ধরুন আপনি কোনো দরকারী কাজ করছেন। বা এক্ষুনি কোনো দরকারী মেইল করতে হবে। আর সঙ্গে সঙ্গেই পাওয়ার অফ হয়ে গেল। ওয়াই-ফাই’এর কাজ করা বন্ধ। কেমন মাথা গরম হয় বলুন তো! মোবাইল চার্জ দিচ্ছেন, একদম চার্জ নেই। ব্যাস, চলে গেল কারেন্ট। এবার আপনার বসে থাকার পালা। আর এই সবই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে সব ক্ষেত্রে বিদ্যুতের অতিরিক্ত নির্ভরশীলতার জন্য। আপনি অবাক হয়ে বলবেন, বিদ্যুতের ওপর নির্ভর করব না তো কার ওপর করব? আমি বলি করুন, কিন্তু সবটা নয়। সময় চলে এসেছে একটু এগিয়ে থাকা চিন্তা করার। এবার সোলার পদ্ধতির ওপর একটু ভরসা করতে শুরু করুন। দেখবেন, কোনো কারণেই আপনার কোনো কাজ আর আটকে থাকছে না। তাই আপনার অবশ্যই হান্স পাওয়ার প্যাক সম্বন্ধে জানতেই হবে।
হান্স পাওয়ার প্যাকের মাধ্যমে আপনি ৩০০ ওয়াট মতো বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন কোনো বিল ছাড়াই। ভাবতে পারেন, আপনি একসঙ্গে প্রায় ৩০টা মতো মোবাইল চার্জ দিতে পারেন এতে থাকা ইউ.এস.ভি পোর্ট ব্যবহার করে। তাছাড়া এতে থাকা ১২ ভোল্টের পোর্ট দিয়ে আপনি টি.ভি, কম্পিউটারের মতো ডিভাইস চালাতে পারবেন। সবচেয়ে বড় কথা এটা আপনি সূর্যালোকে চার্জ দিতে পারবেন। তাই বিদ্যুতের ওপর নির্ভরশীল না হয়েই এটা চালানো যায়। এটার ওজন মাত্র ৪ কেজি তাই সহজেই আপনি অন্ধকারে নিয়ে যেতেই পারেন। আর এর গ্যারেন্টি থাকে ১২ বছর। ভাবুন খালি, এই জিনিস আপনার সঙ্গে থাকলে আপনার জীবন পালটে যেতে বাধ্য।
মূলত চারটে উৎস থেকে আপনি এটাকে চার্জ দিতে পারেন বা বিদ্যুৎ উৎপাদন করতে পারেন। প্রথম হল সোলার ব্রিফকেস, ( Solar Briefcase), ৬০ ওয়াটের সোলার চার্জার, যা আপনাকে কিনতে হবে আলাদা করে। দ্বিতীয় হল ফ্রি ইলেকট্রিক বাইক, (Fre Electric Bike) যাও আপনাকে কিনতে হবে আলাদা ভাবে। তৃতীয় হল বিল্ট-ইন সোলার প্যানেল, ( Built-in Solar Panel) যা কিনতে হবে না, সঙ্গে দেওয়া থাকবে। আর হল এ.সি চার্জিং কর্ড, (AC charging cord) যাও সঙ্গে দেওয়া থাকবে। এতে আছে লিথিয়াম ব্যাটারী যা অনেকক্ষণ চার্জ ধরে রাখে। তাই আপনি এটা কিনতেই পারেন।
যদি আপনি এখনও এই দ্বিধায় থাকেন যে কিনবেন কি কিনবেন না, ভালো হবে কি হবে না! তাহলে জেনে রাখুন উত্তরাখন্ড সরকার ১ লক্ষ পাওয়ার প্যাক কেনার জন্য অঙ্গীকারবদ্ধ হন। সরকার ঠিক করেন যে গ্রামের মানুষদের জন্য এটা কেনা হবে। তাহলে ভাবুন সরকার যখন কেনার কথা ভাবছেন, তখন আপনি ভাববেন না কেন! দাম নিয়ে ভাবছেন। এটার দাম ১৪,৫০০ টাকা মতো। আপনি ভাবছেন কত্ত টাকা! কিন্তু ভাবুন একবার কিনলে আপনার ১২ বছরের ইলেকট্রিক বিল দিতে হবে না। আপনি অ্যামাজনে কিনতেই পারেন, যদিও এখন কারেন্টলি আনঅ্যাভেইলেবল দেখাচ্ছে। তাও মাঝে মাঝে দেখতে থাকুন।
দাম – ১৬,৫০০ /-
ডিসকাউন্ট – ১২%
ডিসকাউন্ট দিয়ে দাম – ১৪,৪৫০ /-
তাহলে দেখুন তো, আপনার সামনে চলে এসেছে ইলেকট্রিসিটি মুক্ত এক জীবন। আশা করি সেই জীবনের সাথে আপনি নিজেকে মানাবেন। তাই ভাবতে শুরু করুন হান্স পাওয়ার প্যাক সম্বন্ধে।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…