Most-Popular

খাওয়ার সময় ঠাণ্ডা জলের পরিবর্তে ঈষদুষ্ণ গরমজল পান করা ভালো কেন!

খাবার খাওয়ার সময় অনেকেই ঠান্ডা জলের পরিবর্তে বা রুম টেম্পারেচারে থাকা জলের পরিবর্তে গরম জল পান করেন। খাবার খাওয়ার সময়ে, ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার আগে ঈষদুষ্ণ জল খাওয়া যে শরীরে পক্ষে কতখানি উপকার, সেকথা জানলে রীতিমতো অবাক হতে হয়।

টগবগে ফুটন্ত জল মুখে ঢেলে মুখ পোড়ানোর কোনও মানেই হয় না। তাই জেনে নিন ঈষদুষ্ণ জল খেলে কী কী উপকার পাওয়া যায়।

১) হজমে সাহায্য করে

  • খাবার খাওয়ার সময় বা খাবার খাওয়ার পর ঠান্ডা জল খেলে খাবারের মধ্যে থাকা ফ্যাট জমে যায়।
  • যার ফলে পাকস্থলীর গায়ে চর্বির একটা স্তর তৈরি হয়। গরম জল খাদ্যের মধ্যে থাকা এই চর্বিকে তরল রাখতে সাহায্য করে।
  • যার ফলে খাবার খুব সহজে হজম হয়। খাবার জমে মেদ বাড়ার আশঙ্কা কমে যায়।

২) শরীরে রক্ত চলাচল সঠিক রাখে

  • গরম জল পান করার সঙ্গে সঙ্গে শরীরে রক্তনালীগুলি প্রসারিত হতে শুরু করে, যার ফলে শরীরে রক্ত চলাচল খুব স্বাভাবিক হয়।
  • শরীরে রক্ত চলাচল সঠিক থাকলে স্নায়ু সচল থাকে, শরীরে কোনও রকম চাপ পড়ে না।
  • অন্যদিকে রক্ত জমাট বাধলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

৩) সর্দি-কাশি থেকে আরাম

  • অনেকেই রয়েছেন যারা সাইনাসের ব্যথায় খুবই কষ্ট পান। বা চট করে ঠান্ডা লেগে যাওয়ার একটা ধাত রয়েছে।
  • তারা গরম জল খেলে আরাম পেতে পারেন। তাই ছোটবেলা থেকে সর্দি-কাশি হলে গরম জল খাওয়ানোর একটা রেওয়াজ দেখা যায়।

৪) ক্ষতিকারক টক্সিন বেরিয়ে যায়

  • ঠান্ডা জলের বদলে যদি ঈষদ উষ্ণ জল পান করা যায় তাহলে শরীরের তাপমাত্রা কম হতে থাকে, যার ফলে ঘাম দেয়।
  • ঘাম হলে একদিকে শরীরের রক্ত চলাচল যেমন কমে যায়, তেমনই শরীর থেকে দূষিত টক্সিন বেরিয়ে যেতে সাহায্য করে। ফলে শরীর থাকে সুস্থ।

৫) ডিপ্রেশন কমায়, ঘুম বাড়ায়

  • যারা অ্যানক্সাইটি বা ডিপ্রেসনের সমস্যায় ভুগছেন। তাঁরা প্রতিদিন রাতে এক গ্লাস করে উষ্ণ জল পান করুন।
  • এতে করে আপনার মস্তিষ্কের শিরা-উপশিরাগুলি প্রশমিত হবে।
  • যার ফলে ডিপ্রেশনের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রিত হয় এবং ঘুম ভাল হতে সাহায্য করে।

৬) ঋতুকালীন যন্ত্রণা প্রশমন করে

  • পিরিয়ডের সময় তলপেট বা কোমরে ব্যথা হয় না এমন মহিলার সংখ্যা নিতান্তই হাতে গোনা।
  • এইসময় ঠান্ডা জলের পরিবর্তে যদি গরম জল পান করা যায় তাহলে পিরিয়ডের ফ্লো সঠিক থাকে।
  • কোনও ক্র্যাম্প বা ক্লড থাকে না, যার ফলে যন্ত্রণার উপশম হয়।

৭) অকাল বার্ধক্যের ছাপ পড়তে দেয় না

  • শরীর থেকে যদি অপ্রয়োজনীয় পদার্থ বের হতে না পারে, তাহলে তার প্রভাব পড়ে ত্বকের ওপর।
  • শরীরে জমে থাকা অপ্রয়োজনীয় বর্জ্য ত্বকের কোষগুলিকে নষ্ট করে দেয়।
  • উষ্ণ জল পান করলে ত্বকের স্থিতিস্থাপকাতা বজায় থাকে।
  • ফলে কোষ থাকে সতেজ, যার ফলে ত্বকের ওপর অকালে বয়সের ছাপ আর পড়ে না।

৮) চুলের যত্নে গরম জল

  • অকালে চুল পড়ে যাওয়া, ভেঙে যাওয়া এবং খুশকির মতো সমস্যা সহজেই দূর করে গরম জল।
  • ডারমেটোলজিস্টরা বলেন, অকালপক্কতা ও খুশকি রোধ করতে গরম জল পানের কোনও বিকল্প নেই।

গরম জল খাওয়ায় কিছু অপকারিতা

  1. অনেকে ওজন কমাতে গরম জলের সঙ্গে লেবুর রস দিয়ে খাওয়ার পক্ষপাতী। এতে শরীরের বাড়তি মেদ ঝরে যায় একথা যেমন ঠিক তেমনই শরীরের একাধিক সমস্যাও দেখা দিতে পারে।
  2. কারণ লেবুর জলে থাকা ভিটামিন সি গরম জলের সংস্পর্শ এলে নষ্ট হয়ে যায়। যার ফলে শরীরে কোনওরকম ভিটামিন প্রবেশ করে না।
  3. শুধু তাই নয়, এর ফলে শরীরে অ্যাসিডের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। সেইসঙ্গে ক্ষতি হয় দাঁতের এনামেলও।
  4. যাদের এমনিতেই লেবু খেলে দাঁত টকে যাওয়ার প্রবণতা রয়েছে, তাদের জলের সঙ্গে লেবু (সাইট্রিক অ্যাসিড) মিশিয়ে খাওয়ায় ক্ষতি বাড়ে বই কমে না। এর ফলে দাঁত খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে।
Indrani Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago