Most-Popular

হালকা শীতের ফ্যাশান টিপস

শীত আসছে। আর শীত আসা মানেই অনেকে মনে করে, নিজেকে চাদরে মুড়ে রাখা আর ফ্যাশানের দফারফা। তবু বেশি ঠাণ্ডায় নানারকম ফ্যাশানেবল জ্যাকেট, টুপি এসব পরা যায়। কিন্তু মুশকিল হল শুরুর দিকে, হালকা শীতে। এই হালকা ঠাণ্ডায় কি পড়ব অনেকেই সেটা বুঝতেই পারেন না। আর সেই কনফিউশন দূর করতেই, আজ চলে এসেছি হালকা শীতের ফ্যাশান টিপস নিয়ে। চটপট দেখে নাও।

যারা হালকা শীতের ফ্যাশান নিয়ে বেশ কনফিউশড, তাদের বলি এটা কিন্তু ফ্যাশানের একদম সঠিক সময়। গরমের তীব্রতায় মেকআপ গলে যাবার চান্স নেই। আবার চুলও টেনে ওপরে বাঁধার দরকার নেই। সবচেয়ে ফ্যাশানেবল পোশাক গুলো, যেগুলো গরমে পরতে অস্বস্তি হচ্ছিল, সেগুলো অনায়াসে পরে নাও।

হালকা শীতে মেয়েদের পোশাক

অনেকেই নিত্য কাজে টি-শার্ট পর।  হালকা শীতের জন্য কিনে নাও ফুলহাতা টিশার্ট আর জিন্স। আর এর ওপরে পড়ে নাও হুডি। হালকা শীতের জন্য একদম পারফেক্ট। এখন নানারকম স্টাইলিশ হুডিও বাজারে এসে গেছে। এছাড়াও হালকা জ্যাকেট বা পাতলা উলের কুর্তিও বেশ স্টাইলিশ। আর শুরুর শীতের ঠাণ্ডা হাওয়া থেকে বাঁচতে কিনে নাও স্কার্ফ। এখন প্রচুর স্টাইলিশ স্কার্ফ পাওয়া যায়। গলায় জড়িয়ে নিলে স্টাইলটাই বদলে যায়। এছাড়াও নানারকম ফ্যাশানেবল টুপিও দেখতে পার।

ছেলেদের পোশাক

এবার আসি ছেলেদের ফ্যাশান নিয়ে। ছেলেরাও ফুল টিশার্ট, জিন্স ও হুডি পরতেই পার। ছেলেরা অনেকেই আলাদা করে টুপি পরতে চায় না। তাদের জন্য হুডি ভালো। হুডির টুপি গলিয়ে নাও। বেশ স্টাইলটাও মেইনটেইন হবে আবার ঠাণ্ডাও যাবে। এছাড়াও হালকা জ্যাকেট, ব্লেজার প্রচুর আছে এবার, যেগুলো দেখতেও স্টাইলিশ এবং হালকা ঠাণ্ডায় বেশ  যাবে। আর যারা হালকা ঠাণ্ডায় ওপরে একদমই কিছু পরতে নারাজ, তারা ইনার কিনে নাও। যাকে বলে গরম গেঞ্জি। ইনারগুলো খুব হালকা এবং ঠাণ্ডাও যায়। পোশাকের ভেতরে পড়ে নাও। ব্যাস আর কিচ্ছু লাগবে না।

চুলের সাজ

পোশাক তো হল। কিন্তু চুল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব না, তা কি হয়! শীতে মনের মত হেয়ার কাট করে নাও। ব্যাঙ্গস কাটিং করিয়ে নিতে পার সামনেটা। এতে বয়সটাও কম দেখাবে। আর খুব স্টাইলিশ। আর পিছনটা ইচ্ছা মত লেয়ার, ইউ। আবার সামনে ব্যাঙ্গস কাট করলে পেছনটা কিছু না করলেও হয়। এমনিই  স্টাইলিশ লাগে। আর বাঁধতে চাইলে করে নাও পনিটেইল বা ফিশটেইল বিনুনি। চুলকে এলোমেলো করে নাও। তারপর এই এলোমেলো চুলের টপনট খোঁপা। দারুন লাগবে কিন্তু।

মেকআপ

হালকা শীতে মেকআপ কেমন হবে অনেকেই বুঝতে পারে না। কারণ তখন ইচ্ছামত কমপ্যাক্টটি তো আর বোলানো যাবে না। স্কিন এমনিতেই শুকনো থাকে। তাই আগে একটা ভালো ফেসওয়াশ কিনে নাও। মিল্কি বা জেল বেসড। অয়েল কন্ট্রোল ফেসওয়াশ দরকার নেই। এইসময় লাগবে না। এবার ফাউণ্ডেশন লাগাবার আগে কোনো ময়েশ্চারাইজার  লাগিয়ে নাও। এতে মুখ শুকিয়ে যাবে না। এরপর হালকা করে ব্লাশন পাউডার লাগিয়ে নিতেই পার। আর আই মেকআপ তো ইচ্ছা মত করতে পার। গলে যাবার কোন সুযোগ নেই।

লিপস্টিক

শীতে ম্যাট খুব একটা ভালো লাগে না। শীতের জন্য গ্লসি বেশ ভালো মানায়। তবে গ্লসি পছন্দ না হলে, হালকা ক্রিমি লিপস্টিক বেঁছে নিতে পার।  যে কোনো ডার্ক শেড শীতে অনায়াসে পরা যায়। আর ঠোঁট খুব ফাটলে কাজের ফাঁকে  লিপবাম লাগিয়ে নাও। এখন নানারকম কালারের লিপবাম পাওয়া যায়।

শীতে যদি থাকে ইন্টারভিউ

শীতে যদি থাকে ইন্টারভিউ তখন কিভাবে সাজবে?  শীতে ইন্টারভিউ থাকলে ফরমাল শার্ট প্যান্ট আর ওপরে ব্লেজার পরে  নাও। হালকা রঙ বেঁছে নেবে। ব্লেজার ব্ল্যাক পড়তেই পার। চড়া সাজ যেন না হয়। আর মেকআপ অবশ্যই হবে হালকা। হালকা ক্রিমি লিপস্টিক। সঙ্গে একটা পনিটেইল করে নাও।সঙ্গে মানানসই জুতো। আর  হাতে একটা ঘড়ি। ব্যাস রেডি।

তাহলে বন্ধুরা, শীতের শুরুর স্টাইল স্টেটমেন্টটা এবার তোমরা তৈরি করে নিতেই পার। ‘দাশবাস’এর স্পেশাল টিপস তো পেয়েই গেলে। এই শীত তোমার ফাটাফাটি কাটবেই লিখে দিলাম।

 

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago