আর সেই ফর্মুলাই মেনে চলেন হিনা খান।
তিনি প্রতি সপ্তাহে একবার চুলে তেল মাসাজ করেন। আর অয়েত মাসাজের জন্য হিনার পছন্দ অলিভ অয়েল। অলিভ অয়েলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-ই, যা চুলের জন্য খুবই উপকারী।
পাশাপাশি অলিভ অয়েল আপনার চুল পড়ার সমস্যা, খুশকির সমস্যা, ড্রাইনেস ইত্যাদি নানা সমস্যা দূর করে। আর হেয়ার মাসাজ করা খুবই ভালো কারনিয়মিত চুল ট্রিম করাণ এতে স্ক্যাল্পের রক্তসঞ্চালন খুব ভাল হয়, যা চুল দ্রুত বাড়তে সাহায্য করে এবং চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে।
২) নিয়মিত চুল ট্রিম করা
চুল বাড়ানোর আর একটা কার্যকর ফর্মুলা হল হল নিয়মিত ট্রিম করা। হিনা খান কিন্তু প্রতি ২মাস অন্তর একবার করে চুল ট্রিম করেন।
এতে করে চুলের স্প্লিট এন্ডস-এর সমস্যা দূর হয় এবং চুল খুব তাড়াতাড়ি বাড়ে। পাশাপাশি একটা নির্দিষ্ট সময় অন্তর নিয়মত চুল ট্রিম করলে চুল পড়াও নিয়ন্ত্রণে থাকে।
৩) চুল ধুতে লেবুর জল
ঋতু পরিবর্তন কিন্তু আপনার চুলের ওপর আলাদা আলাদাভাবে প্রভাব ফেলে। তাই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে চুলের যত্ন নেওয়াটা কিন্তু বিশেষভাবে প্রয়োজন।
তাই আবহাওয়ার পরিবর্তনের হাত থেকে নিজের চুলকে বাঁচাতে চুল ধোয়ার জন্য লেবুর জল ব্যবহার করেন হিনা খান।
হিনার কথায় চুল ধোয়ার জন্য লেবু মেশানো জল ব্যবহার করলে এটি তার চুলকে দেয় একটা অন্যরকম উজ্জ্বল ভাব।
পাশাপাশি এই জল স্ক্যাল্পকে তৈলাক্ত হওয়ার হাত থেকে রক্ষা করে। শুধু তাই নয়, চুল তৈলাক্ত হলে বা চুলের গোড়ায় ময়লা বসে যে একটা দুর্গন্ধের সৃষ্টি হয়, তা দূর করতেও কিন্তু এই লেবুর জল বিশেষ উপকারি।
কীভাবে ব্যবহার করবেন?
আপনার চুলের লেন্থ আন্দাজ করে পাতিলেবু রস করে নিন। এবার শ্যাম্পু করে স্নান করে নেওয়ার পর কয়েক মগ জলে সেই লেবুর রস গুলে নিন।
এবার সেই জলে ভালো করে চুল ধুয়ে নিন। প্রতি সপ্তাহে অন্তত একবার করে এইভাবে চুল ধুয়ে নিন।
৪) চুলের যত্নে বাড়িতে তৈরি হেয়ার স্পা
স্পা কিন্তু চুলের পুষ্টিতে বিশেষভাবে উল্লেখযোগ্য। আর হিনা খান কিন্তু প্রতি ১৫দিনে একবার করে চুলে স্পা করেন। তবে তিনি বাজার থেকে কেনা রাসায়নিক মিশ্রিত স্পা ব্যবহার করা পছন্দ করেন না।
এইজন্য বাড়িতেই স্পা তৈরি করে ব্যবহার করা পছন্দ করেন হিনা। কী স্পা ব্যবহার করেন হিনা খান? দইয়ের সঙ্গে ডিম মিশিয়ে সেটাই চুলে অ্যাপ্লাই করেন হিনা। এই দুটি উপাদান কিন্তু চুলের খাদ্যের কাজ করে।
পাশাপাশি এই মিশ্রণটি চুলের বৃদ্ধি এবং চুলের গঠন মজবুত করতেও বিশেষভাবে কার্যকরী।
কারণ ডিম আপনার চুলকে প্রয়োজনীয় প্রোটিন, মিনারেল এবং ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে থাকে। শুধু তাই নয়, পাশাপাশি আপনার চুলকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।