চুলের যত্ন

হেয়ার টনিক যা চুলের বৃদ্ধিতে বা হেয়ার গ্রোথে সত্যিই কাজ দেয়

আপনি নিশ্চয়ই ঘরে দেখেছেন মাঝে মাঝে চুল পড়ে থাকতে! এটি কিন্তু খুবই অস্বস্তিকর ঘটনা। এই সমস্যায় শুধু আপনিই নন, অনেকেই আছেন। আমি নিজে এই সমস্যায় অনেকদিন ভুগেছি। এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হেয়ার টনিক ব্যবহার করা। হেয়ার টনিক চুল মজবুত করে আর চুলের গ্রোথ বাড়ায়। সবচেয়ে বড় কথা, এই হেয়ার টনিক হল মেডিসিনাল ফর্মুলা। তাই আপনি এখন থেকেই এই হেয়ার টনিক ব্যবহার করুন। তবে তার আগে জানুন হেয়ার টনিক বিষয়টি কী।

হেয়ার টনিক কী?

হেয়ার টনিক হল সেই উপাদান যার ম্যাসাজ করার মাধ্যমে আপনার হেয়ার ফলিকলের মধ্যে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গ্রোথ বাড়ায়। এই টনিকের মধ্যে আছে মূলত নারকেল তেল, অ্যালকোহল বা ইথানল যেগুলো একসঙ্গে জেল বা লিকুইড আকারে। এই টনিক দিয়ে নিয়ম করে ম্যাসাজ করলে আপনার স্ক্যাল্পের ড্রাই ভাব কমে, চুলের ঘনত্ব আসে। এই টনিক একই সঙ্গে চুলের ডগা ফাটা কমায় আর আলাদা একটা সাইন আনে।

১. Shahnaz Husain Shatone Plus Herbal Scalp Tonic

এই টনিক এমন কিছু উপাদানের সমন্বয়ে তৈরি যা আপনার স্ক্যাল্পের থেকে খুশকি ও এই রকম সমস্যা কমায়। এটি চুলের গ্রোথ বাড়ায় আর প্রতি চুল মজবুত করে। এতে আছে ত্রিফলা, শিকাকাই, মেথি, বেল। এই সব উপাদান চুল পড়া কমায় আর চুলের অকালপক্কতা রোধ করে। চুলের ডগা ফাটাও কমায় এটি।

উপকারিতা

ক. চুল মজবুত করে।

খ. এটি তেলতেলে নয়।

গ. রক্ত সঞ্চালন বাড়ায় স্ক্যাল্পে।

ঘ. স্ক্যাল্পের শুষ্কতা কমায়।

ঙ. এটি খুব তাড়াতাড়ি কাজ দেয়।

রেটিংঃ ৪.৫/৫

  Buy

২. Livon Hair Gain Tonic

এটি ক্লিনিকালি টেস্টেড আর এই টনিক ফলিকল মজবুত করার মাধ্যমে চুলের গ্রোথ বাড়ায় আর চুল পড়া কমায়। রুট এনার্জাইস আর গ্রুপ বি ভিটামিন সমৃদ্ধ এই টনিক। এটি ফলিকলের ভিতরে ঢুকে রক্ত সঞ্চালন বাড়ায় আর পুষ্টির জোগান দেয়। এই প্রোডাক্ট দাবী করে যে এটি ৯০ দিনে চুল পড়া বন্ধ করবে।

উপকারিতা

ক. এটি চটচটে নয়।

খ. খুব তাড়াতাড়ি মাথায় ছড়িয়ে যায়।

গ. কোনও সাইড এফেক্ট নেই।

ঘ. খুব সুন্দর গন্ধ।

রেটিংঃ ৪.৪/৫

  Buy

৩. Blue Nectar Brigantantadi Hair Tonic

এতে আছে সব উপকারী প্রাকৃতিক উপাদান, যেমন আমন্ড, ভৃঙ্গরাজ, অ্যালোভেরা, রোজমেরি, হিবিস্কাস, মুলেঠি। এই সব উপাদান চুল নারিশ করে, চুলের মজবুতি আনে। সঙ্গে চুলের অকালপক্কতা আর চুল পড়া কমায়। এটি চুল যেমন ঘন করে, তেমনই চুলের দৈর্ঘ্য বাড়ায়। আর সঙ্গে আছে এটির সুন্দর গন্ধ।

উপকারিতা

ক. চুল পড়া কমায়।

খ. এতে কোনও প্যারাবিন্স নেই।

গ. সব রকম চুলের জন্য ভালো।

ঘ. রোজ ব্যবহার করার জন্য ভালো।

রেটিংঃ ৪.৩/৫

  Buy

৪. Greenberry Organics 12 in 1 Hair Tonic Oil

এটি অনবদ্য কিছু তেলের মিশ্রণ যা আপনার চুলের কিউটিকলকে মজবুত করে। এটি চুলের ময়েশ্চার ধরে রাখে। এতে ব্যবহার করা হয়েছে জোজোবা, ইন্ডিয়ান গুজবেরি, মৌরি, রোজমেরি, আর্গন তেল, আমন্ড তেল, অলিভ অয়েল। এই সব উপাদান একসঙ্গে আপনার চুল নরম করবে, সাইনি করবে। আর এই প্রোডাক্ট দাবী করে যে এটি চুলের খুশকি কম করবে।

উপকারিতা

ক. চুলের গ্রোথ বাড়ায়।

খ. স্ক্যাল্পের শুষ্কতা কমায়।

গ. হেয়ার ফলিকল মজবুত করে।

ঘ. চুলের অকালপক্কতা কমায়।

ঙ. চুলের ডগা ফাটা কমায়।

রেটিংঃ ৪.২/৫

  Buy

তাহলে এখন আর কীসের জন্য অপেক্ষা করছেন? একবার এই হেয়ার টনিক ব্যবহার করেই দেখুন। ম্যাজিক দেখে আপনি নিজেই চমকে যাবেন।

অভীক সরকার

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago