আপনি নিশ্চয়ই ঘরে দেখেছেন মাঝে মাঝে চুল পড়ে থাকতে! এটি কিন্তু খুবই অস্বস্তিকর ঘটনা। এই সমস্যায় শুধু আপনিই নন, অনেকেই আছেন। আমি নিজে এই সমস্যায় অনেকদিন ভুগেছি। এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হেয়ার টনিক ব্যবহার করা। হেয়ার টনিক চুল মজবুত করে আর চুলের গ্রোথ বাড়ায়। সবচেয়ে বড় কথা, এই হেয়ার টনিক হল মেডিসিনাল ফর্মুলা। তাই আপনি এখন থেকেই এই হেয়ার টনিক ব্যবহার করুন। তবে তার আগে জানুন হেয়ার টনিক বিষয়টি কী।
হেয়ার টনিক হল সেই উপাদান যার ম্যাসাজ করার মাধ্যমে আপনার হেয়ার ফলিকলের মধ্যে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গ্রোথ বাড়ায়। এই টনিকের মধ্যে আছে মূলত নারকেল তেল, অ্যালকোহল বা ইথানল যেগুলো একসঙ্গে জেল বা লিকুইড আকারে। এই টনিক দিয়ে নিয়ম করে ম্যাসাজ করলে আপনার স্ক্যাল্পের ড্রাই ভাব কমে, চুলের ঘনত্ব আসে। এই টনিক একই সঙ্গে চুলের ডগা ফাটা কমায় আর আলাদা একটা সাইন আনে।
এই টনিক এমন কিছু উপাদানের সমন্বয়ে তৈরি যা আপনার স্ক্যাল্পের থেকে খুশকি ও এই রকম সমস্যা কমায়। এটি চুলের গ্রোথ বাড়ায় আর প্রতি চুল মজবুত করে। এতে আছে ত্রিফলা, শিকাকাই, মেথি, বেল। এই সব উপাদান চুল পড়া কমায় আর চুলের অকালপক্কতা রোধ করে। চুলের ডগা ফাটাও কমায় এটি।
ক. চুল মজবুত করে।
খ. এটি তেলতেলে নয়।
গ. রক্ত সঞ্চালন বাড়ায় স্ক্যাল্পে।
ঘ. স্ক্যাল্পের শুষ্কতা কমায়।
ঙ. এটি খুব তাড়াতাড়ি কাজ দেয়।
রেটিংঃ ৪.৫/৫
এটি ক্লিনিকালি টেস্টেড আর এই টনিক ফলিকল মজবুত করার মাধ্যমে চুলের গ্রোথ বাড়ায় আর চুল পড়া কমায়। রুট এনার্জাইস আর গ্রুপ বি ভিটামিন সমৃদ্ধ এই টনিক। এটি ফলিকলের ভিতরে ঢুকে রক্ত সঞ্চালন বাড়ায় আর পুষ্টির জোগান দেয়। এই প্রোডাক্ট দাবী করে যে এটি ৯০ দিনে চুল পড়া বন্ধ করবে।
ক. এটি চটচটে নয়।
খ. খুব তাড়াতাড়ি মাথায় ছড়িয়ে যায়।
গ. কোনও সাইড এফেক্ট নেই।
ঘ. খুব সুন্দর গন্ধ।
রেটিংঃ ৪.৪/৫
এতে আছে সব উপকারী প্রাকৃতিক উপাদান, যেমন আমন্ড, ভৃঙ্গরাজ, অ্যালোভেরা, রোজমেরি, হিবিস্কাস, মুলেঠি। এই সব উপাদান চুল নারিশ করে, চুলের মজবুতি আনে। সঙ্গে চুলের অকালপক্কতা আর চুল পড়া কমায়। এটি চুল যেমন ঘন করে, তেমনই চুলের দৈর্ঘ্য বাড়ায়। আর সঙ্গে আছে এটির সুন্দর গন্ধ।
ক. চুল পড়া কমায়।
খ. এতে কোনও প্যারাবিন্স নেই।
গ. সব রকম চুলের জন্য ভালো।
ঘ. রোজ ব্যবহার করার জন্য ভালো।
রেটিংঃ ৪.৩/৫
এটি অনবদ্য কিছু তেলের মিশ্রণ যা আপনার চুলের কিউটিকলকে মজবুত করে। এটি চুলের ময়েশ্চার ধরে রাখে। এতে ব্যবহার করা হয়েছে জোজোবা, ইন্ডিয়ান গুজবেরি, মৌরি, রোজমেরি, আর্গন তেল, আমন্ড তেল, অলিভ অয়েল। এই সব উপাদান একসঙ্গে আপনার চুল নরম করবে, সাইনি করবে। আর এই প্রোডাক্ট দাবী করে যে এটি চুলের খুশকি কম করবে।
ক. চুলের গ্রোথ বাড়ায়।
খ. স্ক্যাল্পের শুষ্কতা কমায়।
গ. হেয়ার ফলিকল মজবুত করে।
ঘ. চুলের অকালপক্কতা কমায়।
ঙ. চুলের ডগা ফাটা কমায়।
রেটিংঃ ৪.২/৫
তাহলে এখন আর কীসের জন্য অপেক্ষা করছেন? একবার এই হেয়ার টনিক ব্যবহার করেই দেখুন। ম্যাজিক দেখে আপনি নিজেই চমকে যাবেন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…