বিশ্বজুড়ে এখন করোনা ভাইরাসের শিকার হাজার হাজার মানুষ। সবাই নিজের মুখ লুকিয়েছেন মাস্কে। আসলে আর উপায়ও তো নেই! এই রোগ যে মারাত্মক ছোঁয়াচে।সেইজন্যই নিজেদের জীবাণুমুক্ত করতেই হাত ধুয়ে পরিছন্ন রাখাও যে জরুরি। কিন্তু এখন বাজারে শত খোঁজ করলেও মিলছেনা সাধের হ্যান্ড স্যানিটাইজার!
অগত্যা বাড়িতেই বানিয়ে ফেলুন সহজ কিছু উপায়ে যেটা আজ আপনাদের বলবো।
স্যানিটাইজার এর আকাল কেন?
করোনার আতঙ্কে মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার এর চাহিদা বাড়ছে হুহু করে। তার সাথে লাফিয়ে লাফিয়ে বেড়েছে এর দামও। তাই জিনিস সরবরাহ করতে জের বার হচ্ছেন বিক্রেতারা। মানুষ প্রয়োজনের অতিরিক্ত হ্যান্ডস্যানিটাইজার মজুত করছে নিছক হুজুগেই। কাজেই দেখা দিয়েছে আকাল। এর ক্রেজ এমন পরিমানেই ছড়িয়েছে যে অনলাইনেও পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। মানুষ ৩০ মিলিলিটার এর একটি বোতল কিনছেন পাঁচশোরও বেশি দাম দিয়ে। আসলে ফেব্রুয়ারি মাস থেকে বিশেষজ্ঞরা এটি ব্যবহারের নিদান দেন।তারপর থেকেই এর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে যাওয়া শুরু করে।
হ্যান্ডস্যানিটাইজারবানানোরঘরোয়াউপায়গুলি:
এই ভয়ানক পরিস্থিতি থেকে আপনাকে পরিত্রাণ দেবে বাড়িতে বানানো এই হ্যান্ড স্যানিটাইজার যা অনেক বেশি কার্যকরী এবং খরচ সাশ্রয়ী।
প্রথম উপায়:
উপকরণ: আইসো প্রপাইল এলকোহল মোটামুটি ৯১% নেবেন (যেকোনো হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন কিনতে), গ্লিসারিন ও গন্ধের জন্য এসেন্সিয়াল তেল।
প্রণালী: ২/৩কাপ এলকোহল এর সাথে ১/৩কাপ গ্লিসারিন মিশিয়ে নিন ও তারপর ওর সাথে দিন কয়েক চামচ এসেন্সিয়াল তেল।সব কটা উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা স্প্রে বোতলে ভরে নিন।ব্যাস রেডিমেড হ্যান্ড স্যানিটাইজার তৈরি আপনার ব্যবহারের জন্য। সু অভ্যাস গড়ে তুলতেও রোগ থেকে বাঁচতে এক ঘন্টা পরপর হাত ধুয়ে ফেলুন।
দ্বিতীয় উপায়:
উপকরণ: আইসোপ্রপাইল এলকোহল, এলোভেরা ও ভ্যানিলা এসেন্স।প্রণালী: ২/৩ কাপ এলকোহল ও ১/৩ কাপ এলোভেরার সাথে মিশ্রিত করুন ১ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স।ভালোভাবে ঝাঁকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্যানিটাইজার। এলোভেরা এন্টিব্যাক্টেরিয়াল ও হাত নরম রাখতে ও সাহায্য করে।
তৃতীয় আয়ুর্বেদিক উপায়:
উপকরণ: ১০০ গ্রাম নিমপাতা, ১ লিটার জল, ১০-২০ টি বেসিল পাতা, ১০ গ্রাম ফিটকিরি ও ১০ গ্রাম কর্পূর ও এলোভেরা।প্রণালী: একটা পাত্রে এক লিটার জল নিয়ে সেটা আভেনে রেখে ফুটতে দিন।এবার একে একে তাতে যোগ করুন নিমপাতা ও বেসিলপাতা।জল খানিকটা মরে এলে তাতে কর্পূর, ফিটকিরি ও এলোভেরা দিন।আরো কয়েক মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। স্প্রে বোতলে সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন এই আয়ুর্বেদিক উপায়ে তৈরি হার্বাল হ্যান্ড স্যানিটাইজার।
চতুর্থ উপায়:
উপকরণ: চাতেল, হাইড্রোজেন পারক্সাইড ও জল।প্রণালী: একটি পাত্রে ৩০০ মিলিলিটার জল নিয়ে তাতে ১০ ফোঁটা চাতেল ও হাইড্রোজেন পারক্সাইড যোগ করে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে।সূর্য রশ্মির প্রত্যক্ষ প্রভাব থেকে দূরে রাখুন এই মিশ্রণ। কারণ হাইড্রোজেন পারক্সাইড গরমে উবেযেতে পারে। এটি এন্টি ফাঙ্গাল ও প্রদাহ রোধকারী। তাই উভয় পক্ষেই লাভ পাবেন।